ফ্লিপকার্টে 54 দিনের ফ্রি ট্রেনিং, স্টাইপেন্ড ও চাকরির ব্যবস্থা! শুধু 10th, 12th পাশে আবেদন।

By: WB Tathya

On: September 22, 2025

Follow Us:

Flipkart Online Internship 2025

Job Details

Flipkart SCOA ইন্টার্নশিপ প্রোগ্রামে বাড়ি বসে অনলাইন ট্রেনিং + 45 দিনের অফলাইন প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা। যোগ্যতা – মাধ্যমিক + ITI/Diploma অথবা শুধুমাত্র উচ্চমাধ্যমিক পাশ, বয়স সীমা ১৮–৫৭ বছর। ট্রেনিং লোকেশন – পশ্চিমবঙ্গের হরিণঘাটা (Nadia) ও উলুবাড়িয়া (Howrah), প্রথম ধাপ অনলাইন মোডে।

Job Salary:

14,000/Month

Job Post:

ফ্লিপকার্ট ইন্টার্নশিপ

Qualification:

12th Pass

Age Limit:

57 Years

Exam Date:

Last Apply Date:

December 31, 2025

WhatsApp Join Now
Telegram Join Now

বন্ধুরা, আজ আমরা কথা বলবো Flipkart Online Internship 2025 নিয়ে। যারা পড়াশোনার পাশাপাশি স্কিল শিখে ক্যারিয়ার বানাতে চান, তাদের জন্য এই প্রোগ্রামটা দারুণ সুযোগ। ফ্লিপকার্ট প্রথমে ৭ দিনের অনলাইন ট্রেনিং দেবে, তারপর ৪৫ দিনের অফলাইন হাতে-কলমে প্রশিক্ষণ করাবে। শেষে সার্টিফিকেটসহ জব প্লেসমেন্টের সুযোগও থাকছে।

সবচেয়ে বড় সুবিধা হচ্ছে—শুরুটা হবে একদম ওয়ার্ক ফ্রম হোম মোডে, মোবাইল দিয়ে ক্লাস অ্যাটেন্ড করতে পারবেন। আর যারা প্র্যাকটিক্যাল শিখে কাজ করতে চান, তাদের জন্য অফলাইন ট্রেনিং সেন্টার রয়েছে পশ্চিমবঙ্গের হরিণঘাটা ও উলুবাড়িয়াতে।

Overview [Flipkart Online Internship 2025]

বিষয়বিস্তারিত
ইন্টার্নশিপ টাইপ৭ দিন অনলাইন + ৪৫ দিন অফলাইন (মোট ৫৪ দিন)
ট্রেনিং কোর্স১) Warehouse Operations ২) PWD Special Program ৩) Supply Chain ৪) Data Entry
যোগ্যতামাধ্যমিক + ITI/Diploma অথবা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস
বয়স সীমা১৮ – ৫৭ বছর
লোকেশনহরিণঘাটা (Nadia) ও উলুবাড়িয়া (Howrah)
সার্টিফিকেটFlipkart Certified Internship Completion
জব প্লেসমেন্টFlipkart-এ সুযোগ, এছাড়া অন্য ই-কমার্স কোম্পানিতেও কাজে লাগবে
আবেদন প্রক্রিয়াঅনলাইনে ফর্ম ফিলাপ + সহজ অনলাইন টেস্ট

বিস্তারিত তথ্য – Flipkart Online Internship 2025

Warehouse Training: এখানে শেখানো হবে—কীভাবে ওয়ারহাউসে পণ্য ম্যানেজ করা হয়, স্টক আপডেট, পিকিং, প্যাকিং, এবং ডিসপ্যাচ সিস্টেম।

PWD Special Training: যারা শারীরিকভাবে প্রতিবন্ধী (৪০% বা তার বেশি), তাদের জন্য আলাদা ট্রেনিং ও জব প্লেসমেন্টের বিশেষ সুবিধা রয়েছে।

Supply Chain Training: অর্ডার থেকে ডেলিভারি পর্যন্ত পুরো প্রক্রিয়া—প্যাকেজিং, হাব ট্রান্সফার, ডেলিভারি নেটওয়ার্ক ইত্যাদি শেখানো হবে।

Data Entry Training: Excel ও অন্যান্য সফটওয়্যারে প্রোডাক্ট রেকর্ড, ইনভেন্টরি ম্যানেজমেন্ট এবং বেসিক কম্পিউটার অপারেশন শেখানো হবে।

ঠিক আছে 👍 আপনার দেওয়া ইংরেজি তথ্যগুলো আমি বাংলায় ডিটেইল আকারে সাজিয়ে দিলাম, যাতে প্রার্থীরা সহজে বুঝতে পারে।

শিক্ষাগত যোগ্যতা [Flipkart Online Internship 2025]

Flipkart-এর SCOA ট্রেনিং প্রোগ্রাম-এ রেজিস্ট্রেশন করতে হলে প্রার্থীদের ন্যূনতম এই যোগ্যতা থাকতে হবে –

মাধ্যমিক (10th) পাশ + ITI অথবা Diploma অথবা শুধুমাত্র উচ্চমাধ্যমিক (12th) পাশ!

