LIC Agent কিভাবে হবেন? মাসে কত টাকা আয় হয়? একবার কাজ, সারাজীবন ইনকামের সুযোগ!

সম্প্রতি ভারতের সবথেকে বড় লাইফ ইন্সুরেন্স কোম্পানির পক্ষ থেকে প্রকাশিত হলো এক গোপন খবর! কোম্পানির এজেন্টরা বীমা পরিষেবা বিক্রি করে প্রতি মাসে কত টাকা রোজগার করেন সেই বিষয়ে বিশদে সবার সামনে তথ্য তুলে ধরেছে LIC।
এই বিষয়ে প্রতিটি রাজ্যে আলাদা আলাদা রকম মাসিক বেতনের ব্যবস্থা রয়েছে LIC কোম্পানির পক্ষ থেকে। এই বিষয়ে নিচে বিস্তারিত আলোচনা করা হলো।
Details
LIC ভারতের সব থেকে বিশ্বস্ত এবং বৃহত্তম Life Insurace Company। এই কোম্পানির বিভিন্ন বীমা পরিষেবা এজেন্টের মাধ্যমেই বিক্রয় করা হয়ে থাকে। এলআইসি এজেন্টদের মূল কাজ হলো বিভিন্ন বীমা পরিষেবা সাধারণ মানুষের ঘর পর্যন্ত পৌঁছে দেওয়া।
এই কাজের জন্য প্রতিটি বীমা (Insurance) বিক্রি করে এজেন্টরা কমিশন (Commission) পেয়ে থাকেন। শুধু তাই নয়, একটি বীমা যতদিন পর্যন্ত চলবে তার প্রতি প্রিমিয়াম পিছু কমিশন পেয়ে থাকেন এলআইসি এজেন্টরা।
Eligibility Criteria
চাকরিপ্রার্থীদের এলআইসি এজেন্ট পদে আবেদনের জন্য নূন্যতম মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। এর পাশাপাশি তাদের বয়স হতে হবে নূন্যতম ১৮ বছর।
Monthly Income
ভারতের বিভিন্ন রাজ্যে এলআইসি এজেন্টদের বিভিন্ন রকম বেতন রয়েছে।
1/ এক্ষেত্রে, এখানে হিমাচল প্রদেশের এলআইসি এজেন্টরা প্রতিমাসে গড়ে ১০,৩২৮ টাকা পেয়ে থাকেন।
2/ সেখানে উত্তরপ্রদেশ রাজ্যে প্রতি মাসে গড়ে বেতন ১১,৮৮৭ টাকা।
3/ অপরদিকে মহারাষ্ট্র, তামিলনাড়ু, কর্ণাটক, মধ্যপ্রদেশ রাজ্য গুলিতে এলআইসি এজেন্টের গড় মাসিক বেতন যথাক্রমে ১৪,৯৩১ টাকা, ১৩,৪৪৪ টাকা, ১৩,২৬৫ টাকা, ১১,৬৪৭ টাকা।
4/ ভারতের রাজধানী শহর দিল্লিতে এলআইসি এজেন্টেরা প্রতি মাসে বেতন হিসাবে পেয়ে থাকেন প্রায় ১৫,১৬৯ টাকা।
5/ তবে আপনি যদি পশ্চিমবঙ্গ রাজ্য থেকে এলআইসি এজেন্ট হতে চান তাহলে আপনার গড় মাসিক বেতন হবে ১৩,৫১২ টাকা।
6/ বর্তমানে সারা ভারত জুড়ে এলআইসি এজেন্ট সংখ্যায় তৃতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গে মোট ১ লাখ ১৯ হাজার ৯৭৫ জন এলআইসি এজেন্ট বর্তমান।
Selection Process
সাধারণত সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে LIC Agent-দের নিয়োগ করা হয়ে থাকে। এই ক্ষেত্রে প্রয়োজনে কোম্পানির পক্ষ থেকে আলাদা পদক্ষেপ নেওয়া হতে পারে।
তাই যে সমস্ত চাকরিপ্রার্থীরা বর্তমানে, LIC Agent হওয়ার জন্য ইচ্ছুক রয়েছেন তারা অবশ্যই করে উল্লেখিত পদ্ধতি অবলম্বন করে আবেদন করে ফেলতে পারেন।
How To Apply
LIC কোম্পানির এজেন্ট হওয়ার জন্য অনলাইন মাধ্যমে বা অফলাইন মাধ্যমে আবেদন করা যেতে পারে। এক্ষেত্রে অনলাইন মাধ্যমে আবেদন করার জন্য নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে অনলাইন মাধ্যমে রেজিস্ট্রেশন করে আবেদন পত্র পূরণ করে জমা করে দিতে হবে।