চাকরির খবর

Kolkata Job Fair 2025: কলকাতা জব ফেয়ার ২০২৫ আবেদন শুরু! উচ্চমাধ্যমিক পাশে চাকরির মেলা।

পশ্চিমবঙ্গের যেকোন জেলার ছেলে ও মেয়ে সবাই আবেদন করতে পারবে। কোন কোন কোম্পানি এই জব ফেয়ারে আসবে? শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন? মাইনে কত পাবেন? এই সমস্ত তথ্য আজকের এই প্রতিবেদনে আলোচনা করছি।

Kolkata Job Fair 2025: রাজ্যে আবার চালু হচ্ছে ‘Job Fair’ বা চাকরির মেলা। তুমি যদি এখনও বেকার হয়ে থাকো? চাকরি খুজছো? তাহলে তোমার জন্য রয়েছে দারুন সুখবর। নুন্যতম উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতা থাকলেই আবেদন করা যাবে।

পশ্চিমবঙ্গের যেকোন জেলার ছেলে ও মেয়ে সবাই আবেদন করতে পারবে। কোন কোন কোম্পানি এই জব ফেয়ারে আসবে? শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন? মাইনে কত পাবেন? এই সমস্ত তথ্য আজকের এই প্রতিবেদনে আলোচনা করছি।

হোয়াটস্যাপ চ্যানেল জয়েন
টেলিগ্রাম চ্যানেল জয়েন

আয়োজক সংস্থা

GROW Centre – An initiative of Dr Reddy’s Foundation – মধ্যমগ্রাম অবস্থিত এই সংস্থা চাকরির মেলা আয়োজন করছে। রাজ্যের সমস্ত বেকার চাকরি প্রার্থীদের কথা ভেবে।

Date & Time of Kolkata Job Fair 2025

Adressমধ্যমগ্রাম, রানি পার্ক সেকেন্ড লেন, চৌমাথা, সুভাষ ময়দান বাস স্টপের সামনে।
Date26/12/2024

কোন কোন কোম্পানি আসবে?

  1. Information Technology (ITEs)
  2. রিটেইল (Retail)
  3. ফুড রিটেইলস (Food Retails)
  4. ব্যাঙ্কিং (Banking)
  5. ফাইন্যান্স (Finance)

এক্সাট কি ধরনের কোম্পানি আসবে, তা জব ফেয়ারে গেলেই জানতে পারবে। তবে এই সমস্ত সেক্টর থেকে কোম্পানি আসবে কর্ম প্রার্থীদের কাজ দিতে।

শিক্ষাগত যোগ্যতা

১) যেকোন স্বীকৃত বোর্ড থেকে নুন্যতম উচ্চমাধ্যমিক পাশ হলেই এই জব ফেয়ারে অংশগ্রহন করতে পারবে। এছাড়া, গ্রাজুয়েশন পাশ হলেই আবেদন করতে পারবে।

২) ফ্রেশার-যাদের কাজের অভিজ্ঞতা নেই, এবং এক্সপেরিয়েন্সড-যাদের অভিজ্ঞতা আছে। সবাই আবেদন যোগ্য।

বয়সসীমা

নুন্যতম ১৮ বছর থেকে সর্বচ্চ ৩০ বছরের মধ্যে বয়স হতে হবে। নারী-পুরুষ সকলের জন্য একই বয়স চাওয়া হয়েছে।

মাসিক মাইনে

শিক্ষাগত যোগ্যতামাসিক মাইনে
12th Pass10,000 to 12,000
Graduation Pass15,000
Minimum Salary10,500

How to Apply for Kolkata Job Fair 2025

এখানে সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে। নীচে একটি Google Form-এর লিঙ্ক দেওয়া আছে। সেখানে ক্লিক করে ফর্ম ফিলাপ করো।

অথবা, নীচে দেওয়া ফোন নম্বরে হোয়াটস্যাপে মেসেজ করো। অবশ্যই, হোয়াটস্যাপে নিজের বায়োডাটা পাঠাও।

Note: আবেদন করার সময় বা বায়োডাটা পাঠানোর সময়, আমাদের ইউটিউব চ্যানেলের নাম বলবে- Wb Tathya

ডকুমেন্ট কি লাগবে?

  1. তিন-চার কপি বায়োডাটা।
  2. পাসপোর্ট সাইজ ফোটো।
  3. শিক্ষাগত যোগ্যতার মার্কশিট এবং সার্টিফিকেট।
  4. আধার কার্ডের ৩ কপি জেরক্স।
  5. অভিজ্ঞতা থাকলে সার্টিফিকেট।

২৬শে ডিসেম্বর ২০২৪ তারিখ জব ফেয়ারে ইন্টারভিউ দিতে যাবার সময়, এই সমস্ত ডকুমেন্ট অরিজিনাল এবং জেরক্স সাথে করে নিয়ে যাবেন।

Important Links

Kolkata Job Fair 2025 Form LinkClick Here
Google Map LinksSee Now
Phone or Whatsapp NumberDownlaod Pdf

 সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন -

Goutam Mondal

গৌতম মণ্ডল WB Tathya সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ৬ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। বারাসাত বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button