মানে, যদি আপনার কাছে মাধ্যমিকের সঙ্গে টেকনিক্যাল যোগ্যতা (ITI/Diploma) থাকে, তাহলে আবেদন করতে পারবেন। আবার যদি শুধুমাত্র উচ্চমাধ্যমিক পাশ হয়ে থাকে, তাহলেও আবেদন করা যাবে।

প্রয়োজনীয় শর্ত [Flipkart Online Internship 2025]

SCOA ট্রেনিং প্রোগ্রামে যোগ দিতে গেলে কিছু বেসিক ডকুমেন্ট ও রিকোয়ারমেন্ট থাকতে হবে। সেগুলো হলো –

  • স্মার্টফোন (Basic Specification সহ) + ভালো ইন্টারনেট কানেকশন,
  • আধার কার্ড,
  • PAN কার্ড,
  • ব্যাংক অ্যাকাউন্ট + পাসপোর্ট সাইজ ছবি,
  • কোভিড ভ্যাকসিনেশনের সার্টিফিকেট (ডাবল ডোজ অবশ্যই থাকা চাই),
  • শিক্ষাগত যোগ্যতা – মাধ্যমিক + ITI/Diploma অথবা উচ্চমাধ্যমিক পাশ,
  • বয়স সীমা – ন্যূনতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৫৭ বছর পর্যন্ত,
  • ঠিকানার প্রমাণপত্র (Address Proof) – যেমন: ভাড়ার চুক্তিপত্র (Rent Agreement), ব্যাংক স্টেটমেন্ট, LPG গ্যাস বিল, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি, পাসপোর্ট, রেশন কার্ড, জল বিল বা মোবাইল বিল!

লোকেশন সংক্রান্ত শর্ত

  • প্রার্থীকে OJT (On Job Training) এর জন্য Flipkart-এর নির্দিষ্ট ট্রেনিং সেন্টার লোকেশনে উপস্থিত হতে হবে
  • কোন লোকেশনে আপনার ট্রেনিং হবে তা চূড়ান্তভাবে জানিয়ে দেবেন Flipkart-এর ট্রেনার বা ফ্যাসিলিটেটর।
  • এই কনফার্মেশন আসবে শুধুমাত্র তখনই যখন আপনি ডিজিটাল লার্নিং সেশন (অনলাইন ট্রেনিং) সফলভাবে শেষ করবেন।

কিভাবে আবেদন করবে? – Flipkart Online Internship 2025

Flipkart SCOA Academy —এর অফিশিয়াল পোর্টালে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। প্রথমে, প্রার্থীর পছন্দসই কোর্স বেছে নিতে হবে। তারপরে, সেই কোর্সের নির্দিষ্ট ফর্ম ফিলাপ করতে হবে। ফর্ম ফিলাপ করার সময় সঠিক ইমেল এবং ফোন নম্বর দিতে হবে।

আবেদন সম্পূর্ণ হলে— এই পোর্টালে Log In করতে হবে এবং অনলাইন টেস্ট দিতে হবে। MCQ টাইপের দশটি প্রশ্ন থাকবে এই টেস্টে। টেস্ট পাশ করলে, এবার সিলেকশন ইমেল আসার অপেক্ষা করতে হবে। সর্বচ্চ দুই মাসের মধ্যে সিলেকশন ইমেল পাবে। ইমেল পাবার পর ৫/৭ দিনের অনলাইন ট্রেনিং হবে। তারপরে, অফলাইনে প্রশিক্ষন শুরু হবে।

আবেদনের লিঙ্ক

Warhouse TrainingApply Link
PWD TrainingApply Link
Supply Chain CareerApply Link
Data Entry OperatorApply Link
Flipkart SCOA Academy PortalVisit Now

FAQ – Flipkart Online Internship 2025

Q1: কে কে এই ইন্টার্নশিপে আবেদন করতে পারবে?

👉 মাধ্যমিক + ITI/Diploma অথবা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ যে কেউ আবেদন করতে পারবেন।

Q2: অনলাইন ট্রেনিং কীভাবে হবে?

👉 ৭ দিন বাড়ি থেকে মোবাইল দিয়ে প্রতিদিন ১ ঘণ্টা ক্লাস করতে হবে।

Q3: সার্টিফিকেট দিলে কি চাকরি পাওয়া যাবে?

👉 হ্যাঁ, Flipkart-এ ভ্যাকেন্সি থাকলে জব প্লেসমেন্টের সুযোগ থাকবে। এছাড়া সার্টিফিকেট অন্য ই-কমার্স কোম্পানিতেও কাজে লাগবে।

Q4: কোথায় অফলাইন ট্রেনিং হবে?

👉 পশ্চিমবঙ্গের হরিণঘাটা (Nadia) এবং উলুবাড়িয়া (Howrah) সেন্টারে।

Q5: বয়স সীমা কত?

👉 ন্যূনতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৫৭ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে।

✍️ এভাবেই Flipkart Online Internship 2025 আপনাকে শুধু ট্রেনিং নয়, বরং ক্যারিয়ার গড়ার রাস্তাও করে দিচ্ছে। তাই দেরি না করে অনলাইনে ফর্ম ফিলাপ করে ফেলুন।

WhatsApp Join Now
Telegram Join Now

WB Tathya-তে আমরা ৬ বছরের বেশি সময় ধরে বিনামূল্যে ও জেনুইন চাকরির আপডেট দিয়ে আসছি। আমাদের YouTube, Facebook, TelegramWhatsApp-এ পাবেন Work From Home চাকরি, প্রাইভেট চাকরি, ইন্টার্নশিপ এবং অনলাইন কাজের খবর, সবই নির্ভরযোগ্য! Contact us: contactwbtathya@gmail.com

Leave a Comment

x
Advertisements