Trending News

Sale Old Note: এই পাঁচ টাকার নোট থাকলেই লাখপতি! এভাবে বিক্রি করলেই পাবেন ২ লাখ টাকা।

Sale Old Note: নোটের গায়ে লেখা মাত্র পাঁচ টাকা, অথচ দাম ছাড়িয়েছে লক্ষের গণ্ডি! কী, শুনে অবাক লাগছে? কিন্তু বাস্তবে এটাই হয়েছে। অনেক সময় এই বিভিন্ন মানুষ পুরনো মুদ্রা কিংবা টাকার নোট সংগ্রহ করতে পছন্দ করে থাকেন। আসলে সময় বৃদ্ধি পাওয়ার সাথে সাথে পুরনো যে কোন জিনিসেরই মূল্য বৃদ্ধি পায়।

Whatsapp Channel Follow
Telegram Channel Join

এই সমস্ত পুরনো জিনিসপত্রের মধ্যে বিভিন্ন দেশ থেকে প্রকাশিত ঐতিহাসিক গুরুত্বসম্পন্ন পুরনো নোটগুলিও রয়েছে। এই নোট প্রাথমিকভাবে সঞ্চয় করে রেখে পরবর্তী সময়ে বিক্রি করলে তার মূল দামের থেকে প্রায় লক্ষ গুন বেশি দাম পাওয়া যায়। সম্প্রতি একটি ভারতীয় ৫ টাকার নোটের দাম বৃদ্ধি পেয়েছে বিপুল পরিমাণে।

তবে প্রশ্ন হচ্ছে, কিভাবে বুঝবেন আপনার কাছে থাকা ৫ টাকার নোটটির ঐতিহাসিক গুরুত্ব আছে কিনা? এই নোটের দাম দুই লক্ষ টাকা হবে কিনা সেটাই জানার উপায় কী? আপনার কাছে এই নোট থাকলে কোথায় বিক্রি করবেন?

কোন গ্রাহককে সঠিক হিসেবে নির্বাচিত করবেন? এইসব প্রশ্নের উত্তর না পেয়ে দ্বিধায় রয়েছেন? তাহলে আর চিন্তা করবেন না, আপনার মনের আশা সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আজকের প্রতিবেদনটি রয়েছে। অবশ্যই শেষ পর্যন্ত এই প্রতিবেদনটি পড়ে নেবেন।

৫ টাকার নোটের দাম ২ লক্ষ টাকা

সম্প্রতি ভারতবর্ষের এমনই একটি পাঁচ টাকার নোটের দাম ছাড়িয়েছে ২ লক্ষ টাকা। এই খবরে ভারতীয় বাজারে যথেষ্ট পরিমাণে আলোড়ন সৃষ্টি হয়েছে। কয়েন বা নোট কেনাবেচার বাজারে এই ৫ টাকার নোটের দাম যে এত অধিক পরিমাণে বৃদ্ধি পাবে, এমনটা আশা করেননি অনেকেই।

Read More: বাড়ি বসে সেরা ওয়ার্ক ফ্রম হোম জব করো! প্রতিমাসে ৫০ হাজার টাকা আয়।

তবে সম্প্রতি এই নোট পাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠেছে গ্রাহকেরা। তাই আপনার কাছে যদি, বিশেষ এই পাঁচ টাকার ভারতীয় নোট থাকে, তাহলে অবশ্যই এটি বিক্রির সুযোগ হাতছাড়া করবেন না।

এই পাঁচ টাকার নোটের বিশেষত্ব

আপনার কাছে থাকা ৫ টাকার নোটে বিশেষ কেনা বুঝতে গেলে সবার আগে আপনাকে দেখতে হবে সেই নোটের নিচে থাকা সিরিয়াল নম্বরটিকে। সেখানে যদি-

১) শেষ তিনটে অথবা প্রথম তিনটে সংখ্যা ৭৮৬ হয়ে থাকে,

২) প্রথম থেকে শেষ পর্যন্ত শূন্য থেকে নয় অবধি অথবা

৩) শেষ থেকে প্রথম পর্যন্ত শূন্য থেকে নয় অবধি সংখ্যা থাকে, তাহলে আপনি এই বিশেষ নোটগুলিকে ভারতীয় পুরনো নোট নিলামের বাজারে প্রচুর দামে বিক্রয় করতে পারবেন।

দেশ কিংবা বিদেশে বসবাসকারী মানুষদের কাছে ৭৮৬ নম্বরটি ভাগ্যের প্রতীক হওয়ার কারণে পরপর এই নম্বর যুক্ত নোটগুলির জনপ্রিয়তা অত্যন্ত বেশি। সংগ্রহকারীরা তাদের সংগ্রহশালা এই বিশেষ নম্বরের নোট রাখতে পছন্দ করে থাকেন। কারণেই এই নোটের চাহিদা বরাবরই যথেষ্ট পরিমাণে থাকে।

এর পাশাপাশি পরপর সিরিয়াল নম্বর যুক্ত নোটের সংখ্যা যেকোনো জায়গাতেই যথেষ্ট পরিমাণে কম। এই কারণে ইউনিক হওয়ার জন্য এই ধরনের নোটগুলির চাহিদা রয়েছে নোট নিলাম বাজারে।

How to Sale Old Note?

আগে এই ধরনের বিশেষ নোট বিক্রি করার জন্য অফলাইন মাধ্যম ছাড়া আর কোন উপায় ছিল না। সে ক্ষেত্রে ক্রেতার নির্ধারিত মূল্যের মধ্যেই বিক্রেতা তাদের এই বিশেষ নোট বিক্রি করতে হতো। এছাড়াও পড়তে হতো বিভিন্ন দালাল চক্রে।

তবে বর্তমানে সম্পূর্ণ অনলাইন মাধ্যমে নোটের লেনদেনের জন্য বেশ কয়েকটি ওয়েবসাইট জনপ্রিয়তা লাভ করেছে। এর মধ্যে উল্লেখিত হল- CoinBazzar.com, ShopClues.com, Marudhar Arts ইত্যাদি।

এই সমস্ত ওয়েবসাইটে গিয়ে আপনার কাছে থাকা বিশেষ নোক্তির ছবি আপলোড করে অনলাইন মাধ্যমে গ্রাহকদের দৃষ্টি আকর্ষণ করতে পারেন। এরপর গ্রাহকেরা আপনার কাছে বিশেষ নোটটির জন্য তাদের পছন্দমত মূল্য জানাবে।

এরপর আপনার কাছে আশা গ্রাহকদের মধ্যে থেকে সবথেকে ভালো মূল্যে আপনি এই বিশেষ নোট বিক্রি করতে পারবেন। এক্ষেত্রে অবশ্যই অনলাইন মাধ্যমে লেনদেনের বিষয়ে যথেষ্ট পরিমাণে সতর্কতার সঙ্গে নোট বিক্রি করবেন।

 সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন -

Goutam Mondal

গৌতম মণ্ডল WB Tathya সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ৬ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। বারাসাত বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।
Back to top button
x
Advertisements