২০২৫ সালে সবচেয়ে কম সুদে দ্রুত পার্সোনাল লোন কোথায় পাবেন? জেনে নিন বিস্তারিত

By: WB Tathya

On: June 9, 2025

Follow Us:

পার্সোনাল লোন

Job Details

Job Salary:

Job Post:

Qualification:

Age Limit:

Exam Date:

Last Apply Date:

WhatsApp Join Now
Telegram Join Now

বছরের বিভিন্ন সময় বিভিন্ন কারণে আমাদের লোনের প্রয়োজন হয়। কিন্তু অনেক সময়ই আলাদা আলাদা ব্যাংকের পৃথক পার্সোনাল লোনের বিবরণ না জেনেই অনেকে লোন নিয়ে ফেলেন। এর ফলে পরবর্তী সময়ে একাধিক সমস্যার সম্মুখীন হতে হয়। তাহলে কিভাবে বুঝবেন কোন ব্যাংক থেকে পার্সোনাল লোন নেওয়া উচিত?

এর জন্যই আজকের প্রতিবেদনে আমরা বিভিন্ন ব্যাংকের পার্সোনাল লোনের বিস্তারিত বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। এর ফলে স্পষ্টভাবে বুঝতে পারবেন ঠিক কোন ব্যাংক থেকে কতটা লোন নিলে আপনার সুবিধা হতে পারে। এর পাশাপাশি রাজ্যের মধ্যে সবথেকে জনপ্রিয় পার্সোনাল লোন পরিষেবা গুলির পার্থক্যও বুঝে নিতে পারবেন। তাহলে আর বেশি দেরি না করে, শেষ পর্যন্ত প্রতিবেদনটি পড়ে ফেলুন।

পার্সোনাল লোন:

আজকাল ভারতীয়দের মধ্যে বিভিন্ন আপদকালীন প্রয়োজন মেটানোর জন্য পার্সোনাল লোন জনপ্রিয় হয়ে উঠেছে। জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে এই লোন প্রদানকারী বিভিন্ন ব্যাংক অর্থাৎ এইচডিএফসি ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক এবং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইত্যাদির মধ্যে প্রতিযোগিতাও বেড়েছে।

HDFC ব্যাংক পার্সোনাল লোন

সুদের পরিমাণ: প্রতিবছরে ১০.৫০% থেকে ২৪% পর্যন্ত। এক্ষেত্রে জানিয়ে রাখি, বিভিন্ন ব্যাংকের সুদের পরিমাণ ঋণগ্রহীতার ক্রেডিট স্কোর এবং মাসিক রোজগারের উপর ভিত্তি করে নির্ধারণ করা হয়।

ঋণের পরিমাণ- নূন্যতম ৫০০০০ টাকা থেকে ৪০ লক্ষ টাকা পর্যন্ত।

ঋণের মেয়াদ- ১২ মাস থেকে ৬০ মাস।

অন্যান্য সুযোগ-সুবিধা- HDFC ব্যাংকের ব্যক্তিগত ঋণ যথেষ্ট দ্রুত এপ্রুভ হয়ে গ্রাহকদের কাছে চলে যায়। এর ফলে স্বাভাবিকভাবেই এই লোন ভারতীয় বাজারে যথেষ্ট পরিমাণে জনপ্রিয় হয়ে উঠেছে। এছাড়াও অনলাইনে ডিজিটালি আবেদন করা, দ্রুত ভেরিফিকেশন ইত্যাদির মত সুবিধাগুলিও পেয়ে থাকেন গ্রাহকেরা।

ICICI ব্যাঙ্ক পার্সোনাল লোন

সুদের পরিমাণ- এই ব্যাংকের পার্সোনাল লোন নিলে প্রতি বছর ১০.৮৫% থেকে ২২% পর্যন্ত সুদ দিতে হতে পারে।

ঋণের পরিমাণ- ৫০,০০০ টাকা থেকে ৩০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ গ্রহণের সুবিধা প্রদান করে আইসিআইসিআই ব্যাংক।

মেয়াদ- ন্যূনতম ১২ মাস থেকে ৭২ মাস পর্যন্ত।

বিশেষ সুযোগ সুবিধা- আইসিআইসিআই তার গ্রাহকদের পার্সোনাল লোন নেওয়ার ক্ষেত্রে একাধিক সুযোগ-সুবিধা প্রদান করে থাকে। এর মধ্যে অন্যতম হলো, ভালো ক্রেডিট করে বিনিময়ে কম সুদের হার, তাৎক্ষণিক ঋণ গ্রহণ ইত্যাদি।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) পার্সোনাল লোন

সুদের পরিমাণ- প্রতিবছরে ১১.১৫% থেকে ১৫.৩০% র মধ্যে।

ঋণের পরিমাণ- ২৫,০০০ টাকা থেকে ২০ লক্ষ টাকা।

মেয়াদ- সর্বোচ্চ ৬০ বছর পর্যন্ত।

বিশেষ সুবিধা- স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রাষ্ট্র ব্যাংক হওয়ার কারণে এক্ষেত্রে মহিলাদের লোন নেওয়ার একাধিক সুবিধা প্রদান করা হয়। এছাড়াও কম সুদে নির্ভরযোগ্য ব্যাংকিং পরিষেবার জন্যেও বেছে নেওয়া যেতে পারে স্টেট ব্যাংকের পার্সোনাল লোন।

WhatsApp Join Now
Telegram Join Now

WB Tathya-তে আমরা ৬ বছরের বেশি সময় ধরে বিনামূল্যে ও জেনুইন চাকরির আপডেট দিয়ে আসছি। আমাদের YouTube, Facebook, TelegramWhatsApp-এ পাবেন Work From Home চাকরি, প্রাইভেট চাকরি, ইন্টার্নশিপ এবং অনলাইন কাজের খবর, সবই নির্ভরযোগ্য! Contact us: contactwbtathya@gmail.com

Leave a Comment

x
Advertisements