পুরনো নোট/কয়েন হাতে হাতে বিক্রি! পেয়ে যাবেন ৬৫০০০/- টাকা।

By: Goutam Mondal

On: March 8, 2025

Follow Us:

How To Sale Old Coin from Home?

আপনার কাছেও কি রয়েছে পুরনো নোট কিংবা কয়েন? তাহলে আজকেই আপনাদের জন্য সুখবর নিয়ে হাজির হয়েছি আমরা। ভারতবর্ষে ইতিমধ্যেই বহু নোট কিংবা কয়েন এমন রয়েছে যাদের আর আজ প্রচলন নেই।

Whatsapp Channel Follow
Telegram Channel Join

অনেকেই শখ করে হয়তো আলমারি কিংবা পুরনো ড্রয়ারের মধ্যে যত্ন করে রেখেছেন। তবে আপনি কি জানেন আপনার কাছে এই বিশেষ নোট কিংবা কয়েন থাকলে সহজেই পেয়ে যাবেন টাকা! কীভাবে পাবেন? কারা কারা পাবেন এই টাকা? এর জন্য কি করতে হবে আপনাদের? সবকিছুই রইল আজকে আমাদের বিস্তারিত এই প্রতিবেদনে।

Which Old Coin Can Be Sold?

সবার প্রথমেই এই টাকাগুলি বিক্রি করার জন্য প্রত্যেকটি টাকার মধ্যে বিশেষ কিছু বৈশিষ্ট্য থাকা আবশ্যক। স্বাভাবিক এক টাকা, দু’টাকা, পাঁচ টাকা, দশ টাকা, ৫০ টাকা কিংবা ১০০ টাকা বিক্রি করা যায় খুব সহজেই। তবে আজকে আমরা জানবো একটি বিশেষ দু টাকার নোট কিংবা কয়েনের ব্যাপারে।

যদি আপনাদের কাছে এই বিশেষ দুই টাকার নোট কিংবা কয়েনটি থাকে তাহলে খুব সহজে সেটিকে বিক্রি করে রাতারাতি হয়ে যাবেন মালামাল। পেয়ে যাবেন একেবারে ৬৫০০০ টাকা পর্যন্ত।

তবে এর জন্য থাকতে হবে বেশ কিছু বিশেষত্ব। কী কী বিশেষত্ব লাগবে? কী কী বিশেষত্বের কারণে একটা টাকার দাম এত পাওয়া যায়?

আপনি যে দু’টাকার নোটটিকে বিক্রি করতে চাইছেন তার বিশেষত্ব থাকতে হবে নিম্নরূপ:

সামনের ডান দিকে অশোক চক্রের দু’পাশের দু’টো ঘোড়া
নম্বর হতে হবে ইউনিক
শেষের তিনটি সংখ্যা ৭৮৬
সিরিয়াল হিসাবে ১ থেকে ৬ পর্যন্ত
উল্টোদিক থেকে ৬ থেকে ১ পর্যন্ত

How To Sale Old Coin?

এই টাকাগুলো যদি আপনি বিক্রি করতে চান তাহলে বেশ কিছু ওয়েবসাইট রয়েছে। যেমন কয়েন বাজার, ইন্ডিয়ামার্ট, ওয়েলেক্স প্রভৃতি ওয়েবসাইটে খুব সহজেই অনলাইনের মাধ্যমে আপনি বিক্রি করে দিতে পারবেন। যারা এগুলি কিনতে ইচ্ছুক হবেন তারা খুব সহজেই যোগাযোগ করবেন আপনাদের সঙ্গে।

How To Sale Old Coin from Home?

এখানে ছবি আপলোড করার পর ইচ্ছুক ব্যক্তিরা আপনার সঙ্গে যোগাযোগ করবে। আপনি তাদের বাড়িতে ডেকে নেবেন এবং তার সঙ্গে সম্পূর্ণ দিনটি ফাইনাল করে নেবেন। এভাবেই আপনি নিজের বাড়ি বসেই ইনকাম করে নিতে পারবেন ৬৫০০০ টাকা পর্যন্ত।

গৌতম মণ্ডল WB Tathya সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ৬ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। বারাসাত বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment