চাকরির খবর

বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? একসাথে ৮টি চাকরির বিজ্ঞপ্তি!

দেখতে দেখতে শেষ হতে চলল ২০২৫ সালের তৃতীয় মাস অর্থাৎ মার্চ মাস। এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গ রাজ্যসহ গোটা ভারতবর্ষের বিপুল পরিমাণে চাকরিপ্রার্থী বেকারত্বের সঙ্গে প্রতিদিন প্রতিনিয়ত লড়াই করে যাচ্ছেন। তবে এই বেকারত্ব হ্রাসের উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে একাধিক কর্মী নিয়োগের খবর পাওয়া যাচ্ছে।

Whatsapp Channel Follow
Telegram Channel Join

মার্চ মাসের শেষ থেকে এপ্রিল মাস পর্যন্ত পশ্চিমবঙ্গ রাজ্যের চাকরিপ্রার্থীরা একাধিক নিয়োগের জন্য আবেদন জানাতে পারবেন। তাহলে আর দেরি না করে কর্মহীন যুবক যুবতীদের জন্য আজকের প্রতিবেদনের মাধ্যমে যে ৮ টি নিয়োগ বিজ্ঞপ্তির বিবরণ তুলে ধরা হলো, তা দেখে বুঝে প্রস্তুতে শুরু করে দিন।

১) বনদপ্তরে নিয়োগ।

পদের নামফরেস্ট গার্ড
মোট শূন্যপদ৫৩ টি
শিক্ষাগত যোগ্যতাস্বীকৃত বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস
বয়স সীমা১৮ বছর থেকে ২৪ বছর
মাসিক বেতনকেন্দ্রীয় সরকারের বেতন ক্রম ৬ অনুযায়ী
আবেদন পদ্ধতিঅনলাইন
আবেদনের সময়সীমা১৭/০৩/২০২৫ থেকে ৩০/০৪/২০২৫

২) খাদ্য দপ্তরে অফিসার নিয়োগ।

পদের নামফুড সেফটি অফিসার
মোট শূন্যপদ১২০ টি
শিক্ষাগত যোগ্যতাকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোন বিষয়ে স্নাতক ডিগ্রি
বয়স সীমান্যূনতম ২১ বছর থেকে ৪০ বছর
মাসিক বেতন৩৬,২০০/- টাকা
আবেদন পদ্ধতিঅনলাইন
আবেদনের সময়সীমা২৮/০৩/২০২৫ থেকে ২৭/০৪/২০২৫

৩) ভারতীয় ডাক বিভাগে নিয়োগ।

পদের নামপোস্টমাস্টার,
মেল গার্ড,
মাল্টি টাস্কিং স্টাফ
মোট শূন্যপদ৪৮,৫০০ টি
শিক্ষাগত যোগ্যতাউচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পাস
বয়স সীমা১৮ বছর থেকে ৪০ বছর
মাসিক বেতন১৮,০০০/- টাকা থেকে ৮১,০০০/- টাকা
আবেদন পদ্ধতিঅনলাইন
আবেদনের সময়সীমা০১/০৪/২০২৫ থেকে ৩০/০৪/২০২৫

৪) ভারতীয় রেল বিভাগে নিয়োগ।

পদের নামঅ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট বা ALP
মোট শূন্যপদ৯৯৭০ টি
শিক্ষাগত যোগ্যতামাধ্যমিক এবং ITI
বয়স সীমা১৮ বছর থেকে ৩৩ বছর
মাসিক বেতন১৯,৯০০/- টাকা
আবেদন পদ্ধতিঅনলাইন
আবেদনের সময়সীমাএখনও আবেদন শুরু হয়নি

৫) অঙ্গনওয়াড়িতে কর্মী নিয়োগ।

পদের নামঅঙ্গনওয়াড়ি কর্মী
অঙ্গনওয়াড়ি সহায়িকা
মোট শূন্যপদ২৫,৪৫০ টি
শিক্ষাগত যোগ্যতাঅঙ্গনওয়াড়ি কর্মী: মাধ্যমিক পাস,
অঙ্গনওয়াড়ি সহায়িকা: অষ্টম শ্রেণী পাস ও রান্নার অভিজ্ঞতা
বয়স সীমা১৮ বছর থেকে ৪২ বছর
মাসিক বেতন১০,০০০/- টাকা থেকে ৩৫,০০০/- টাকা
আবেদন পদ্ধতিঅনলাইন
আবেদনের সময়সীমা২৫/০৩/২০২৫ থেকে ৩০/০৫/২০২৫

৬) স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কর্মী নিয়োগ।

পদের নামমাল্টি টাস্কিং স্টাফ বা MTS
হাবিলদার
মোট শূন্যপদ৯৯৭০ টি
শিক্ষাগত যোগ্যতান্যূনতম মাধ্যমিক পাস
বয়স সীমা১৮ বছর থেকে ৩০ বছর
মাসিক বেতন২০,২০০/- টাকা
আবেদন পদ্ধতিঅনলাইন
আবেদনের সময়সীমা২৬/০৬/২০২৫ থেকে ২৫/০৭/২০২৫

৭) হোমগার্ড নিয়োগ।

পদের নামহোম গার্ড
মোট শূন্যপদ১৫,০০০ টি
শিক্ষাগত যোগ্যতাঅষ্টম শ্রেণি পাস
বয়স সীমান্যূনতম ১৯ বছর
নিয়োগ পদ্ধতিফিজিকাল এফিশিয়েন্সি টেস্ট
আবেদন পদ্ধতিঅফলাইনে

৮) আয়কর বিভাগে নিয়োগ।

পদের নামমাল্টি টাস্কিং স্টাফ,
স্টেনোগ্রাফার,
ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট
মোট শূন্যপদবিজ্ঞপ্তিতে বলা নেই
শিক্ষাগত যোগ্যতামাল্টি টাস্কিং স্টাফ: মাধ্যমিক পাস,
স্টেনোগ্রাফার: উচ্চমাধ্যমিক পাস,
ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট: গ্র্যাজুয়েশন ডিগ্রি
বয়স সীমা১৮ বছর থেকে ২৭ বছর
মাসিক বেতন১৮,০০০/- টাকা থেকে ৮১,০০০/- টাকা
আবেদন পদ্ধতিঅনলাইন
আবেদনের শেষ তারিখ০৫/০৪/২০২৫ পর্যন্ত
 সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন -

Goutam Mondal

গৌতম মণ্ডল WB Tathya সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ৬ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। বারাসাত বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।
Back to top button
x
Advertisements