শুধুমাত্র আধার দিয়ে ১০,০০০ টাকা লোন নিন, মাত্র ১০ মিনিটে! বাড়ি বসে ফোন থেকে আবেদন করো।

মানুষের জীবনে লোনের (Loan) কখন প্রয়োজন হয় কেউ বলতে পারে না। লেখাপড়া থেকে শুরু করে ব্যক্তিগত বিভিন্ন কারণ কিংবা চিকিৎসার ক্ষেত্রে সবকিছুতেই প্রয়োজন হয় মোটা অংকের টাকার। বেশিরভাগ সময়েই এত পরিমান টাকা বাড়িতে মজুদ থাকে না।
সেই কারণে ব্যাংক বা বিভিন্ন লোন প্রদানকারী সংস্থা থেকে ঋণের জন্য আবেদন জানাতে হয়। তবে এই ধরনের ঋণে আবেদন জানানোর পর তা এপ্রুভ হওয়ার জন্য অনেক লম্বা সময় ধরে অপেক্ষা করতে হয়। এছাড়া আবেদন জানানোর পদ্ধতিও যথেষ্ট জটিল।
তবে এবারে আর কোনো চিন্তা নেই। সম্প্রতি নন-ব্যাঙ্কিং আর্থিক প্রতিষ্ঠান (Non-Banking Financial Company) এবং ফিনটেক কোম্পানির (Fintech Company) উদ্যোগে ঋণগ্রহণের পদ্ধতি হয়ে উঠেছে অত্যন্ত সহজ। আপনার কাছে শুধুমাত্র আধার কার্ড থাকলেই সরাসরি লোনের জন্য আবেদন জানাতে পারবেন। এখানে অনলাইন মাধ্যমে আবেদনের সুযোগও রয়েছে।
লোনের পরিমান
নন-ব্যাঙ্কিং আর্থিক প্রতিষ্ঠান (NBFC) এবং ফিনটেক কোম্পানি গুলির দ্বারা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার নিয়ম অনুসারে শুধুমাত্র আধার কার্ডের দ্বারা ১০,০০০/- টাকার ব্যক্তিগত ঋণ পাওয়া সম্ভব।
আবেদনের যোগ্যতা
বিভিন্ন ঋণে আবেদনের ক্ষেত্রে একাধিক যোগ্যতা পূরণ করতে হয় ব্যক্তিদের। তবে এখানে যে সমস্ত ব্যক্তিরা সরকারি বেতনভোগী কর্মচারী (Salaried Person) রয়েছেন কিংবা নিজের ব্যবসা রয়েছে অথবা সেলফ এমপ্লয়েড (Self Employed) ব্যক্তি সকলেই এই ঋণের (Loan) জন্য আবেদন জানাতে পারবেন।
সব থেকে বড় সুবিধা হচ্ছে যে সমস্ত ব্যক্তিরা স্বল্প ক্রেডিট স্কোর (Credit Score) রয়েছে এমন ব্যক্তিরাও এই ঋণের জন্য আবেদন জানাতে পারবেন। তবে আবেদনের ক্ষেত্রে বেশ কয়েকটি শর্ত অবশ্যই পূরণ করতে হবে আবেদনকারীকে।
RBI এর নিয়ম অনুসারে সম্পূর্ণ আবেদনের শর্তগুলি নিচে উল্লেখ করা হলো-
১) আবেদনকারীকে আবশ্যিকভাবে ২১ বছর থেকে ৬০ বছরের মধ্যবর্তী বয়স হতে হবে।
২) আবেদনকারীর মাসিক সর্বনিম্ন আয় ১৫,০০০/- টাকা হলে তবেই এই ঋণের জন্য আবেদন জানাতে পারবেন।
এই লোনের সুবিধা
যেহেতু এই ঋণে আবেদনের জন্য শুধুমাত্র আধার কার্ডের প্রয়োজন হয়, তাই অত্যন্ত দ্রুততর প্রক্রিয়ায় আপনার আবেদনটি অ্যাপ্রুভ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি অতিরিক্ত নথিপত্র বহন করার বা অনলাইন মাধ্যমে আপলোড করার ঝামেলাও থাকছে না।
আবেদন প্রক্রিয়া
অনলাইনে আবেদন:
আপনার যদি লোনের জন্য অধিক প্রয়োজনীয়তা থাকে তাহলে অনলাইন মাধ্যমে ঋণ প্রদানকারী ব্যাঙ্ক, NBFC, অথবা ফিনটেক কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সরাসরি আবেদন জানাতে পারেন।
অফলাইনে আবেদন:
লোন প্রদানকারী NBFC এবং ফিনটেক কোম্পানির অফিসে গিয়ে হাতে কলমে আবেদন পত্র পূরণ করে জমা করতে পারেন।