ফেসবুক, ইনস্টাগ্রাম কিংবা হোয়াটসঅ্যাপ এর মতো সোশ্যাল মিডিয়া সাইট আমরা প্রায় সকলেই কমবেশি ব্যবহার করে থাকি। এই ধরনের বেশিরভাগ সোশ্যাল মিডিয়া সাইট পরিচালনার দায়িত্ব রয়েছে META। এবার চাকরিপ্রার্থীদের জন্য দুর্দান্ত সুখবর নিয়ে এলো বিশ্ব বিখ্যাত মার্ক জুকারবার্গ এর এই কোম্পানি। বাড়িতে বসেই ফেসবুক কিংবা ইনস্টাগ্রামের জন্য দুর্দান্ত কয়েকটি কাজের সুযোগ পেয়ে যাচ্ছেন চাকরিপ্রার্থীরা।
তাই আপনি যদি ভারতবর্ষের একজন স্নাতক ডিগ্রি প্রাপ্ত চাকরিপ্রার্থী হয়ে থাকেন তাহলে আপনার জন্য আজকের প্রতিবেদনের মাধ্যমে Meta -র নিয়োগ সম্পর্কিত সকল তথ্য বিস্তারিতভাবে আলোচনা করা হবে। এই প্রতিবেদনের মাধ্যমেই আপনি পদের নাম, আবেদনের বিভিন্ন যোগ্যতা, মাসিক বেতনের পরিমাণ, আবেদন পদ্ধতি এমনকি নিয়োগ পদ্ধতি সম্পর্কে তো সমস্ত তথ্য জেনে নিতে পারবেন।
নিয়োগকারী সংস্থা: META
পদের নাম
- সফটওয়্যার ইঞ্জিনিয়ার,
- ডেটা সাইন্টিস্ট,
- UX ডিজানার,
- প্রোডাক্ট ম্যানেজার,
- AI রিসার্চার ইত্যাদি।
মাসিক বেতনের পরিমাণ
এখানে যেহেতু মেটার পক্ষ থেকে একাধিক পদে চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হচ্ছে, তাই বিভিন্ন পদের বিভাজন অনুসারে পৃথক বেতন পাবেন নিযুক্ত কর্মীরা। চাকরিপ্রার্থীদের জন্য জানিয়ে রাখি, উল্লেখিত পদগুলিতে নিযুক্ত কর্মীরা এক বছরে ১৬.৪ লক্ষ টাকা পর্যন্ত বেতন পেতে পারেন।
আবেদনের যোগ্যতা
বিভিন্ন পদের বিভাজন অনুসারে মেটা কেরিয়ার ওয়েবসাইটে সমস্ত পদের আবেদনের যোগ্যতা উল্লেখ করা হয়েছে। এক্ষেত্রে বিভিন্ন বিষয়ের স্নাতক ডিগ্রি অর্জনকারী চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। তবে ন্যূনতম ১৮ বছর বয়সী চাকরিপ্রার্থীরা এখানে আবেদনের যোগ্য।
নিয়োগ পদ্ধতি
Meta কোম্পানির পক্ষ থেকে মোট তিনটি ধাপে যোগ্য চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হয়ে থাকে। এগুলি হলো-
- অনলাইন এপ্লিকেশন এবং স্ক্রিনিং।
- নিয়োগ কারীর পক্ষ থেকে প্রাথমিক বাছাইকরণ।
- সম্পূর্ণ ইন্টারভিউ পদ্ধতি।
উপরে উল্লেখিত নিয়োগ পদ্ধতি গুলির মধ্য থেকে ইন্টারভিউ এর মধ্যে চাকরিপ্রার্থীদের মোট তিন ধরনের ইন্টারভিউ দিতে হয়। এর মধ্যে রয়েছে- কোডিং ইন্টারভিউ রাউন্ড, ডিজাইনিং ইন্টারভিউ রাউন্ড এবং ব্যক্তিগত ইন্টারভিউ রাউন্ড।
আবেদন পদ্ধতি
Meta-র পক্ষ থেকে অন ক্যাম্পাস এবং অফ ক্যাম্পাস উভয়ভাবে চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হয়ে থাকে। অন ক্যাম্পাস নিয়োগের ক্ষেত্রে স্নাতক বার স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করছেন এমন ব্যক্তিদের কলেজ বা ইউনিভার্সিটিতে গিয়ে কোম্পানির পক্ষ থেকে নিয়োগ করা হবে। এছাড়াও যে সমস্ত চাকরিপ্রার্থীরা অফ ক্যাম্পাস আবেদনের জন্য আগ্রহী রয়েছেন, তারা Meta Career এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজের পছন্দমত পদ বেছে নিয়ে সম্পূর্ণ অনলাইন মাধ্যমে আবেদন জানাতে পারবেন।