Jal Shakti Vibhag Recruitment 2025: জল শক্তি বিভাগে ৩০০০ শুন্যপদে কর্মী নিয়োগ! মাধ্যমিক/12th পাশে আবেদন।
কেন্দ্র সরকারের জল দপ্তরে সম্প্রতি তিন হাজারের বেশি শূন্য পদ রয়েছে বলে জানা যাচ্ছে। চাকরিপ্রার্থীরা এখন থেকেই পরীক্ষার প্রস্তুতি শুরু করে দিতে পারো।

Jal Shakti Vibhag Recruitment 2025: দেশের জল দপ্তরে বিপুল পরিমাণে কর্মী নিয়োগ শুরু হতে চলেছে! দেশের যে সমস্ত চাকরিপ্রার্থীরা কেন্দ্রীয় সরকারের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের জন্য অপেক্ষা করছিলেন, তাদের জন্য এবার রইল সুখবর। ন্যূনতম অষ্টম শ্রেণী পাস যোগ্যতা থেকে বিভিন্ন উচ্চতর যোগ্যতার চাকরিপ্রার্থীরাও এখানে বিভিন্ন পদের জন্য আবেদন জানাতে পারবেন। সম্পূর্ণ বিবরণ রইলো আজকের প্রতিবেদনে।
কেন্দ্র সরকারের জল দপ্তরে (Jal Shakti Vibhag Recruitment 2025) সম্প্রতি তিন হাজারের বেশি শূন্য পদ রয়েছে বলে জানা যাচ্ছে। চাকরিপ্রার্থীরা এখন থেকেই পরীক্ষার প্রস্তুতি শুরু করে দিতে পারো। এই চাকরিটা নিশ্চিত রুপে পাওয়ার জন্য প্রয়োজনীয় তথ্যগুলো অবশ্যই জেনে নিতে হবে। পদ অনুসারে বিভিন্ন যোগ্যতা এবং নিয়োগ পদ্ধতি বিশদে আলোচনা করা হলো এই প্রতিবেদনে।
Overview: Jal Shakti Vibhag Recruitment 2025
নিয়োগ কারী সংস্থা- | কেন্দ্রীয় সরকারের জল দপ্তর |
Post Name | Group C & D |
Vacancy | 3314 |
Selection Process | Written Exam & Skill Test |
How to Apply? | Online |
পদ অনুসারে শিক্ষাগত যোগ্যতা
১) রিসার্চ অ্যাসিস্ট্যান্ট– উচ্চ মাধ্যমিক অথবা গ্র্যাজুয়েশন যোগ্যতাতে এই পদে চাকরিপ্রার্থীরা আবেদন জানাতে পারবেন। ইচ্ছুক চাকরিপ্রার্থীদের অবশ্যই রিসার্চ বিষয়ে কিছুটা অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
২) অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার– ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা ডিগ্রী অথবা ব্যাচেলার ডিগ্রি থাকলে এই পদে আবেদন জানানো যাবে।
৩) লোয়ার ডিভিশন ক্লার্ক– ন্যূনতম উচ্চমাধ্যমিক পাস যোগ্যতায় লো ক্লাস ক্লার্ক পদে আবেদন জানাতে পারবেন চাকরিপ্রার্থীরা। এর পাশাপাশি কম্পিউটার বিষয়ে সার্টিফিকেট থেকে যথেষ্ট পরিমাণে দক্ষ হতে হবে এবং দ্রুত গতিতে টাইপিং এর দক্ষতা থাকতে হবে।
৪) ড্রাইভার– স্বীকৃত বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস যোগ্যতা এবং প্রয়োজনীয় ড্রাইভিং লাইসেন্স থাকলে ড্রাইভার পদ্ধতিতে আবেদন জানাতে পারবেন।
৫) ওয়াচম্যান এবং অন্যান্য– বিভিন্ন গ্রুপ ডি পদের জন্য স্বীকৃত বিদ্যালয় থেকে অন্ততপক্ষে অষ্টম শ্রেণী পাস হতে হবে। এক্ষেত্র সম্পূর্ণ বিবরণ ভালোভাবে বুঝে নিতে অফিশিয়াল ওয়েবসাইটটি ফলো করুন।
Read More:
- ১৫,৫০০ শূন্য পদে বনদপ্তরে নিয়োগ। মাধ্যমিক পাশে ফরেস্ট গার্ড পদে আবেদন!
