Loan

Personal Loan: হঠাৎ টাকার দরকার? কেন্দ্র সরকারের, এই স্কীমে আবেদন করুন!

Personal Loan: জীবনে যেকোনো সময় টাকার দরকার হতে পারে। সেই কারণে বিভিন্ন ব্যাংকের পক্ষ থেকে পার্সোনাল লোন দেওয়ার প্রথা চালু রয়েছে। তবে পার্সোনাল লোনের ক্ষেত্রে Instant Personal Loan কেন্দ্রীয় সরকারের একটি অন্যতম জনপ্রিয় প্রকল্প। এই ব্যক্তিগত রেনার মাধ্যমে বিভিন্ন আপদকালীন সময়কে পার করে তোলা সম্ভব হয়।

কিন্তু অনেকেই এই লোনের জন্য আবেদন করার পদ্ধতি কিংবা বিভিন্ন নির্দেশাবলী সম্পর্কে না জেনেই জীবনের সবথেকে বড় ভুল পদক্ষেপটি নিয়ে ফেলেন। তাই আজকের প্রতিবেদনে ব্যক্তিগত ঋণ নেওয়ার এবং আবেদন করার সঠিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরা হতে চলেছে।

হোয়াটস্যাপ চ্যানেল জয়েন
টেলিগ্রাম চ্যানেল জয়েন

Instant Personal Loan

তৎক্ষণাৎ পার্সোনাল লোনের জন্য সকলেই আবেদন জানাতে পারেন তবে শুধুমাত্র লোনে আবেদন করলেই হবে না। সেই লোন ভবিষ্যতে কীভাবে শোধ করবেন সেই বিষয়েও চিন্তাভাবনা থাকা প্রয়োজন। লোন নিয়ে পরবর্তী সময়ে শোধ করতে না পারলে বিভিন্ন আইনি সমস্যায় জড়িয়ে পড়তে হয় মানুষকে।

সুদের হার

পাশাপাশি চড়া সুদের হারে প্রচুর টাকা ব্যাংকে দিয়ে দিতে হয়। সেই কারণেই ব্যক্তিগত ঋণ নেওয়ার ক্ষেত্রে আগে থেকেই একটি ভালো পরিকল্পনা করে তবেই লোনের জন্য আবেদন চালাতে হবে। একটি ব্যক্তিগত ঋণ নেওয়ার জন্য কোন কোন বিষয়গুলি আগে থেকে পরিকল্পনা করতে হবে সেই বিষয়ে এবার জেনে নিন।

পরিকল্পনা

জীবনের বিভিন্ন সময়ে আমাদের লোনের প্রয়োজন হয়ে থাকে। তবে একটি লোনে আবেদন করার আগে আপনাকে বেশ কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে।

১) আপনার আপদকালীন সময়ে কত টাকা প্রয়োজন সেইটি ভালোভাবে বিচার করে তবেই লোনের আবেদন করুন। ঝোঁকের বশবর্তী হয়ে বেশি টাকার লোনের আবেদন না করে ফেলাই ভালো।

২) এর পাশাপাশি কোন প্রতিষ্ঠান থেকে ভালো অফারের সঙ্গে ঋণ প্রদান করা হচ্ছে সেই বিষয়টি ভালোভাবে জেনে নিয়ে তবেই আবেদন করতে হয়। এর জন্য বেশ কয়েকটি ব্যাংক বা অর্ধ প্রদানকারী প্রতিষ্ঠানের লোন অফারগুলি আগে থেকে জেনে বিচার করে নিতে হয়।

৩) লোনে আবেদন করার আগের সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি দেখতে হয় তা হল সুদের পরিমাণ। যে ব্যাংক কম সুদে লোন প্রদান করে সেই ব্যাংকের লোনে আবেদন করাই সবথেকে বেশি শ্রেষ্ঠ।

৪) ইজি মান্থলি ইনস্টলমেন্ট বা EMI এর মাধ্যমে ঠিক কত দিনে কত টাকা করে দিলে লোনটি পরিশোধ হবে সেই বিষয়ে আগে থেকে বিচার এবং পরামর্শ করে নিন।

৫) Personal Loan আবেদনের ক্ষেত্রে ক্রেডিট স্কোর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই ক্রেডিট স্কোর বজায় রাখার জন্য সময়মতো লোন পরিশোধ করতে হয়।

৬) ব্যক্তিগত ঋণে আবেদন করার আগে আগাম লোন পরিশোধের বিষয়টিও খতিয়ে দেখা প্রয়োজনীয়।

Important Links

Pradhan Mantri Mudra Yojana (PMMY)Click Here

 সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন -

Goutam Mondal

গৌতম মণ্ডল WB Tathya সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ৬ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। বারাসাত বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button