সরকার ঘর বানানোর জন্য দিচ্ছে ১.৫ লক্ষ টাকা! ফর্ম ফিলাপ শুরু।

By: Goutam Mondal

On: March 8, 2025

Follow Us:

Shramik Sulabh Awas Yojana

রাজ্যের শ্রমিকদের জন্য দুর্দান্ত প্রকল্প শুরু করেছে কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কেন্দ্রীয় সরকারের মুখপাত্র হয়ে ওঠার পর থেকেই দেশের কৃষক এবং শ্রমিকদের জন্য বিভিন্ন আকর্ষণীয় প্রকল্প নিয়ে এসেছেন।

Whatsapp Channel Follow
Telegram Channel Join

মূলত শ্রমিক শ্রেণীর অর্থনৈতিক ও সামাজিক অবস্থা পরিবর্তনের উদ্দেশ্যেই এই ধরনের প্রকল্পগুলি চালু রয়েছে দেশে। এর মধ্যে অন্যতম হলো কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী শ্রমিক সুলভ আবাস যোজনা।

Shramik Sulabh Awas Yojana

ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এমন অনেক স্থায়ী এবং অস্থায়ী শ্রমিক বসবাস করছেন, যাদের নিজেদের নামে জমি কেনা থাকলেও তার উপর পাকা বাড়ি করার সমর্থ্য থাকে না। রাজ্যের এই সমস্ত শ্রমিকদের মাথার উপরের ছাদ দিয়ে এবার পাকা করবে কেন্দ্রীয় সরকার। এই উদ্দেশ্যে ২০১৬ সাল থেকেই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে শুরু করা হয়েছিল শ্রমিক সুলভ আবাস যোজনা।

প্রকল্পের সুযোগ সুবিধা

১) এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের দরিদ্র শ্রমিকদের মাথার উপরে একটি পাকা ছাদ গড়ে দেবে সরকার।

২) রাজ্যের যে সমস্ত শ্রমিকের কাছে নিজেদের একটি জমি থাকলে তার উপরে বাড়ি তোলার খরচা বাবদ ১,৫০,০০০/- টাকা দেওয়া হবে কেন্দ্র সরকারের পক্ষ থেকে।

আবেদনের যোগ্যতা

১) এই প্রকল্পে আবেদনের জন্য আবেদনকারীকে অবশ্যই রাজস্থান রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে।

২) আবেদনকারীকে অবশ্যই দেশের স্থায়ী বা অস্থায়ী শ্রমিক শ্রেণীর মধ্যে পড়তে হবে।

৩) এই প্রকল্পে আবেদনকারীর পারিবারিক বার্ষিক আয় ২,৫০,০০০/- টাকার কম হতে হবে।

৪) প্রতিটি আবেদনকারীর কাছে নিজের নামে নির্দিষ্ট পরিমাণ জমি থাকতে হবে। এবং এই জমির উপরেই পাকা বাড়ি গড়ে তুলতে সহায়তা করবে কেন্দ্র।

৫) এইসবের পাশাপাশি টাকা ঢোকার জন্য আবেদনকারীর কাছে একটি বৈধ ব্যাংক একাউন্ট থাকা অত্যন্ত প্রয়োজনীয়।

আবেদনের পদ্ধতি

কেন্দ্র সরকারের শ্রমিক সুলভ আবাস যোজনায় অনলাইন এবং অফলাইন উভয় মাধ্যমেই আবেদন জানানো যায়। অনলাইন মাধ্যমে আবেদন জানানোর জন্য প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেদের মোবাইল নম্বর এবং অটিপির দ্বারা নাম নথিভুক্ত করতে হবে ইচ্ছুক আবেদনকারীকে।

একবার রেজিস্ট্রেশন হয়ে গেলে নিজের অ্যাকাউন্টটি লগইন করে আবেদন পত্রটি অনলাইন মাধ্যমে পূরণ করতে পারবেন প্রার্থীরা। অনলাইন মাধ্যমের পাশাপাশি নিকটবর্তী সহায়তা কেন্দ্রে গিয়ে ইচ্ছুক আবেদনকারী অফলাইন মাধ্যমে আবেদন জানানোর প্রক্রিয়া জেনে নিয়ে আবেদন করতে পারবেন।

প্রয়োজনীয় নথিপত্র

  • আবেদনকারীর আধার কার্ড।
  • পারিবারিক রোজগারের প্রমাণপত্র।
  • ঠিকানা এবং জমির প্রমাণপত্র।
  • বৈধ মোবাইল নম্বর।
  • বৈধ ব্যাংক একাউন্টের বিবরণ।
  • আবেদনকারীর পেশার প্রমাণপত্র ইত্যাদি।

গৌতম মণ্ডল WB Tathya সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ৬ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। বারাসাত বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment