বাড়ি বাড়ি ফ্রি Wifi দিচ্ছে BSNL, আজই লাগিয়ে নিন! আবেদন পদ্ধতি দেখুন

By: WB Tathya

On: March 8, 2025

Follow Us:

BSNL Free Wifi Install

Job Details

Job Salary:

Job Post:

Qualification:

Age Limit:

Exam Date:

Last Apply Date:

WhatsApp Join Now
Telegram Join Now

এবার আর এয়ারটেল, ভোডাফোন, জিও বা রিলায়েন্স নয়, টেলিফোন দুনিয়ায় সাড়া জায়গাতে চলেছে আমার আপনার সবার পরিচিত কোম্পানি BSNL।

একসময় জিও র পক্ষ থেকে বিনামূল্যে মোবাইল নেটওয়ার্কের পরিষেবা সর্বসাধারণের মধ্যে বিতরণ করার মধ্য দিয়ে টেলিফোনের জগতে নিজের একচেটিয়া স্থায়ী জায়গা করে নিয়েছিল মুকেশ আম্বানির কোম্পানির জিও। এবার এমনই এক অভিনব উদ্যোগ নিয়ে এগিয়ে এসেছে BSNL। দেশজুড়ে দেওয়া হবে বিনামূল্যে WI-FI কানেকশন, শোনা যাচ্ছে এমন খবরই।

বিনামূল্যে WI-FI কানেকশন দেওয়ার এই উদ্যোগ কাদের তরফ থেকে নেওয়া হয়েছে? কীভাবে দেওয়া হবে এই কানেকশন? প্রাথমিকভাবে কত টাকা লাগবে? কারা নিতে পারবেন? কীভাবে গ্রাহকদের কাছে পৌঁছে যাবে এই পরিষেবা? ইত্যাদি বিভিন্ন তথ্য আমরা আপনাদের সামনে তুলে ধরছি এই প্রতিবেদনের মাধ্যমে।

Who Gives You Free Wifi?

Bsnl বা Bharat Sanchar Nigam Limited এর ব্রডব্যান্ড পরিষেবার পক্ষ থেকে এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

BSNL এর পক্ষ থেকে গতবছরেই ঘোষণা করা হয়েছিল যে ঘরে ঘরে কোনরকম ইনস্টলেশন চার্জ ছাড়াই দেওয়া হবে BSNL এর ব্রডব্যান্ড পরিষেবা। BSNL কোম্পানির ব্রডব্যান্ড নিজের বাড়িতে স্থাপন করলেই বিনামূল্যে দেশবাসী পেয়ে যাবেন ফ্রী ওয়াইফাই কানেকশন।

Fees For BSNL Free Wifi Install

BSNL কোম্পানির ব্রডব্যান্ড স্থাপন করার জন্য প্রাথমিকভাবে কোন টাকা লাগবে না। BSNL বর্তমানে ভারত পাইবার এবং এয়ার ফাইবার ব্রডব্যান্ড পরিষেবা দুটিতে গ্রাহকদের ফ্রী ইনস্টলেশন দেওয়ার ঘোষণা করেছে।

Who Can Apply For BSNL Free Wifi Install

সমস্ত ইচ্ছুক ভারতীয় নাগরিকরাই BSNL এর ব্রডব্যান্ড পরিষেবায় আবেদনের মাধ্যমে বিনামূল্যে পেয়ে যেতে পারেন এই পরিষেবা।

কীভাবে গ্রাহকদের কাছে পৌঁছে যাবে এই পরিষেবা?

ব্রডব্যান্ড পরিষেবায় ইচ্ছুক গ্রাহকরা, BSNL এর অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনের মাধ্যমে আবেদন করে নিজেদের বাড়ির ঠিকানায় স্থাপন করতে পারেন BSNL কোম্পানির ফ্রী ব্রডব্যান্ড। এছাড়াও ইচ্ছুক গ্রাহকরা চাইলে BSNL কোম্পানির মূল অফিসে গিয়ে অফলাইন মাধ্যমেও করে ফেলতে পারেন এই আবেদন।

বিনামূল্যে ব্রডব্যান্ড পরিষেবা দেওয়ার মূল কারণ কী?

মোবাইল নেটওয়ার্কের মতো ঘরে ঘরে ব্রডব্যান্ড পরিষেবা ছড়িয়ে দেওয়াই হলো এই উদ্যোগের মূল  মূল লক্ষ্য।

কতদিন পর্যন্ত বিনামূল্যে ব্রডব্যান্ড ইনস্টল করা হবে?

গতবছরের ঘোষণা অনুযায়ী 2025 সালের মার্চ মাসের 31 তারিখ পর্যন্ত বিনামূল্যের ব্রডব্যান্ড ইনস্টল করা হবে বলে ঘোষণা করা হয়েছিল। তবে মেয়াদ শেষের পর বর্তমানে পুনরায় সেই মেয়াদ বৃদ্ধি করে চলতি বছরের ডিসেম্বর মাসের ৩১ তারিখ পর্যন্ত বিনামূল্যে BSNL ব্রডব্যান্ড ইনস্টল করা হবে বলে ঘোষণা করা হয়েছে।

WhatsApp Join Now
Telegram Join Now

WB Tathya-তে আমরা ৬ বছরের বেশি সময় ধরে বিনামূল্যে ও জেনুইন চাকরির আপডেট দিয়ে আসছি। আমাদের YouTube, Facebook, TelegramWhatsApp-এ পাবেন Work From Home চাকরি, প্রাইভেট চাকরি, ইন্টার্নশিপ এবং অনলাইন কাজের খবর, সবই নির্ভরযোগ্য! Contact us: contactwbtathya@gmail.com

Leave a Comment

x
Advertisements