Thursday, May 8, 2025
Homeচাকরির খবরবর্তমানে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? ফেব্রুয়ারি মাসের ১০টি চাকরির খবর!...

বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? ফেব্রুয়ারি মাসের ১০টি চাকরির খবর! দেখে নাও একনজরে।

সরকারি চাকরি প্রার্থীদের জন্য প্রতি মাসেই একাধিক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে থাকে। তবে অনেক সময়ই চাকরি প্রার্থীরা বিভিন্ন সরকারি মাধ্যম থেকে প্রকাশিত চাকরির খবরগুলি সম্পর্কে জেনে নিতে পারেন না। এই কারণে আজকের প্রতিবেদনের মাধ্যমে আমরা ফেব্রুয়ারি মাসে চলতে থাকা

মোট ১০ টি চাকরির বিজ্ঞপ্তি একত্রিতভাবে আপনাদের সামনে প্রকাশ করতে চলেছে। এখানে মাধ্যমিক থেকে শুরু করে স্নাতকোত্তর পর্যন্ত বিভিন্ন যোগ্যতায় চাকরি প্রার্থীদের আবেদনের সুযোগ রয়েছে। তাই কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের চাকরির প্রস্তুতি নেওয়া প্রার্থীরা, অবশ্যই শেষ পর্যন্ত আজকের প্রতিবেদনটি পড়বেন।

Whatsapp Channel Follow
Telegram Channel Join

RRB GROUP D Recruitment

শূন্যপদের সংখ্যা৩২,৪৩৮ টি
শিক্ষাগত যোগ্যতামাধ্যমিক পাস, ITI, অ্যাপ্রেন্টিস
বয়স সীমান্যূনতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩৬ বছর
মাসিক বেতন১৮,০০০/- টাকা
আবেদন মূল্যGEN/OBC: 500/-, SC/ST: 250/-
অফিসিয়াল ওয়েবসাইটindianrailways.gov.in
আবেদনের সময়সীমা23/01/2025 to 22/02/2025

Central Bank of India Recruitment

মোট শূন্যপদ১০০০ টি
পদের নামক্রেডিট অফিসার
শিক্ষাগত যোগ্যতাযে কোন বিষয়ে স্নাতক ডিগ্রি
বয়স সীমান্যূনতম ২০ বছর থেকে সর্বোচ্চ ৩০ বছর
মাসিক বেতন৪৮,৪৪৮০ টাকা মাসে
আবেদন মূল্য৭৫০/- টাকা
অফিসিয়াল ওয়েবসাইটcentralbankofindia.co.in
আবেদনের সময়সীমা31/01/2025 to 20/02/2025

WBPSC Recruitment

শূন্যপদের সংখ্যাবিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে ভিন্ন শুন্যপদ আছে।
পদের নামক্লার্কশিপ, IDO, মিসলেনিয়াস, সিভিল সার্ভিস।
শিক্ষাগত যোগ্যতামাধ্যমিক, উচ্চ মাধ্যমিক অথবা স্নাতক ডিগ্রী
বয়স সীমান্যূনতম ১৮ বছর
মাসিক বেতন৩৭,৭০০/- টাকা থেকে ৮১,০০০/- টাকা।
আবেদন মূল্য১১০/- টাকা
অফিসিয়াল ওয়েবসাইটpsc.wb.gov.in

DFCCIL Job Vacancy 2025

শূন্যপদের সংখ্যা৬৪২ টি
পদের নামজুনিয়র ম্যানেজার, এক্সিকিউটিভ এবং মাল্টি টাস্কিং স্টাফ
শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম মাধ্যমিক পাস
বয়স সীমা১৮ বছর থেকে ৩০ বছর পর্যন্ত।
মাসিক বেতন১৬,০০০/- টাকা থেকে ১,৬০,০০০/- টাকা
অফিসিয়াল ওয়েবসাইটdfccil.com
আবেদনের সময়সীমা18/01/2025 to 16/02/2025

Calcutta City Civil Court Recruitment

Post NameGroup D, LDC, Data Entry Operator, Stenographer
Qualification8th Pass
Age Limit18 to 30 Years
Montly Salary22,700/- to 58,500/-
Application Fees700/-
Aplication Date28/01/2025 to 16/02/2025

NIEPA Recruitment

পদের নামলোয়ার ডিভিশন ক্লার্ক
শিক্ষাগত যোগ্যতান্যূনতম উচ্চ মাধ্যমিক পাস
বয়স সীমা১৮ থেকে ২৭ বছর
মাসিক বেতন১৯,৯০০/- টাকা থেকে ৬৩,২০০/- টাকা
আবেদন মূল্য১০০০ টাকা
অফিসিয়াল ওয়েবসাইটniepa.ac.in
আবেদনের সময়সীমা২৫/০১/২০২৫ থেকে ১৪/০২/২০২৫

Delhi Subordinate Services Selection Board (DSSSB) Recruitment

পদের নামস্নাতকোত্তর শিক্ষক
শিক্ষাগত যোগ্যতা
নির্দিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি এবং B.Ed
বয়স সীমা১৮ বছর থেকে ৩০ বছর পর্যন্ত
মাসিক বেতন৪৭,৬০০/- টাকা থেকে সর্বোচ্চ ১,৫১,০০০/- টাকা
আবেদন মূল্য১০০ টাকা
অফিসিয়াল ওয়েবসাইটdsssbonline.nic.in
আবেদনের সময়সীমা১৬/০১/২০২৫ থেকে ১৪/০২/২০২৫

Semi-Conductor Laboratory (SCL) Recruitment

Post NameAssistant
QualificationBA Pass
Age Limit18 to 25 Years
Monthly Salary25,500/- to 81,100/-
Application Fees800/-
Official Websitescl.gov.in
Application Date27/01/2025 to 26/02/2025

WB Co-operative Service Commission (WEBCSC) Recruitment

পদের নামঅফিস এসিস্ট্যান্ট, সুপারভাইজার এবং ক্লার্ক
শূন্যপদ১৭৭ টি
শিক্ষাগত যোগ্যতামাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং স্নাতক
বয়স সীমা১৮ থেকে ৪০ বছর
মাসিক বেতন২১,৮৮৩/- টাকা
আবেদন মূল্য৬৫০/- টাকা
অফিসিয়াল ওয়েবসাইটwebcsc.org
আবেদনের সময়সীমা ২৮/০১/২০২৫ থেকে ০১/০৩/২০২৫

UPSC Recruitment

Vacancy1119
Post NameCivil Service Exam
QualificationBA Pass
Age Limit21 to 32 Years
Salary75k to 92k
Application Fees100/-
Websiteupsc.gov.in
Application Date22/01/2025 to 11/02/2025

ইচ্ছুক চাকরিপ্রার্থীরা উপরে উল্লেখিত প্রতিটি নিয়োগের জন্য পরীক্ষার সিলেবাস এবং অন্যান্য পদ্ধতি বিশদে জানতে অবশ্যই প্রত্যেকটি নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিয়োগ বিজ্ঞপ্তি পড়ে নেবেন।

আজকের প্রতিবেদনের মাধ্যমে যে ১০ টি নিয়োগ সংক্রান্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরা হলো, এগুলোর মধ্যে যে কোন নিয়োগে আবেদন করার পূর্বে অবশ্যই নিয়োগ বিজ্ঞপ্তি পড়ে বুঝে নেবেন।

 সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন -
Goutam Mondal
Goutam Mondalhttps://wbtathya.com
গৌতম মণ্ডল WB Tathya সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ৬ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। বারাসাত বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।

Recent Post

Most Popular

x
Advertisements