বেকার অবস্থায় টাকা আয় করার, ৭টি জেনুইন উপায়! (No Investment)

কিছুদিন আগেই রাজ্যে প্রকাশিত হয়ে গিয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার চূড়ান্ত ফলাফল। শুধু তাই নয়, আর কিছুদিনের মধ্যেই রাজ্যের স্নাতক স্তরে পড়াশোনা করা ছাত্র-ছাত্রীরা শেষ সেমিস্টারের পরীক্ষা দিয়ে ফেলবে।
এর মাঝেই পড়ুয়া থাকাকালীন অনেকেই নিজের পকেট মানির জন্য পার্ট টাইমে কিছু না কিছু কাজ করতে চান। এর ফলে পড়াশোনার পাশাপাশি বেশ কিছু টাকা রোজগারও হয়ে যায়।
কিন্তু কীভাবে পড়াশোনার পাশাপাশি কাজ করবেন? কোথায় কোথায় কাজ করতে পারবেন? কেমন ইনকাম হবে? এই সমস্ত প্রশ্নের উত্তর জানাবো এই প্রতিবেদনের মাধ্যমে। শিক্ষার্থী অবস্থায় করা যেতে পারে এমন মোট সাতটি কাজের সন্ধান আজ আমরা দিতে চলেছি। তাই পুরো প্রতিবেদনটি মন দিয়ে পড়ে নিন।
1) Private tuition
নিজের পড়াশোনা চলাকালীন সবচেয়ে সহজ উপায়ে প্রাইভেট টিউশনির মাধ্যমে রোজগার করা যেতে পারে। অনেক শিক্ষার্থী নিজেদের কলেজ জীবনে ছোট ক্লাসের ছাত্র-ছাত্রীকে পড়িয়ে প্রতিমাসে বেশ কিছু টাকা রোজগার করে নেয়। তবে এক্ষেত্রে রোজগার হয় ঠিকই কিন্তু কোন রকম জ্ঞান লাভ হয় না।
2) Freelancing
চলতে সময়ে যে কাজটি করে সব থেকে বেশি রোজগার করা সম্ভব হচ্ছে তা হল ফ্রিল্যান্সিং। নিজের পড়াশোনা ও কলেজের পর অবসর সময়ে বিভিন্ন কোম্পানির হয়ে ফ্রিল্যান্সিং করে কাজ প্রতি নির্ধারিত মূল্য অনুযায়ী ভাল রকমের বেতন পাওয়া সম্ভব।
3) Connector Work
এক্ষেত্রে মূলত এক ব্যক্তিকে অন্য ব্যক্তির সন্ধান দেওয়াই কানেক্টরের কাজ হয়ে থাকে। ধরুন আপনি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দেখলেন যে একজন ভালোভাবে বিদেশি কোন ভাষা শিখতে আগ্রহী তিনি সেই নির্দিষ্ট ভাষা কোথায় শেখানো হয় সেই সম্পর্কে জানতে চাইছেন।
এমন সময় আপনি যদি সেই নির্দিষ্ট ভাষায় ক্লাস করান এমন কোন ব্যক্তিকে জেনে থাকেন তাহলে আপনি প্রথম ব্যক্তিকে সেই ব্যক্তির নম্বর প্রদান করতে পারেন। এক্ষেত্রে সঠিক সন্ধান দিতে পারলে দুই ব্যক্তির থেকে আপনি কিছু পরিমাণ কমিশন পেয়ে যাবেন। এরকমই বিভিন্ন মানুষকে তাদের প্রয়োজনীয় বিষয়ের সন্ধান দিয়ে আপনি অবসর সময়ে রোজগার করে নিতে পারবেন।
4) Content Writing
বিভিন্ন অনলাইন ওয়েবসাইট বা অ্যাপের মধ্যে অন্য কোন মানুষের হয়ে কনটেন্ট লিখে মাস গেলে ভালো টাকা রোজগার করে নিতে পারবেন। এক্ষেত্রে ছাত্র-ছাত্রী বা পড়ুয়ারা যেহেতু লেখাপড়ার জগতের মধ্যেই রয়েছেন তাই তাদের অবসর সময়ে নতুন নতুন আইডিয়া বার করে খুব সহজেই এই সুযোগকে কাজে লাগাতে সক্ষম হবেন।
5) Video Editing
বর্তমানে সোশ্যাল মিডিয়ায় অর্থাৎ Facebook, Youtube, Instagram এ বিভিন্ন কনটেন্ট ক্রিয়েটারদের আমরা দেখে থাকি। যখনই এই সমস্ত ক্রিয়েটররা অনেক বড় লেভেলে চলে যান তখন তাদের কাছে নিজেদের কন্টেন্ট এডিট করার জন্য পর্যাপ্ত সময় থাকে না।
সেই সময় তারা বিভিন্ন ধরনের এডিটর কে মাসিক বেতন দেওয়ার মাধ্যমে নিজেদের টিমে নিয়োগ করে থাকেন। এই সমস্ত কনটেন্ট ক্রিয়েটারদের হয়ে এডিট করে লেখাপড়া চালানোর পাশাপাশি সহজেই রোজগার করে দিতে পারবেন।
6) Blogging
বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখির সখ থেকে থাকলে ব্লগিং একটি অন্যতম রোজগারের উপায় হয়ে উঠতে পারে। এক্ষেত্রে অবশ্যই মানুষের আগ্রহ আছে এমন কোন বিষয় নিয়ে বিভিন্ন তথ্য প্রদানের মাধ্যমে বিভিন্ন রকমের কন্টেন্ট লেখা যেতে পারে। অবসর সময়ে ব্লগিং করেও প্রচুর মানুষ মাস গেলে ভালো মতো টাকা রোজগার করে থাকেন।
7) National Drop Shipping Business
এক্ষেত্রে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে মিডিল ম্যান হয়ে কাজ করতে হবে আপনাকে। এমন একটি জিনিস যার বাজারে চাহিদা রয়েছে সেই জিনিসটি বিক্রেতার কাছ থেকে নিয়ে ক্রেতার কাছে বিভিন্ন কুরিয়ার কোম্পানির মাধ্যমে পৌঁছে দেওয়াই হবে আপনার কাজ। এইভাবে শিক্ষার্থী থাকাকালীন রোজগার করা যায়।