মাধ্যমিক/HS, পাশে গ্রাম পঞ্চায়েতে নিয়োগ শুরু। মোট শুন্যপদ ৬৬৫২টি।

By: Goutam Mondal

On: May 27, 2025

Follow Us:

Gram Panchayat Recruitment 2025

নমস্কার! Wb Tathya অনলাইন পোর্টালে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট — গ্রাম পঞ্চায়েতে নিয়োগ 2025। পারমানেন্ট সরকারি চাকরিতে এই নিয়োগটি করা হচ্ছে। যেখানে যোগ্যতা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক।

Whatsapp Channel Follow
Telegram Channel Join

তোমার যোগ্যতা যদি মাধ্যমিক হয়ে থাকে, তাহলেও তুমি কিছু পোস্টের জন্য আবেদন করতে পারবে। তোমার যোগ্যতা যদি উচ্চ মাধ্যমিক হয়ে থাকে, তাহলে তুমি সবকয়টি পোস্টের জন্য আবেদন করতে পারবে। এখানে সারা ভারতজুড়ে মোট পদ সংখ্যা হচ্ছে ১ লক্ষ।

অল ইন্ডিয়া ভিত্তিক নিয়োগ

এবার তোমাদের এক লক্ষ পদ সংখ্যা দেখে মনে হতে পারে — স্যার, এটা কি শুধুমাত্র পশ্চিমবঙ্গে? না, এটা সবকটা রাজ্য মিলিয়ে, মানে যতগুলো রাজ্য আছে অল ওভার ইন্ডিয়া বেসিসে এই রিক্রুটমেন্টটি হবে, যেখানে প্রত্যেক রাজ্য থেকে প্রত্যেকে আবেদন করতে পারে। একজন মেল ক্যান্ডিডেট সেও আবেদন করতে পারে, একজন ফিমেল ক্যান্ডিডেট সেও আবেদন করতে পারে।

বেতন ও বিস্তারিত তথ্য

বেতন ৮ হাজার টাকা থেকে ৭৫ হাজার টাকার মধ্যে থাকবে। সম্পূর্ণ বিস্তারিত তথ্য থাকবে এই ভিডিওতে। প্রত্যেকটি তথ্য জেনে বুঝে তারপরেই আবেদন করতে হবে, আদারওয়াইজ সেই আবেদন তোমাদের রিজেক্ট হয়ে যাবে। আমার চ্যানেলে ম্যাক্সিমাম কমেন্ট একটাই — গ্রাম পঞ্চায়েতের নিয়োগ কবে হবে?

রাজ্যভিত্তিক শূন্যপদ

এইযে গ্রাম পঞ্চায়েতের নিয়োগ বিজ্ঞপ্তি, সেখানে ১ লক্ষ শূন্যপদ আছে। এই ১ লক্ষ শূন্যপদের মধ্যে ওয়েস্ট বেঙ্গলের শূন্যপদ ৬৬৫২টি। অন্যান্য রাজ্যও এর অন্তর্ভুক্ত। সবকটা রাজ্য মিলিয়ে টোটাল শূন্যপদ এক লক্ষ, যেখানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সহ বিভিন্ন যোগ্যতায় তোমরা আবেদন করতে পারবে। কারণ, একটি পোস্ট নয়, একাধিক পোস্ট আছে — ক্লার্ক আছে, এমটিএস আছে, আরো আপার লেভেলের পোস্ট আছে, গ্রুপ ডি আছে।

পুরুষ ও মহিলা প্রার্থীদের সুযোগ

এইসব পোস্টগুলোতে সম্পূর্ণ পারমানেন্টভাবে নিয়োগ করা হচ্ছে, যেখানে ছেলে-মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারছে। যারা আবেদন করবে, তারা অবশ্যই কমেন্টে জানাবে — আমরা আবেদন করতে ইচ্ছুক এবং প্রস্তুতি নিতে চাই। তাহলে আমি সাজেশন দেব, কীভাবে প্রস্তুতি নেবে।

জেলা ও নোটিস সম্পর্কিত আপডেট

তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, কোন জেলা থেকে ভিডিওটা দেখছো, যাতে জেলা ভিত্তিক আপডেট পৌঁছে দিতে পারি। আমি নোটিসটা ওপেন করেছি — দেখো এখানে তোমাদের গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট 2025 নোটিফিকেশন যেখানে সম্পূর্ণ পারমানেন্টভাবে নিয়োগ করা হচ্ছে।

