‘বাংলার আবাস যোজনা’ আবেদন শুরু! ফর্ম ফিলাপ করলেই পাকা ঘর পাবেন।

By: Goutam Mondal

On: March 8, 2025

Follow Us:

বাংলার আবাস যোজনা

কেন্দ্র থেকে টাকা না দিলেও মিলবে বাংলা আবাস যোজনার টাকা। গৃহহীন মানুষদের কাছে এই অঙ্গিকার জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Whatsapp Channel Follow
Telegram Channel Join

২০২৬ সালের মধ্যেই মোট ১৬ লক্ষ পরিবারকে বাংলার আবাস যোজনার মাধ্যমে মাথার ছাদ তৈরি করে দেওয়া হবে রাজ্য সরকারের পক্ষ থেকে। আগামী বছরে মে জুন মাসে এবং ডিসেম্বর মাসে সরকারের পক্ষ থেকে ছাড়া হবে বাংলার আবাস যোজনার অর্থ।

বাংলার আবাস যোজনার সুবিধা

১) পশ্চিমবঙ্গের গৃহহীন মানুষেরা এই প্রকল্পে সহজেই আবেদন জানাতে পারবেন। যদিও এই বিষয়ে বেশ কিছু শর্ত মানতে হবে আবেদনকারীদের। এই বিষয়ে বিশদে জানার জন্য অবশ্যই শেষ পর্যন্ত পড়ে নিন আজকের প্রতিবেদনটি।

২) গোটা পশ্চিমবঙ্গ জুড়ে মোট ১২ লক্ষ পরিবারের জন্য আবাস যোজনার বন্দোবস্ত করা হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে। এই উদ্দেশ্যে ইতিমধ্যেই প্রথম কিস্তির ৬০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।

৩) প্রতিটি উপভোক্তার ব্যাংক একাউন্টে সরাসরি প্রথম কিস্তির টাকা পৌঁছে দেওয়া হবে। প্রথম কিস্তি অনুযায়ী বাড়ি তৈরীর কাজ কিছুটা অগ্রসর হলে পুনরায় মিলবে দ্বিতীয় কিস্তির টাকা।

৪) পশ্চিমবঙ্গের বিভিন্ন দুর্গম এলাকা থেকে শুরু করে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা উপভোক্তাদের নিজস্ব বাড়ি তৈরি করতে সহায়তা করবে রাজ্য সরকার।

৫) সরকারি খবর অনুযায়ী ইতিমধ্যেই মোট ২৮ লক্ষ উপভোক্তার তালিকা প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে মোট ১২ লক্ষ পরিবারকে আগামী বছরে আবাস যোজনার আওতায় গণ্য করা হচ্ছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পদক্ষেপকে অগ্রসর করার জন্য ইতিমধ্যেই রাজ্য সরকারের পক্ষ থেকে ১৪ হাজার ৭৭৩ কোটি খরচের হিসাব করা হয়েছে। প্রতিটি উপভোক্তা পরিবারের কাছে সরকারের পক্ষ থেকে, এক লক্ষ কুড়ি হাজার টাকা পাঠানো হবে।

এক্ষেত্রে মোট দুটি কিস্তির মাধ্যমে টাকা পাবেন উপভোক্তারা। এর পাশাপাশি দুর্গম অঞ্চলে বসবাসকারী পরিবারগুলির জন্য অতিরিক্ত ১০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। বিরোধী বিভিন্ন দলের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে কটাক্ষ করা হচ্ছে।

বিরোধী দলের বিভিন্ন নেতাদের পক্ষ থেকে জানানো হয়েছে এটি পশ্চিমবঙ্গবাসীকে ভোলানোর জন্য প্রতারণা মাত্র। তবে এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান যে গত তিন বছর ধরে বিভিন্ন তথ্য কেন্দ্রের সামনে তুলে ধরলেও কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কোনরকম টাকা পাঠানো হয়নি।

বাংলা আবাস যোজনায় আবেদন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অভিনব উদ্যোগের মাধ্যমে নিজের মাথার উপরের ছাদটি পাকা করে নিতে অবশ্যই নিজের নিকটবর্তী ভিডিও অফিসে গিয়ে আবেদনপত্র পূরণ করে জমা করতে পারেন ইচ্ছুক আবেদনকারীরা। এছাড়াও মুখ্যমন্ত্রীর অফিসিয়াল হেল্পলাইন নম্বর ৯১৩৭০৯১৩৭০ এ যোগাযোগ করে এই বিষয়ে আবেদন করা যেতে পারে।

গৌতম মণ্ডল WB Tathya সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ৬ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। বারাসাত বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment