চাকরির খবর

FCI 33566 Recruitment 2025: ফুড কর্পোরেশনে ৩৩ হাজার পদে নিয়োগ হবে জানুয়ারিতে।

FCI 33566 Recruitment 2025: ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে বিশাল শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে। 2025 সালে 33 হাজারেরও বেশি শূন্য পদে কর্মী নিয়োগ করতে চলেছে FCI। কীভাবে নিজেদের এই নিয়োগের জন্য প্রস্তুত করে তুলবেন সেই বিষয়ে বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই আজকের প্রতিবেদনটি পড়ে নিন।

আজকের প্রতিবেদনের মাধ্যমে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার গ্রেড 2 এবং 3-এর বিভিন্ন পদে আবেদনের যোগ্যতা, বয়সসীমা, বেতন সীমা, আবেদন পদ্ধতি, শূন্য পদের সংখ্যা, নিয়োগ প্রক্রিয়া, প্রয়োজনীয় নথিপত্র, আবেদন মূল্য এবং বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ সম্পর্কে বিস্তারিত তথ্য আলোচনা করা হলো।

হোয়াটস্যাপ চ্যানেল জয়েন
টেলিগ্রাম চ্যানেল জয়েন

Job Overview

নিয়োগকারী সংস্থাFood Corporation of India
Total Vacancy33,000+ Approx
Notification Release DateJanuary 2025
Registration Start DateJanuary 2025
Application DeadlineFebruary 2025
Examination ScheduleMarch-April 2025
Eligibility CriteriaVaries by post
Official Websitefci.gov.in

Post Name of FCI 33566 Recruitment 2025

  1. Manager (ম্যানেজার)
  2. Assistant Manager (অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার)
  3. Typist (টাইপিস্ট)
  4. Stenographer (স্টেনোগ্রাফার)
  5. Junior Engineer (জুনিয়র ইঞ্জিনিয়ার)
  6. Gatekeeper (গেট কিপার)

মাসিক বেতন

যে সমস্ত চাকরিপ্রার্থীরা FCI এর গ্রেড 2 পদে নিযুক্ত হবেন তারা প্রতি মাসে 55,000/-থেকে 70,000/- টাকা পর্যন্ত বেতন পেয়ে যাবেন।

গ্রেড ৩ পদে নিযুক্ত কর্মীরা নিয়োগের প্রথম মাস থেকেই ন্যূনতম 40,000/- থেকে সর্বোচ্চ 50,000/- টাকা পর্যন্ত বেতন পাবেন। মূল বেতনের পাশাপাশি বিভিন্ন ধরনের সরকারি ভাতা এবং সুযোগ-সুবিধারও বন্দোবস্ত থাকবে।

Qualification of FCI 33566 Recruitment 2025

বিভিন্ন পদে নিয়োগের জন্য পৃথক শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে। আবেদনের ইচ্ছুক প্রার্থীরা ন্যূনতম স্নাতক ডিগ্রী পাস করে থাকলেই এখানে আবেদন জানাতে পারবেন।

Read More: ন্যাশনাল অ্যালুমিনিয়াম সংস্থায় ৫১৮ শূন্যপদে ট্রেনি নিয়োগ! মাধ্যমিক পাশে আবেদন।

তবে কি পদের জন্য কোন বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে, সেই নিয়ে বিস্তারিত তথ্য অবশ্যই অফিশিয়াল বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হবে। এই বিষয়ে বিশদে জানার জন্য প্রতিটি প্রার্থীকে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ভালোভাবে দেখে নিতে হবে।

বয়স সীমা

ন্যূনতম 18 বছর বয়স থেকে সর্বোচ্চ 28 বছর বয়সী প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। সরকারি নিয়মানুযায়ী সংরক্ষিত শ্রেনীর প্রার্থীরা বয়সের উর্দ্ধসীমায় ছাড় পাবে।

CasteAge Relaxation
SC/ST05 Years
OBC03 Years
Pwd10 Years

How to Apply for FCI 33566 Recruitment 2025

FCI=এর অফিসিয়াল পোর্টালে বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পর ইচ্ছুক প্রার্থীরা নিজেদের যোগ্যতা যাচাই করে নেবেন। আপনি যদি আবেদনের যোগ্য হন তাহলে সম্পূর্ণ অনলাইন মাধ্যমে আপনার পছন্দমত পদের জন্য আবেদন করতে পারবেন।

আবেদনের তারিখ

বিশ্বস্ত সূত্রের খবর অনুযায়ী ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে ২০২৫ সালের জানুয়ারি মাসে এই নিয়োগ সম্পর্কিত বিস্তারিত অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

 সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন -

Goutam Mondal

গৌতম মণ্ডল WB Tathya সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ৬ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। বারাসাত বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button