- মাত্র ৫০ নম্বরের পরীক্ষা দিয়ে কেন্দ্রীয় সরকারের চাকরি! মাধ্যমিক যোগ্যতায় আবেদন।
Age Limit (Jal Shakti Vibhag Recruitment 2025)
প্রতিটি পদেই ন্যূনতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। তবে সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থী অর্থাৎ SC/ST/OBC দের জন্য বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় দেওয়া হবে।
Jal Shakti Vibhag Salary
এখানে কেন্দ্রীয় সরকারের বেতন ক্রম ১ থেকে শুরু করে ৫ পর্যন্ত বিভিন্ন বেতন পাবেন নিযুক্ত কর্মীরা। অর্থাৎ ন্যূনতম ১৯ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৫৬ হাজার টাকার মধ্যে মাসিক বেতন হবে। এক্ষেত্রে অবশ্যই পদের বিভাজন অনুযায়ী বেতন নিশ্চিত করা হবে।
Selection Process of Jal Shakti Vibhag Recruitment 2025
ইচ্ছুক চাকরি প্রার্থীদের জন্য সম্পূর্ণ নিয়োগ পদ্ধতি এবং পরীক্ষার সিলেবাস এই প্রতিবেদনে উল্লেখ করা হলো। চাকরি প্রার্থীরা এখন থেকেই প্রস্তুতি নিলে নিশ্চিত রূপে কেন্দ্রীয় সরকারের এই দুর্দান্ত পদে কর্মী হিসেবে নিযুক্ত হতে পারবেন। এখানে মূলত একটি লিখিত পরীক্ষায় এবং স্কিল টেস্ট এর মাধ্যমে যোগ্য চাকরিপ্রার্থী থেকে নির্বাচন করা হবে।
Syllabus of Jal Shakti Vibhag Recruitment 2025
লিখিত পরীক্ষাটি MCQ বেসড অনলাইন অথবা OMR শিটে পরীক্ষা হতে পারে। এক্ষেত্রে সাধারণ অংক, রিজনিং, ইংরেজি, কারেন্ট অ্যাফেয়ারস ও জেনারেল নলেজ এবং কিছু কিছু পদের ক্ষেত্রে কম্পিউটারের উপর প্রশ্ন থাকতে পারে। যদিও বিভিন্ন পদের জন্য পরীক্ষার পদ্ধতি এবং নম্বর আলাদা হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে চাকরি প্রার্থীরা যদি এই সমস্ত বিষয়গুলি নিয়ে এখন থেকেই পড়াশোনা শুরু করে দাও, তাহলে কেন্দ্রীয় সরকারের জল দপ্তরের এই পদে সরাসরি নিযুক্ত হতে পারবে।
স্কিল টেস্ট
এক্ষেত্রে বিভিন্ন পদের জন্য পৃথক স্কিল টেস্ট রাখা হবে। যেমন- ড্রাইভার পদের আবেদনকারীদের অবশ্যই ড্রাইভিং টেস্ট দিতে হবে। অপরদিকে ক্লার্ক পদে আবেদন জানালে একটি টাইপিং টেস্ট দিতে হবে চাকরিপ্রার্থীকে। এই টাইপিং টেস্টে এক মিনিটের মধ্যে ৩৫টি ইংরেজি শব্দ অথবা ৩০ টি হিন্দি শব্দ টাইপ করতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে তবে স্কিল টেস্ট দিতে পারবেন চাকরিপ্রার্থীরা।
ইন্টারভিউ
রিসার্চ অ্যাসিস্ট্যান্ট কিংবা এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদ গুলিতে আবেদন জানালে লিখিত পরীক্ষার পর ইন্টারভিউ দিতে হবে। এক্ষেত্রে মূলত পদের বিষয়ে বিভিন্ন প্রশ্ন করা হবে।
ইন্টারভিউ অথবা স্কিল টেস্টে সফলভাবে উত্তীর্ণ হলে চাকরি প্রার্থীদের সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশন (DV) এবং মেডিকেল পরীক্ষার মাধ্যমে কর্মী হিসেবে নিয়োগ করবে ভারতীয় জল দপ্তর।
Jal Shakti Vibhag Recruitment 2025 Document
আবেদনের আগে অবশ্যই চাকরিপ্রার্থীদের সমস্ত প্রয়োজনীয় নথিপত্র গুলি একত্রিত করে রাখতে হবে। সম্পূর্ণ নথিপত্রের তালিকা নিচে দেওয়া হল-
- আবেদনকারীর আধার কার্ড।
- বয়সের প্রমাণপত্র।
- ঠিকানার প্রমাণপত্র।
- শিক্ষাগত যোগ্যতার সমস্ত মার্কশিট এবং সার্টিফিকেট।
- অভিজ্ঞতা থাকলে তার সার্টিফিকেট।
- ড্রাইভারদের ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্সের সমস্ত বিবরণ।
- কাস্ট সার্টিফিকেট।
- আবেদনকারীর রঙিন পাসপোর্ট সাইজ ছবি ইত্যাদি।
How to Apply for Jal Shakti Vibhag Recruitment 2025?
চাকরিপ্রার্থীদের জন্য জানিয়ে রাখি, এখনো পর্যন্ত এই পদে আবেদন গ্রহণ শুরু হয়নি। ইচ্ছুক চাকরিপ্রার্থীরা এখন থেকেই নিচে দেওয়া পরীক্ষার সিলেবাস জেনে প্রস্তুতি শুরু করে দিন। সরকারি সূত্রের খবর অনুযায়ী খুব শীঘ্রই এই নিয়োগটি হতে চলেছে এবং এর জন্য বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে যাবে।