মহিলাদের বিনামূল্যে সোলার স্টোভ দিচ্ছে মোদী! কিভাবে বুকিং করবেন জানুন।

By: WB Tathya

On: March 8, 2025

Follow Us:

Free Solar Stove Yojana 2025

Job Details

Job Salary:

Job Post:

Qualification:

Age Limit:

Exam Date:

Last Apply Date:

WhatsApp Join Now
Telegram Join Now

গ্যাস এবং বিদ্যুতের বিশাল খরচে নাজেহাল মধ্যবিত্ত পরিবার গুলি। তার পাশাপাশি এগুলি চিরাচরিত শক্তির উৎস থেকে তৈরি হয়ে থাকে বলে অনেকাংশে এগুলি পরিবেশ বান্ধব নয়। যার কারণে সরকার এবং মধ্যবিত্ত পরিবার গুলি সকলেই এই ব্যবস্থার একটি বিকল্প উপায় সন্ধান করছিলেন।

এবারে সমগ্র দেশের জন্যই এক নতুন প্রকল্প নিয়ে হাজির হলো কেন্দ্রীয় সরকার। এখানে সম্পূর্ণ বিনামূল্যে এলপিজি গ্যাসের সিলিন্ডার ছাড়াই রান্না করা যাবে এমনকি লাগবেনা বিদ্যুতের কানেকশনও।

Free Solar Stove Yojana
Free Solar Stove Yojana

আপনিও কেন্দ্রীয় সরকারের এই দুর্দান্ত প্রকল্পে আবেদন করে নিজের গ্যাসের এবং বিদ্যুতের খরচ উভয়ই বাঁচিয়ে নিতে পারেন। আজকের প্রতিবেদনের মাধ্যমে প্রকল্পের নাম, প্রকল্পের দ্বারা প্রদত্ত বিভিন্ন সুযোগ-সুবিধা, আবেদন পদ্ধতি, প্রকল্পের উদ্দেশ্য এবং গুরুত্ব ইত্যাদি সকল বিষয় নিয়ে আলোচনা করা হলো।

আজকের প্রতিবেদনে কেন্দ্রীয় সরকারের যে প্রকল্প নিয়ে আমরা আলোচনা করতে চলেছি তা হল- ফ্রী সোলার স্টোভ প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে সম্পূর্ণ সৌরশক্তিকে কাজে লাগিয়ে বাড়ির রান্না করা সম্ভব হবে এর জন্য লাগবে না কোন রকম এলপিজি গ্যাস সিলিন্ডার বা বিদ্যুতের সংযোগ।

প্রকল্পের উদ্দেশ্য

অতিরিক্ত বৈদ্যুতিক ব্যবহার বা Lpg GAS ব্যবহার কমাতেই মূলত এই প্রকল্প নিয়ে এসেছে কেন্দ্রীয় সরকার। এতদিন ধরে চিরাচরিত শক্তির উৎস গুলো থেকেই বিদ্যুৎ বা গ্যাসের যোগান হয়ে এসেছে।

Free Solar Stove Yojana
Free Solar Stove Yojana

তবে এবার ভারত বর্ষকে সম্পূর্ণ কার্বন মুক্ত করার উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এমন দুর্দান্ত প্রকল্প নিয়ে আসা হচ্ছে। যার ফলে পরিবেশের ভারসাম্য তো রক্ষা পাবেই, এর পাশাপাশি দেশের মধ্যবিত্ত দরিদ্র পরিবারগুলির বিপুল পরিমাণে সাশ্রয়ও হবে।

বিনামূল্যে গ্যাস স্টোভের প্রকারভেদ

সরকারের পক্ষ থেকে সৌরশক্তিকে কাজে লাগিয়ে যে স্টোভ দেওয়ার প্রকল্প নিয়ে আসা হয়েছে সেখানে উপভোক্তারা দুই ধরনের সোলার স্টোভের জন্য আবেদন জানাতে পারবেন। যা হল-

  1. Single Burner Solar Stove।
  2. Double Burner Solar Stove।

How to Apply

এই প্রকল্পে আবেদনে ইচ্ছুক প্রার্থীরা সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে পারেন। এক্ষেত্রে সম্পূর্ণ অনলাইন মাধ্যমে সকল আবেদনকারীর আবেদন গ্রহণ করা হবে। আবেদনের জন্য অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে IOCL Solar Stove Booking Online বিকল্পটি বেছে নিতে হবে।

এরপর আপনার সামনে আসা আবেদন পত্রটি সঠিক বিবরণের সাথে সম্পূর্ণ পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র আপলোড করে দিতে হবে। এবং সবশেষে আবেদন পত্রটি জমা করে দিতে হবে।

সরকারের পক্ষ থেকে এটি একটি দুর্দান্ত প্রকল্প নিয়ে আসা হয়েছে দেশের মহিলাদের জন্য। তাই আর বেশি দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব এই প্রকল্পে আবেদন জানিয়ে দিন।

WhatsApp Join Now
Telegram Join Now

WB Tathya-তে আমরা ৬ বছরের বেশি সময় ধরে বিনামূল্যে ও জেনুইন চাকরির আপডেট দিয়ে আসছি। আমাদের YouTube, Facebook, TelegramWhatsApp-এ পাবেন Work From Home চাকরি, প্রাইভেট চাকরি, ইন্টার্নশিপ এবং অনলাইন কাজের খবর, সবই নির্ভরযোগ্য! Contact us: contactwbtathya@gmail.com

Leave a Comment

x
Advertisements