দেশের কৃষকদের পরিচয়কে এবার ডিজিটাল ভাবে পরিচিতি দিতে চলেছে কেন্দ্রীয় সরকার। এই উদ্যোগে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দেশের সমগ্র কৃষক মানুষদের জন্য আইডি কার্ডের ব্যবস্থা করছে কেন্দ্রীয় সরকার। বিভিন্ন সময়ে সরকারের পক্ষ থেকে বিভিন্ন ধরনের প্রকল্প শুরু করা হয় শুধুমাত্র কৃষকদের জন্য। এই ধরনের প্রকল্পগুলি চালানোর জন্য এবার কৃষক আইডি কার্ডের দুর্দান্ত প্রকল্প শুরু করা হচ্ছে।
আপনি যদি এখনো পর্যন্ত এই সম্পর্কে না জেনে থাকেন, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব জেনে নিয়ে আবেদন সেরে ফেলুন। দেশের সমস্ত কৃষকের বিভিন্ন তথ্য সরকারের কাছে গচ্ছিত থাকার প্রয়োজনীয়তা রয়েছে। এর ফলে কৃষি ক্ষেত্রে সঙ্গে যুক্ত মানুষদের বিভিন্ন ধরনের প্রকল্পের আওতায় আনতে সুবিধা হবে কেন্দ্রীয় সরকারের। এই কারণেই সমস্ত কৃষকদের একটি মাত্র পরিচয় পত্র প্রদান করতে চায় কেন্দ্রীয় সরকার। কৃষকের সমস্ত প্রয়োজনীয় নথিপত্র গুলি তার কৃষক আইডি কার্ডের ইউনিক নম্বরের মধ্যে গচ্ছিত রাখা হবে।
Details
১) সমস্ত কৃষকদের একটি তালিকাভুক্ত করার জন্য এটি দুর্দান্ত উদ্যোগ কেন্দ্রীয় সরকার।
২) এর পাশাপাশি কৃষকদের ক্ষেত্রে কখন কোন প্রকল্প চলছে সেটি জেনে নিতে সুবিধা হবে।
৩) কৃষক আইডি কার্ড থাকলে কৃষকদের জন্য শুরু করা প্রকল্পের দুর্নীতিও বন্ধ হবে বলে মনে করছে কেন্দ্রীয় সরকার।
৪) কৃষকদের ফসল উৎপাদনের তথ্য এবং অন্যান্য বিভিন্ন রেকর্ড একত্রিতভাবে গচ্ছিত করা সম্ভব হবে।
৫) ন্যূনতম সমর্থন মূল্য বা MSP নির্ধারণের ক্ষেত্রেও সুবিধা হবে কেন্দ্রীয় সরকারের।
৬) ভবিষ্যতে এই প্রকল্পের মাধ্যমে ভারতীয় কৃষি ক্ষেত্রে বিপুল পরিমাণে উন্নতির আশা করছে কেন্দ্রীয় সরকার।
আবেদনের যোগ্যতা
১) আবেদনকারীকে অবশ্যই ভারতবর্ষের কৃষক হতে হবে।
২) ন্যূনতম ১৮ বছর থেকে আবেদন জানানো যাবে এই প্রকল্পের জন্য।
৩) কৃষকদের প্রয়োজনীয় সমস্ত নথিপত্র থাকলে তবেই এখানে আবেদন করা যাবে।
রেজিস্ট্রেশন পদ্ধতি
এই প্রকল্পের জন্য ইচ্ছুক কৃষকদের সম্পূর্ণ অনলাইন মাধ্যমে আবেদন জানাতে হবে। এর জন্য প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজের মোবাইল নম্বর এবং OTP সাহায্যে রেজিস্ট্রেশন করে নিতে হবে প্রতিটি কৃষককে।
এরপরে সম্পূর্ণ আবেদন পত্রটি যথাযথ তথ্যের সাথে পূরণ করে নিতে হবে। সবশেষে প্রয়োজনীয় নথিপত্র গুলি আপলোড করে আবেদন পত্রটি জমা করে দিন। আবেদনপত্র জমা করার পর থেকে নিয়মিতভাবে নিজের আবেদনের স্ট্যাটাস দেখে নেবেন।