Jio Coin: বাজারে আসল নতুন ক্রিপ্টো কারেন্সি ‘জিও কয়েন’! কিভাবে পাবেন? কিভাবে ব্যবহার করবেন?

Jio Coin: রিলায়েন্স জিওর হাত ধরে আবারো ভারতীয় দুনিয়ায় আসতে চলেছে বিরাট পরিবর্তন। ইতিমধ্যেই 4G ও 5G র মত একাধিক পরিষেবা এবং টেলিকম জগতের একাধিক সুযোগ-সুবিধা প্রদান করে ভারতীয় বাজারে এক নম্বর টেলিকম সংস্থা হয়ে উঠেছে মুকেশ আম্বানির কোম্পানির রিলায়েন্স জিও।
সমগ্র দেশের বিভিন্ন রাজ্য মিলিয়ে কোটি কোটি উপভোক্তা এই কোম্পানির একাধিক পরিষেবা উপভোগ করে থাকেন। তবে বর্তমানে বিটকয়েনের মতো নতুন ক্রিপ্টো কারেন্সি (Crypto Currency) ভারতীয় বাজারে ছড়িয়ে দিতে উদ্যোগী হয়েছে এই কোম্পানি। নতুন এই ক্রিপ্টো কারেন্সির নাম হল- Jio Coin।
জিওর এই দুর্দান্ত ঘোষণায় খুশি হয়েছেন উপভোক্তারা। মূলত ডিজিটাল মার্কেটে ব্লক চেনের মাধ্যমে ক্রিপ্টো কারেন্সি গুলি যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেছে। তবে উপভোক্তারা এই কারেন্সির মাধ্যমে কোন কোন সুবিধা লাভ করতে পারবেন? এই কারেন্সি কিভাবে ব্যবহার করবেন? এই সমস্ত তথ্য বিস্তারিত জানার জন্য অবশ্যই পড়তে হবে আজকের প্রতিবেদনটি।
Crypto Currency কী?
বেশ কয়েক বছর ধরেই ডিজিটাল দুনিয়ায় ডিজিটাল কারেন্সি বা টাকার জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে। ভারতবর্ষ সহ গোটা বিশ্বের বহু মানুষ ডিজিটাল মাইনিং এর মাধ্যমে বিটকয়েনের মতো একাধিক ক্রিপ্টো কারেন্সি লাভ করাই নিজেদের আগ্রহ দেখিয়েছেন।
বর্তমানে একাধিক ভারতীয় কোম্পানির পাশাপাশি রিলায়েন্স জিওর পক্ষ থেকে Jio Coin নামক এক ক্রিপটোকারেন্সিটি ভারতীয় বাজারে নিয়ে এসেছেন মুকেশ আম্বানি। জিওর সমস্ত রকমের ইকো সিস্টেমের সাথে যুক্ত থাকতে চলেছে এই বিশেষ ক্রিপটোকারেন্সিটি।
Jio Coin কিভাবে ব্যবহার করবেন?
জিও কোম্পানির একাধিক ইকোসিস্টেম যেমন- জিও সিনেমা, জিও সেভান বা অন্যান্য জিও পরিষেবায় বিশেষ ছাড় পাওয়ার জন্য ব্যবহার করা যাবে এই বিশেষ টোকেন কয়েন। সম্প্রতি একটি জিও কয়েনের দাম ৪৩.৩০ টাকা হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যদিও এই বিষয়ে কোম্পানির পক্ষ থেকে সরাসরি কোন কিছুই জানানো হয়নি।
Jio Coin কিভাবে পাবেন?
এখনো পর্যন্ত প্রকাশিত তথ্য অনুসারে অন্যান্য ক্রিপ্টো কারেন্সির মতো ব্লকচেইন এর মাধ্যমে জিও কয়েনকে মাইন করে লাভ করতে হবে না উপভোক্তাদের।
প্রতিটি উপভোক্তাকে জিও কয়েন পাওয়ার জন্য Google Play Store বা Apple App Store থেকে JioSphere নামক একটি অ্যাপ ডাউনলোড করে নিতে হবে। এরপর অবশ্যই গ্রাহকদের নিজের মোবাইল নম্বর এবং ইমেইল আইডির ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে এটি বৈধ অ্যাকাউন্ট খুলে নিতে হবে। এরপর ওই অ্যাকাউন্টটি মোবাইল ফোন বা কম্পিউটারের মাধ্যমে ক্রমাগত ব্যবহার করে জিও কয়েন লাভ করতে পারবেন উপভোক্তারা।