Jal Jeevan Mission Form Link: রাজ্যের প্রতিটি জলের ট্যাঙ্কে স্থায়ী কর্মী নিয়োগ! মাধ্যমিক পাশে, ৯০০০ বেতন।
স্বীকৃত বিদ্যালয় থেকে অন্ততপক্ষে মাধ্যমিক পাস করে থাকলে চাকরিপ্রার্থীরা এই পদে আবেদন জানাতে পারবেন। জল জীবন মিশন প্রকল্পের অন্তর্গত বিভিন্ন গ্রামের জলের ট্যাঙ্ক গুলি দেখাশোনার জন্য এই কর্মী নিয়োগ করা হচ্ছে।
Jal Jeevan Mission Form Link: কেন্দ্রীয় সরকারের জলজীবন মিশন প্রকল্পের কার্যক্রম নির্বাহের জন্য বিভিন্ন এলাকায় কর্মী নিয়োগ চলছে। এখানে মাধ্যমিক পাশ যোগ্যতায় বিপুল পরিমাণে চাকরিপ্রার্থী আবেদন জানাতে পারবেন। সব থেকে বড় বিষয়, কোনরকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি চাকরিপ্রার্থীদের কর্মী হিসেবে নিযুক্ত হওয়ার সুযোগ রয়েছে।
তাই যে সমস্ত চাকরিপ্রার্থীরা এখনো সরকারি চাকরি পাননি, তারা এই সুযোগটি একেবারেই হাতছাড়া করবেন না। আজকের প্রতিবেদনের মাধ্যমে জল জীবন মিশন প্রকল্পে কর্মী নিয়োগের বিভিন্ন তথ্য যেমন বেতন সীমা, আবেদন পদ্ধতি, আবেদনের যোগ্যতা, শূন্য পদের সংখ্যা, নিয়োগ পদ্ধতি ইত্যাদি সম্পর্কে বিশদে আলোচনা করা হলো।
Jal Jeevan Mission Form Link
ভারতবর্ষের প্রতিটি ঘরে জলের সংযোগ পৌঁছে দেওয়ার অন্যতম বড় উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। সরকারের এই উদ্যোগে প্রতিটি গ্রামে জলের ট্যাংক বসিয়ে ব্যবহারযোগ্য জল সরবরাহের ব্যবস্থা করা হচ্ছে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে প্রকল্পের নাম রাখা হয়েছে জল জীবন মিশন।
পদের নাম
জল জীবন মিশন প্রকল্পের অন্তর্গত বিভিন্ন গ্রামের জলের ট্যাঙ্ক গুলি দেখাশোনার জন্য এই কর্মী নিয়োগ করা হচ্ছে।
Read More: ২০০০ শুন্যপদে পশুপালন দপ্তরে কর্মী নিয়োগ! উচ্চমাধ্যমিক পাশে আবেদন করো।
শূন্য পদের সংখ্যা
ভারতবর্ষের একাধিক গ্রামে বিপুল সংখ্যক কর্মী নিয়োগ করা হচ্ছে জল জীবন মিশনের জন্য।
বেতন সীমা
এই প্রকল্পে নিযুক্ত কর্মীদের প্রতি মাসে বেতন হিসাবে ৬০০০/- টাকা থেকে ৮০০০/- টাকা পর্যন্ত দেওয়া হবে।
আবেদনের যোগ্যতা
১) সরকারের যেকোনো স্বীকৃত বিদ্যালয় থেকে অন্ততপক্ষে মাধ্যমিক পাস করে থাকলে চাকরিপ্রার্থীরা এই পদে আবেদন জানাতে পারবেন।
২) ভারতবর্ষের বিভিন্ন গ্রামাঞ্চলে বসবাসকারী চাকরি প্রার্থীরা নিজের এলাকার জন্য আবেদন জানাতে পারবেন।
৩) এই প্রকল্পে আবেদনের জন্য প্রতিটি চাকরিপ্রার্থী থেকে স্থানীয় ভাষা পড়তে বলতে এবং লিখতে জানতে হবে।
৪) আবেদনকারীর কাছে প্রয়োজনীয় সমস্ত নথিপত্র থাকা আবশ্যক।
৫) এখানে চাকরিপ্রার্থীরা নূন্যতম ১৮ বছর বয়স থেকে আবেদন জানাতে পারবেন।
নিয়োগ পদ্ধতি
কেন্দ্র সরকারের জলজীবন মিশন প্রকল্পের জন্য কোন রকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে। সরকারের পক্ষ থেকে কেবলমাত্র চাকরি প্রার্থীর নথিপত্র গুলি ভালোভাবে যাচাই করা হবে এবং চাকরিপ্রার্থী যোগ্য হলে, তাকে কর্মী হিসেবে নিয়োগ করা হবে।
Jal Jeevan Mission Form Link
এই পদের জন্য ইচ্ছুক চাকরি প্রার্থীদের আবেদনের জন্য প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন পত্রটি ডাউনলোড করে ভালোভাবে পূরণ করে নিতে হবে। আবেদনপত্র পূরণ হয়ে গেলে সবশেষে এটি জমা করে দিতে হবে।