যোগ্যতা ও নিয়োগের ধরন

মাধ্যমিক পাস ক্যান্ডিডেট সেও আবেদন করতে পারে, আবার উচ্চ মাধ্যমিক পাস ক্যান্ডিডেটও আবেদন করতে পারে। এই নিয়োগটি সম্পূর্ণ পারমানেন্ট পোস্টে করা হচ্ছে। কোন কন্ট্রাকচুয়াল চাকরি নয়।

নিয়োগ সংস্থা ও যোগ্যতা

নিয়োগটি হচ্ছে ডিপার্টমেন্ট অফ পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট এর তরফ থেকে। এখানে মিনিমাম যোগ্যতা মাধ্যমিক। উচ্চ মাধ্যমিক বা গ্রাজুয়েশন সহ হায়ার কোয়ালিফিকেশন থাকলেও আবেদন করা যাবে। বয়স ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে।

সিলেকশন প্রসেস

রিটেন এক্সাম, ডকুমেন্ট ভেরিফিকেশন ও ইন্টারভিউ। তবে ইন্টারভিউ শুধু আপার লেভেলের পোস্টে থাকবে। গ্রুপ সি ও গ্রুপ ডি ক্যাটাগরির পোস্টে ইন্টারভিউ থাকবে না।

বেতন ও আবেদন মূল্য

বেতন: ৮ হাজার থেকে ৭৫ হাজার টাকা, পোস্ট অনুযায়ী নির্ধারিত। আবেদন মূল্য: SC/ST/PWD ক্যান্ডিডেটদের জন্য ফ্রি। General/Other ক্যাটাগরির জন্য ১০০/- টাকা।

আবেদন প্রক্রিয়া

আবেদন সম্পূর্ণ অনলাইন মোডে করতে হবে। অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আবেদন করতে হবে। পোস্ট অনুযায়ী ভ্যাকেন্সির বিস্তারিত আপডেট এখনো আসেনি। তবে যে পোস্টগুলো আছে—

  • Village Development Officer
  • Rural Development Officer
  • Clerk
  • Gram Panchayat Accountant
  • Guard
  • সাফাই কর্মী
  • Junior Engineer
  • Gram Panchayat Sahayak
  • Gram Panchayat Secretary
  • মুখ্য সেবিকা
  • Supervisor

শিক্ষাগত যোগ্যতা

পদের নামশিক্ষাগত যোগ্যতা
সুপারভাইজরউচ্চ মাধ্যমিক
সেক্রেটারিউচ্চ মাধ্যমিক
জুনিয়র ইঞ্জিনিয়ারপলিটেকনিক ডিপ্লোমা
সহায়কমাধ্যমিক
সাফাই কর্মীমাধ্যমিক বা ৮ম শ্রেণি পাস
গার্ডমাধ্যমিক
একাউন্টেন্টB.Com
ক্লার্কমাধ্যমিক
মুখ্য সেবিকা (মহিলা প্রার্থীদের জন্য)উচ্চ মাধ্যমিক
রুরাল ডেভেলপমেন্ট অফিসারগ্রাজুয়েশন

প্রয়োজনীয় ডকুমেন্টস

  • আধার কার্ড (ম্যান্ডেটরি)।
  • এডুকেশন সার্টিফিকেট।
  • মোবাইল নাম্বার ও ইমেল আইডি।
  • ডমিসাইল সার্টিফিকেট।
  • কাস্ট সার্টিফিকেট।
  • পাসপোর্ট সাইজ ছবি ও সিগনেচার।

আবেদন কিভাবে করবে?

  • অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে Apply Online সেকশনে যেতে হবে।
  • পার্সোনাল ও এডুকেশনাল ডিটেইলস দিতে হবে।
  • ডকুমেন্ট আপলোড করতে হবে।
  • আবেদন মূল্য জমা দিতে হবে।
  • ফর্ম সাবমিট করে প্রিন্টআউট রাখতে হবে।

পরীক্ষার সিলেবাস

রাজ্য অনুযায়ীসিলেবাস
West BengalBengali Language, GK, Math, English, General Intelligence
Other Statesসেই রাজ্যের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, GK, Math, English, GI (কমন সাবজেক্ট)

সেই রাজ্যে আবেদন করাটাই ভালো, যেখানে তুমি বাস করো ও ভাষাটা জানো।

আবেদন শুরু

নেক্সট মান্থ থেকে অফিশিয়ালি আবেদন শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের ভ্যাকেন্সি রিলিজ হয়েছে (6652টি)। অন্যান্য রাজ্যেও শীঘ্রই রিলিজ হবে। আপডেট পেতে আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম চ্যানেল জয়েন হও।

গৌতম মণ্ডল WB Tathya সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ৬ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। বারাসাত বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now