চাকরির খবর

Bangla Typing Jobs 2025: বাংলা ভাষায় টাইপিং জব! বাড়ি বসে নিজের সময়মতো কাজ করে, ২০০০ আয় রোজ।

Bangla Typing Jobs 2025: ঘরে বসে প্রতিদিন ২০০০/- টাকা রোজগারের সুযোগ রয়েছে পুরুষ থেকে মহিলা সকলের কাছেই। বর্তমান সময়ে চাকরি পাওয়া একটি অত্যন্ত কষ্টসাধ্য বিষয়। এমন সময়ে যদি আপনি বাড়িতে থেকে বাড়ির সমস্ত কাজ করার পাশাপাশি, একটি কাজ বা ফ্রিলান্সিং করতে পড়েন, তাহলে কেমন হয়?

হ্যাঁ, আজকের সময় এটা অবশ্যই সম্ভব। কীভাবে, আসুন সেটা জেনে নেওয়া যাক। আমরা আজকে এই প্রতিবেদনের মাধ্যমে Vanan নামক একটি বৈধ ওয়েবসাইটের সম্পর্কে আলোচনা করতে চলেছি। এই ওয়েবসাইটের মাধ্যমে দিনের মাত্র কিছু সময় নিয়োগ করেই রোজগার করা যায়।

হোয়াটস্যাপ চ্যানেল জয়েন
টেলিগ্রাম চ্যানেল জয়েন

কি কি কাজ আছে?

  1. ট্রান্সক্রিপ্টিং।
  2. ট্রান্সলেশন।
  3. ক্যাপশন রাইটিং।
  4. অডিও ডেসক্রিপশন।
  5. সাবটাইটেলিং।
  6. ভয়েজ ওভার।
  7. ভিডিও সার্ভিসেস ইত্যাদি।

কারা আবেদন করতে পারবেন?

ন্যূনতম যোগ্যতায় সঠিক দক্ষতা (Skill) থাকলেই চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। এক্ষেত্রে ফ্রিল্যান্সার (Freelancer) হিসাবে কাজ করতে হবে প্রতিটি প্রার্থীকে। যেহেতু বাড়িতে থেকেই কাজ করতে হবে তাই গৃহবধূ থেকে শুরু করে অফিস কর্মী সকলেই এই পদে আবেদন জানাতে পারবেন।

Earning from Bangla Typing Jobs 2025

VANAN ওয়েবসাইটটি মূলত বিভিন্ন ক্লায়েন্ট এবং ফ্রিলান্সারের মধ্যে সংযোগ স্থাপন করে। অর্থাৎ এক্ষেত্রে Vanan একটি মিডল ম্যান হিসেবে কাজ করে। ক্লায়েন্ট তার বাজেট অনুযায়ী কাজ (Project) পোষ্ট করবে এই ওয়েবসাইটে।

Read More: মাধ্যমিক পাশে কৃষি দপ্তরে কর্মী নিয়োগ! বেতন ১৯,৯০০/- টাকা প্রতিমাসে।

ফ্রিলান্সার তার স্কিল অনুযায়ী কাজ খুজে, নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটি কমপ্লিট করে Vanan ওয়েবসাইটে সাবমিট করবে। কমপ্লিট করা কাজ এপ্রুভ হলে, পেমেন্ট পাবেন ফ্রিলান্সাররা। এই পেমেন্ট থেকে কিছু কমিশন Vanan পোর্টাল রাখবে, এবং বাকি ফ্রিলান্সাররা পাবে। এই ওয়েবসাইটে কাজ করে প্রতিদিন ২০০০ টাকা থেকে, মাসে ৬০ হাজার টাকা পর্যন্ত রোজগার করা সম্ভব।

Vanan ওয়েবসাইটের সুযোগ সুবিধা

১) এক্ষেত্রে পুরুষ মহিলা সকলেই কাজ করতে পারবে।

২) খুব সহজেই কয়েকটি ধাপ পূরণ করলেই আবেদন সম্পন্ন হবে।

৩) ওয়েবসাইট এর পক্ষ থেকে সম্পূর্ণ ডলারে বেতন প্রদান করা হবে এবং ভারতীয় টাকায় তোমার ব্যাঙ্কের মাধ্যমে পেমেন্ট পাবে।

৪) বাড়িতে থেকেই নিজের ইচ্ছামত সময়সীমার মধ্যে কাজ করা যাবে।

৫) বাংলা ভাষায় বা নিজের মাতৃভাষায় চাকরিপ্রার্থীরা কাজ করতে পারবেন।

How to Apply for Bangla Typing Jobs 2025?

Vanan এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সম্পূর্ণ অনলাইন মাধ্যমে প্রতিটি প্রার্থীকে আবেদন জানাতে হবে। এর জন্য প্রথমে Vanan এর ওয়েবসাইটে গিয়ে ‘career’ অপশনটি বেছে নিতে হবে। আবেদনের জন্য একটি বিস্তারিত ফর্ম চলে আসবে।

সেই ফর্মে সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে এবং চাকরিপ্রার্থীরা কোন বিষয় নিয়ে কাজ করতে চাইছেন সেটিও বাছাই করে নিতে হবে। ইমেল আইডি সঠিক ভাবে ফিলাপ করবে।

নিয়োগ প্রক্রিয়া

অনলাইনে আবেদন করার পর, তোমার ইমেল আইডিতে একটি টেস্ট দেবার মেল আসবে। অনলাইনে ল্যাপটপ/কম্পিউটার অথবা মোবাইল ফোনের মাধ্যমে এই টেস্ট দিতে পারবে। এই টেস্টে পাস করলেই, তুমি এখানে কাজ করতে পারবে।

Important Links

Bangla Typing Jobs 2025 Official WebsiteVisit Now
Direct Apply LinkClick Here

 সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন -

Goutam Mondal

গৌতম মণ্ডল WB Tathya সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ৬ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। বারাসাত বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button