ভারতবর্ষের কৃষক শ্রমিক এবং নারীদের জন্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে একাধিক প্রকল্প চালু রয়েছে। এই সমস্ত প্রকল্পগুলির মধ্যে দেশ অসংগঠিত শ্রমিকদের জন্য সরকারের দ্বারা প্রচলিত রয়েছে ই শ্রমকার্ড প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে দেশ ও শ্রমিকদের প্রতিদিনের জীবনযাপন কিছুটা উন্নত করার উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
তবে অনেক শ্রমিক বর্তমানে রয়েছেন যারা এই প্রকল্পে আবেদন করার পর থেকে এখনো পর্যন্ত কোনো রকম আর্থিক সহায়তা পাননি। আজকের প্রতিবেদন থেকে শ্রমিকদের জন্য চালু থাকা এই প্রকল্পের বিস্তারিত বিবরণ এবং স্ট্যাটাস চেক করার পদ্ধতি জেনে নিন।
ই শ্রম কার্ডের সুযোগ সুবিধা
১) কেন্দ্রীয় সরকারের দ্বারা এই প্রকল্পের মাধ্যমে প্রতিটি অসংগঠিত শ্রমিকের একটি পরিচয় পত্র তৈরি করা হয়। এর ফলে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে চালানো একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পের সুযোগ সুবিধা সরাসরি শ্রমিকদের কাছে পৌঁছে যায়।
২) কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দেশের শ্রমিকদের প্রতি মাসে এক হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়।
৩) অসংগঠিত শ্রমিকের ৬০ বছর সম্পূর্ণ হওয়ার পর তাদের জীবন যাপনে যাতে কোনরকম সমস্যা সৃষ্টি না হয় তার জন্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে প্রতি মাসে ৩০০০ টাকা আর্থিক সহায়তার ব্যবস্থা করা হয়েছে
৪) প্রতি মাসে আর্থিক সহায়তা ছাড়াও ই শ্রমকার্ডের মাধ্যমে অসংগঠিত শ্রমিকদের জন্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দুই লক্ষ টাকা পর্যন্ত বীমা পরিষেবা প্রদান করা হয়।
Application Online
আপনি কি ইতিমধ্যেই শ্রমিক কার্ড এর জন্য আবেদন করেছেন, অথচ আপনার আবেদনটি সরকার কর্তৃক এপ্রুভ করা হলো কিনা সেটা বুঝতে পারছেন না? তাহলে অবশ্যই নিচে দেওয়া আবেদনের পদ্ধতি এবং আবেদনের স্ট্যাটাস চেক করার সম্পূর্ণ বিধি ভালোভাবে বুঝে নিন।
১) অসংগঠিত শ্রমিকদের জন্য প্রচলিত ই শ্রমকার্ড প্রকল্পে আবেদন করার জন্য ইচ্ছুক প্রার্থীদের সম্পূর্ণ অনলাইন মাধ্যমে eshram.gov.in -এই অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
২) সম্পূর্ণ রেজিস্ট্রেশনের পর নিজের মোবাইল নম্বর এবং ওটিপি এর সাহায্যে অ্যাকাউন্টটি লগইন করে নিন।
৩) এরপর সঠিক বিবরণ এবং নথিপত্রের সাথে আবেদন পত্র পূরণ করে জমা করুন।
আবেদনের স্ট্যাটাস চেক
এরপর ওই অফিশিয়াল ওয়েবসাইট থেকেই আবেদনের স্ট্যাটাস চেক করার অপশনটি বেছে নিন এবং এর স্ট্যাটাস দেখে নিন।
প্রসঙ্গত, আপনার যদি আগে থেকেই আবেদন করা থাকে তাহলে সরাসরি আবেদনের স্ট্যাটাস চেক করে নিতে পারবেন