ভারতবর্ষের বিভিন্ন গ্রামীণ ব্যাংকে বিপুল পরিমাণে শূন্য পদে ক্লার্কসহ একাধিক পদে চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হচ্ছে। এই বিষয়ে বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। ভারতবর্ষের একাধিক ব্যাংকে একত্রে চাকরি পাওয়ার বিভিন্ন সুযোগ করে দেয় IBPS। তাই এবারেও IBPS এর পক্ষ থেকে প্রায় ১১ হাজারের কাছাকাছি শূন্যপদ প্রকাশিত হয়েছে।
আজকের প্রতিবেদনের মাধ্যমে এই নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য গুলি বিস্তারিতভাবে আলোচনা করা হলো। ইচ্ছুক চাকরি প্রার্থীরা এই নিয়োগের পদের বিবরণ, পদ অনুসারে শিক্ষাগত যোগ্যতা, বিভিন্ন ব্যাংকের নাম, মাসিক বেতনের পরিমাণ, আবেদন পদ্ধতি ও নিয়োগ পদ্ধতি সংক্রান্ত তথ্য গুলি জানতে শেষ পর্যন্ত এই প্রতিবেদনটি পড়বেন।
পদের নাম
IBPS এর পক্ষ থেকে অফিস এসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ম্যানেজার, সিনিয়র ম্যানেজার ইত্যাদি পদে যোগ্য চাকরিপ্রার্থীদের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
কোন কোন ব্যাঙ্কে নিয়োগ করা হচ্ছে?
সম্প্রতি প্রকাশিত গ্রামীণ ব্যাংকে নিয়োগের বিজ্ঞপ্তি থেকে জানা যাচ্ছে, ভারতবর্ষের মোট ৪৩ টি ব্যাংকে চাকরিপ্রার্থীদের নিয়োগ করতে চলেছে IBPS। তবে পশ্চিমবঙ্গ রাজ্যের বাঙালি চাকরিপ্রার্থীরা ত্রিপুরা গ্রামীণ ব্যাংক, উত্তরবঙ্গ কেন্দ্রীয় গ্রামীণ ব্যাংক, পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক, আসাম গ্রামীণ ব্যাংক, বঙ্গীয় গ্রামীন বিকাশ ব্যাংকের জন্য আবেদন জানাতে পারবেন।
Read More: রেলে ‘অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট’ নিয়োগ করা হচ্ছে। ১১,৫০০ শুন্যপদে 10th পাশে আবেদন।
আবেদনের যোগ্যতা
অফিস এসিস্ট্যান্ট– এই পদে আবেদন জানানোর জন্য ইচ্ছুক চাকরি প্রার্থীদের যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোন বিষয় নিয়ে স্নাতক ডিগ্রী অর্জন করে থাকতে হবে। এর পাশাপাশি আবেদনকারীর স্থানীয় ভাষায় যথাযথ দক্ষতা এবং কম্পিউটারের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। এখানে চাকরি প্রার্থীরা ন্যূনতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ২৮ বছর পর্যন্ত আবেদন জানাতে পারবেন।
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার– যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোন বিষয়ে স্নাতক ডিগ্রি থাকলেই চাকরিপ্রার্থীরাই পদের জন্য আবেদন জানাতে পারবেন। তবে বিশেষ কিছু বিষয়ের ওপর স্নাতক একটি থাকলে সেই ক্ষেত্রে চাকরি প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।
এই পদে আবেদনের জন্যও প্রতিটি চাকরি প্রার্থীকে স্থানীয় ভাষায় এবং কম্পিউটারে দক্ষ হতে হবে। অপরদিকে এই পদের জন্য চাকরি প্রার্থীরা ১৮ বছর থেকে ৩০ বছরের বয়সসীমার মধ্যে আবেদন জানাতে পারবেন।
ম্যানেজার– ন্যূনতম ৫০ শতাংশ নম্বরের সঙ্গে যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোন বিষয়ে স্নাতক ডিগ্রি থাকলেই চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। তবে এক্ষেত্রে বিশেষ কিছু বিষয়ের উপর স্নাতক ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে চাকরিপ্রার্থীকে।
শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি অন্ততপক্ষে দুই বছরের সংশ্লিষ্ট পদে যেকোনো ব্যাংকে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। এখানে চাকরিপ্রার্থীরা ন্যূনতম ২১ বছর থেকে সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে আবেদন জানাতে পারবেন।
ইনফরমেশন টেকনোলজি ম্যানেজার– এই পদে আবেদনের জন্য ইচ্ছুক চাকরিপ্রার্থীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে কম্পিউটার সায়েন্স বা সমতুল্য বিষয়ের উপর স্নাতক বা ইঞ্জিনিয়ারিং ডিগ্রী অর্জন করে থাকতে হবে।
এর পাশাপাশি ব্যাংকিং সেক্টরে কাজ করার অন্ততপক্ষে এক বছরের পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন হবে। এখানে চাকরিপ্রার্থীরা ২১ বছর থেকে ৪০ বছরের মধ্যে আবেদন জানাতে পারবেন।
নিয়োগ পদ্ধতি
প্রতিটি পদে কর্মী নিয়োগের জন্যই প্রথমে প্রিলিমিনারি এবং তারপরে মেনস ও ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য চাকরিপ্রার্থীদের নির্দিষ্ট পদে নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি
প্রতিটি চাকরিপ্রার্থীকে সম্পূর্ণ অনলাইন মাধ্যমে এখানে আবেদন জানাতে হবে। এর জন্য চাকরি প্রার্থীরা IBPS -এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে উল্লেখিত নিয়োগের বিকল্পটি বেছে নেবেন। তারপর ভালোভাবে বিজ্ঞপ্তি করে বুঝে নিয়ে অনলাইন মাধ্যমে আবেদন পত্রটি পূরণ করবেন।
আবেদনপত্র পূরণ হয়ে গেলে ভালোভাবে মিলিয়ে প্রয়োজনীয় সকল নথিপত্র যেমন- আধার কার্ড, শিক্ষাগত যোগ্যতার প্রমাণ, কাস্ট সার্টিফিকেট, অভিজ্ঞতার প্রমাণ ইত্যাদি বলে দেওয়া পদ্ধতি অবলম্বন করে আপলোড করে দেবেন। সবশেষে আবেদন পত্রটি জমা করে আবেদন মূল্য প্রদান করতে হবে।
আবেদন মূল্য
SC/ST/PwBD/ ESM /DESM | ১৭৫/- টাকা |
অন্যান্য চাকরিপ্রার্থী | ৮৫০/- টাকা |