Bank Of Baroda Recruitment 2025: বরোদা ব্যাঙ্কে নিয়োগ! ব্রাঞ্চে বসে, স্থায়ী পদে কাজ।
Bank Of Baroda Recruitment 2025: ব্যাংকের চাকরিপ্রার্থীদের জন্য দুর্দান্ত সুখবর প্রকাশ করল ব্যাংক অফ বরোদা। সরকারি ব্যাংকগুলোর মধ্যে অন্যতম হলো ব্যাঙ্ক অফ বরোদা যেখানে বর্তমানে বিশেষজ্ঞ অফিসার পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
ইচ্ছুক আবেদনকারীরা অবশ্যই এই বিজ্ঞপ্তির যাবতীয় বিবরণ বিস্তারিত জানার জন্য পড়ে নিন আজকের প্রতিবেদনটি। যেখানে বিস্তারিত আলোচনা করব- মাইনে, শিক্ষাগত যোগ্যতা, শূন্যপদ, পদের নাম, নিয়োগ প্রক্রিয়া ও আবেদন প্রক্রিয়া সম্পর্কে।
Important Dates
বিজ্ঞপ্তি প্রকাশ | ২৭/১২/২০২৪ |
আবেদন শুরু | ২৮/১২/২০২৪ |
আবেদনের শেষ তারিখ | ১৭/০১/২০২৫ |
Post Name (Bank Of Baroda Recruitment 2025)
- Manager – ম্যানেজার।
- Senior Manager – সিনিয়র ম্যানেজার।
- Marketing Officer – মার্কেটিং অফিসার।
- Marketing Manager – মার্কেটিং ম্যানেজার।
- Security Analyst – সিকিউরিটি এনালিস্ট।
- Technical Manager – টেকনিক্যাল ম্যানেজার।
- Technical Officer – টেকনিক্যাল অফিসার।
- Data Scientist – ডেটা সাইন্টিস্ট।
- Developer – ডেভেলপার।
মোট শূন্যপদের সংখ্যা
কোন কোন পদের জন্য কতগুলি করে শূন্য পদ রাখা হয়েছে সেটি জানার জন্য অবশ্যই বিস্তারিত অফিশিয়াল বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে আবেদনকারীদের।
Department | Number of Vacancies |
Rural and Agricultural Office | 200 |
Information Security Office | 09 |
Corporate Office | 30 |
Finance Office | 13 |
IT Office | 177 |
Data Management Office | 25 |
Total Vacancy | 454 |
আরও পড়ুন: রাজ্য জুড়ে সার্ভেয়ার পদে নিয়োগ করছে, পাব্লিক সার্ভিস কমিশন।
Qualification (Bank Of Baroda Recruitment 2025)
যেহেতু ব্যাঙ্ক অফ বরোদার পক্ষ থেকে বিভিন্ন পদে আবেদন গ্রহণ করা হবে সেই জন্য প্রতিটি পদে আবেদনের জন্য পৃথক বিষয়ে দক্ষ হতে হবে আবেদনকারীদের। এক্ষেত্রে প্রতিটি পদে আবেদনের জন্য ন্যূনতম স্নাতক ডিগ্রি প্রাপ্ত হতে হবে। এর পাশাপাশি বিশেষজ্ঞ অফিসার পদের জন্য সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা ও দক্ষতা থাকা আবশ্যক।
বয়সসীমা
এখানে চাকরি প্রার্থনার ন্যূনতম ২২ বছর বয়স থেকে সর্বোচ্চ ৪২ বছর বয়স পর্যন্ত আবেদন জানাতে পারবেন। তবে পদের ভিত্তিতে বয়স সীমার বিস্তারিত তালিকা দেখে নেওয়ার জন্য অবশ্যই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি পড়ে বুঝে নিতে হবে।
মাসিক বেতন
বিভিন্ন পদে নিযুক্ত কর্মীরা ব্যাঙ্ক অফ বরোদার পক্ষ থেকে ন্যূনতম ৬২,৪৮০/- টাকা থেকে সর্বোচ্চ ১,৩৫,০২০/- টাকা মাসিক বেতন পেয়ে যাবেন। পদের ভিত্তিতে বেতন সীমা পৃথক হবে।
How to Apply for Bank Of Baroda Recruitment 2025?
ইচ্ছুক চাকরি প্রার্থীরা ব্যাঙ্ক অফ বরোদার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সম্পূর্ণ অনলাইন মাধ্যমে নিজেদের আবেদন জানাতে পারবেন। এর জন্য আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র গুলো অবশ্যই আপলোড করে দিতে হবে।
এই পদে আবেদন গ্রহণ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। চাকরিপ্রার্থীরা ১৭/০১/২০২৫ তারিখ পর্যন্ত আবেদন জানাতে পারবেন। সম্পূর্ণ আবেদন পত্র জমা করে আবেদন মূল্য প্রদান করলে তবেই আবেদন গ্রহণ করা হবে ব্যাংকের পক্ষ থেকে।
আবেদন মূল্য
Genaral/ EWS/OBC | ৬০০/- টাকা |
ST/SC/PWD/Women | ১০০/- টাকা |
Important Links
Official Website | Apply Link |
Official Notice | Download Pdf |