বাড়ি বসে ইনকাম করার সেরা উপায়! কোনো ইনভেস্টমেন্ট করতে হবে না।

আজকাল কার দিনে অনলাইনে ইনকাম (Online Earnings) করার উপায় আছে প্রচুর। কেউ যদি এখনও বেকার বসে থাকো, তাহলে হয় তুমি বোকা, নাহলে কাজ জানোনা। তবে চিন্তা নেই আজ আমরা এমন কিছু জেনুইন কাজের সন্ধান দেব। যা তুমি বাড়ি বসেই করতে পারবে।
প্রতিমাসে হাত খরচা চালানোর মত আয় তো হবে, পাশাপাশি এটাকে ফুল টাইম কেরিয়ার হিসেবেও নিতে পারো। সবকটি কাজের খোঁজ দেব, যাতে নামমাত্র, ওই বিরিয়ানির দামে ইনভেস্টমেন্ট (Investment) এবং আয় প্রচুর। প্রয়োজন একটি ভালো মোবাইল অথবা ল্যাপটপ এবং ইন্টারনেট কানেকশন।
1/ Blogging (ব্লগিং)
Blogging (ব্লগিং) – মানে হচ্ছে ডিজিটালি লেখা লেখি করা। নিজের একটা ওয়েবসাইট (Website) বানিয়ে সেখানে কন্টেন্ট পোস্ট করা। তোমার যেই বিষয়ের উপর দক্ষতা আছে, সেটা নিয়ে লেখা লেখি করতে পারো। এমন কিছু লিখতে হবে, যার বাজারে চাহিদা আছে অথবা, পাব্লিকের যা দরকার। যেমন নিউজ, সরকারি চাকরির, প্রকল্পের খবর দেওয়া।
Blogging শুরু করবে কিভাবে?
Blogging শুরু করার জন্য প্রথমেই যেটা প্রয়োজন, তা হল একটি হোস্টিং (Hosting)। উল্লেখযোগ্য কিছু Value For Money হোস্টিং কোম্পানি হল- Hostinger, Blue Host, Hostgator ইত্যাদি।
দ্বিতীয়ত লাগবে একটি ডোমেইন (Domain) বা তোমার ওয়েবসাইটের নামের এক্সটেনশন। যেমন- (.com) (.in) (.co.in) ইত্যাদি।
Hosting ও Domain কেনা হয়ে গেলে, এটি WordPress-এ সেটাপ করো এবং কন্টেন্ট লিখে পাব্লিশ করা শুরু কর।
Blogging থেকে আয় কিভাবে হবে?
Google Adsense থেকে তুমি ইনকাম করতে পারবে। ওয়েবসাইটে নুন্যতম কন্টেন্ট পাব্লিশ করার পর, তা গুগল এডসেন্সের মনিটাইজেশন পেতে এপ্লাই করে দাও। সাইট এপ্রুভ হয়ে গেলে, তোমার কন্টেন্টের মাঝে এড (Ads) শো করবে। সেখান থেকে তোমার ইনকাম হবে। এডসেন্সে ব্যাঙ্ক একাউন্ট লিঙ্ক করে দেবে। প্রতিমাসের ২১ তারিখ তোমার এডসেন্সে যা ডলার (Dollar) জমা হবে, সেগুলি ইন্ডিয়ান রুপিতে কনভার্ট হয়ে তোমার ব্যাঙ্কে চলে আসবে।
ওয়েবসাইটে নুন্যতম ১০০০ শব্দের ৩০টি কন্টেন্ট পাব্লিশ করার পর, এডসেন্সের জন্য এপ্লাই করবে। এছাড়া, যেই পোস্ট লিখবে তাতে কিছু ট্রাফিক দিতে হবে। প্রথমেই, ফেসবুকের ফ্রি গ্রুপে তোমার ওয়েবসাইটের লিঙ্ক শেয়ার করবে, সেখান থেকে কিছু ট্রাফিক পাবে।
2/ Youtube
অনলাইনে বাড়ি বসে লাখ লাখ টাকার আয় করার সবথেকে বড় মাধ্যম হল Youtube (ইউটিউব)। এখন ঘরে ঘরে ইউটিউবার ভরে পরে আছে। এখানে বর্তমানে এত কম্পিটিশন, যে সাকসেসফুল ইউটিউবার হওয়া বড় কঠিন। কিন্তু তোমাদের সাথে কিছু সিকরেট টিপস শেয়ার করছি, যাতে সহজেই তোমরা এখানে সফল হতে পারো।
প্রথমেই, তোমাকে বেছে নিতে হবে, তুমি কি বিষয়ের উপর ভিডিও বানাবে। মার্কেটে তার ডিমান্ড থাকতে হবে। Searchable Topic হতে হবে। এবং তোমাকে কিছু ইউনিক করতে হবে। সবাই যা করছে তা করলে হবে না।
এক্ষেত্রে কিছু জনপ্রিয় বিষয় হল- Tech, Fact Based Video, Vlogging। তবে এগুলো সবাই চেষ্টা করছে। আমি তোমাদের বলব- প্রকল্প, অনলাইনে বাড়ি বসে ইনকাম কিভাবে করা যায় এবং প্রাইভেট জবের ভিডিও দিতে। এতে সফল হবার সুযোগ অনেক বেশি। এর পাশাপাশি রিচ বাড়ানোর জন্য শর্টস ভিডিও আপলোড করো।
Youtube থেকে ইনকাম কিভাবে করবে?
তোমার ভিডিও-র শুরুতে, মাঝে যে এড শো হবে তার থেকে ইনকাম হবে গুগল এডসেন্সে। এছাড়া, স্পনসরশিপ করে এবং Affiliate Marketing করেও ইনকাম করতে পারবে। ইউটিউব চ্যানেলে ১০০০ সাবস্ক্রাইবার এবং ৪০০০ ঘণ্টা ওয়াচটাইম হলে গুগল এডসেন্সে মনিটাইজেশনের জন্য এপ্লাই করতে পারবে।
3/ Facebook
এখনকার দিনে সবচাইতে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম হল ফেসবুক। তবে শুধুমাত্র ছবি, ভিডিও শেয়ার করাই নয়। বর্তমানে Facebook থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা সম্ভব। ইউটিউবের মত ভিডিও বানিয়ে ফেসবুকে ছাড়লে এড থেকে আয় করা যায়। পাশাপাশি ছবি পোষ্ট করে Bonus-এর মাধ্যমেও আয় করা সম্ভব।
Facebook থেকে ইনকাম কিভাবে করবে?
প্রথমেই, তোমাকে ফেসবুকে একটা পেজ বানাতে হবে। অথবা, তোমার প্রোফাইলটাকেই পেজ বানিয়ে নিতে পারো। এরজন্য Proffessional Mode-টি অন করে নিতে হবে। এরপরে, পেজ থেকে ভিডিও বা ছবি বানিয়ে পোষ্ট করো।