সরকারি প্রকল্প

Spray Pump Subsidy Scheme: কেন্দ্রের ফ্রি স্প্রে মেশিন যোজনা! ওষুধ দেবার মেশিন পাবেন একদম বিনামুল্যে।

Spray Pump Subsidy Scheme: ব্যাটারি চালিত স্প্রে পাম্পে ১০০% ভর্তুকি দিতে চলেছে কেন্দ্রীয় সরকার! দেশের কৃষকদের সাশ্রয়ী মূল্যে বিভিন্ন কৃষক যন্ত্রপাতি ব্যবহারে সহায়তা করতেই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে শুরু হচ্ছে এই নতুন ভর্তুকি প্রকল্প।

প্রকল্পের মাধ্যমে ব্যাটারি চালিত স্প্রে পাম্প গুলি সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করতে পারবেন দেশের কৃষকেরা। এই প্রকল্প সম্পর্কে বিশদে জানান হলে অবশ্যই পড়ে নিতে হবে আজকের সম্পূর্ণ প্রতিবেদনটি।

হোয়াটস্যাপ চ্যানেল জয়েন
টেলিগ্রাম চ্যানেল জয়েন

Spray Pump Subsidy Scheme

কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই কৃষকদের বিভিন্ন যন্ত্রপাতি ক্রয়ের ক্ষেত্রে আর্থিক সহায়তা করা হচ্ছে। এই সমস্ত কৃষি যন্ত্রপাতির মধ্যে অন্যতম হলো ব্যাটারী চালিত স্প্রে পাম্প। এই ধরনের পাপগুলোর সাহায্যে কোনরকম ক্ষতি ছাড়া কৃষি কাজ করতে সক্ষম হন দেশের কৃষকেরা।

Read More: রেলে বিনামুল্যে প্রশিক্ষন ও চাকরির সুযোগ! মাধ্যমিক পাশে আবেদন করো।

কেন্দ্রীয় সরকারের এই প্রকল্প শুরু করার মূল লক্ষ্য, দেশের কৃষকেরা যাতে একেবারে সাশ্রয়ী মূল্যে কৃষি ও বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করতে পারেন। তবে সম্প্রতি ক্ষেতের বিভিন্ন কীটপতঙ্গ নাশ করার উদ্দেশ্যে ব্যবহৃত স্প্রে পাম্প গুলিতে ১০০ শতাংশ ভর্তুকি দিচ্ছে সরকার। যার ফলে কৃষকেরা সম্পূর্ণ বিনামূল্যে নিজেদের জমিতে কীটনাশক স্প্রে করে জমি এবং ফসল উভয়ে রক্ষা করতে পারবেন।

Spray Pump Subsidy Scheme Benefit

১) এই প্রকল্পের মাধ্যমে স্প্রে পাম্প ক্রয়ের ক্ষেত্রে কোন রকম অর্থ ব্যয় করতে হচ্ছে না দেশের কৃষকদের।

২) ২০২৪-২৫ অর্থবর্ষ পর্যন্ত এই সুবিধা পাবেন কৃষকেরা।

৩) তুলা, সয়াবিন এবং অন্যান্য তৈলবীজের ফলন করেন এমন কৃষকেরা স্প্রে পাম্প এর ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।

Spray Pump Subsidy Scheme Form Fillup

এই প্রকল্পের জন্য ইচ্ছুক কৃষকেরা সরাসরি অনলাইন মাধ্যমে আবেদন জানাতে পারবেন। আবেদনের জন্য মহা ডিবিটি পোর্টালে গিয়ে নিজেদের নাম নথিভুক্ত করতে হবে কৃষকদের। এরপরে স্প্রে পাম্পের জন্য আবেদন পত্রটি সঠিক তথ্যের সাথে পূরণ করে জমা করতে হবে। আবেদনপত্রের সঙ্গে কৃষকদের প্রয়োজনীয় সমস্ত নথিপত্র আপলোড করতে হবে।

প্রয়োজনীয় নথিপত্র

  1. কৃষকের আধার কার্ড।
  2. জমির দলিল।
  3. জাতিগত সার্টিফিকেট।
  4. কৃষকের কৃষিকাজ সম্পর্কিত বিভিন্ন প্রমাণ পত্র।
  5. ব্যাংক একাউন্টের বিবরণ।
  6. কৃষকের রঙিন পাসপোর্ট সাইজ ছবি।

গুরুত্বপূর্ণ তথ্য

বর্তমানে স্প্রে পাম্প এর ওপর ভর্তুকি শুধুমাত্র মহারাষ্ট্র রাজ্যের তপশিলি জাতির অন্তর্গত কৃষকেরা পেয়ে যাচ্ছেন। এই প্রকল্প পরবর্তীকালে সমগ্র দেশের কৃষকদের লাভবান করবে কিনা, সেই বিষয়ে বিস্তারিত তথ্য এখনও পর্যন্ত প্রকাশ করা হয়নি সরকারের পক্ষ থেকে।

Official WebsiteClick Here

 সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন -

Goutam Mondal

গৌতম মণ্ডল WB Tathya সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ৬ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। বারাসাত বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button