নতুন মাসে চলে এলো নতুন ধামাকা! সম্প্রতি সময়ে প্যান কার্ড নিয়ে আলোচনা একেবারে তুঙ্গে। সরকারের পক্ষ থেকে আবারও প্যান কার্ড সংক্রান্ত নতুন নির্দেশ জারি করা হয়েছে যে কারণে অনেকেরই মাথায় পড়েছে হাত। নতুন মাস পড়ার সাথে সাথেই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে নিয়ে আসা হল PAN 2.0 প্রকল্প।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে ভারতের প্রতিটি প্যানকার্ডের এই বিশেষ পরিবর্তন না নিয়ে এলে বাতিল হয়ে যেতে পারে সমস্ত প্যান কার্ড। আপনি যদি এই বিষয়টা ভালোভাবে না জেনে থাকেন তাহলে কিছুদিনের মধ্যেই আপনার প্যান কার্ডও বাতিল হয়ে যেতে পারে। এই বিষয়ে সম্পূর্ণ বিস্তারিতভাবে আজকের প্রতিবেদনে আলোচনা করা হলো।
PAN 2.0 কী?
২০২৪ সালের নভেম্বর মাসের ২৫ তারিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ মন্ত্রী ক্যাবিনেট এর মধ্যে একটি আলোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে আয়কর বিভাগের PAN 2.0 প্রকল্পটি সর্বসমক্ষে নিয়ে আসা হয় এবং এটি মন্ত্রিসভার অনুমোদন পায়। এক্ষেত্রে সমস্ত প্যান কার্ড গ্রাহকদের নতুন করে নতুন প্যান কার্ডের জন্য আবেদন করতে হবে। এক্ষেত্রে সম্পূর্ণ বিনামূল্যেই প্রতিটি ভারতবাসী তাদের নিজস্ব প্যান কার্ডটি আপডেট করে নতুন প্যান কার্ড পেতে সক্ষম হবেন।
নতুন প্যান কার্ডের বিশেষত্ব কী?
পুরনো প্যান কার্ডের তুলনায় নতুন প্যান কার্ডটি একটু উন্নত এবং আধুনিক মানের হবে। এক্ষেত্রে-
১) ব্যক্তির প্যান নম্বরের কোন রকম পরিবর্তন হবে না।
২) প্যানকার্ডের মধ্যে একটি QR কোড বসানো থাকবে। যার মাধ্যমে প্যান কার্ডের সম্পূর্ণ তথ্য সম্পর্কে সহজেই অবগত হওয়া যাবে।
৩) কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই নতুন প্যান কার্ড অত্যন্ত বেশি পরিমাণে সুরক্ষিত এবং উন্নত।
নতুন প্যান কার্ডের জন্য আবেদন করবেন কীভাবে?
১) নতুন প্যান কার্ডের আবেদনের জন্য NSDL অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন।
২) PAN 2.0 এর জন্য আবেদন প্রক্রিয়া শুরু করুন।
৩) আবেদনের জন্য প্রদত্ত আবেদন পত্রের সম্পূর্ণ অনলাইন মাধ্যমে নিজেদের ডিটেলস গুলি পূরণ করুন।
৪) এক্ষেত্রে আপনাদের নিজেদের। PAN নম্বর, আধার কার্ড, জন্ম তারিখ ইত্যাদি পূরণ করে নিতে হবে।
৫) এরপর আপনার সামনে একটু চেকবক্স দেখতে পাবেন এবং সেটিতে সাথে সাথে ক্লিক করে দিন।
৬) এরপরে আপনার আবেদনটি সাবমিট করুন।
৭) এরপর আপনার সামনে আপনার সম্পূর্ণ আবেদন পত্রটি প্রদর্শিত হবে। সেখান থেকে আপনার আবেদনটি ভালোভাবে মিলিয়ে নিন যাতে কোন রকম ভুল ভ্রান্তি না থাকে।
৮) এরপরে OTP ভেরিফিকেশন এর মাধ্যমে আপনার একাউন্টে কনফার্ম করে নিন।
এবার আর দেরি কিসের? যত তাড়াতাড়ি সম্ভব কেন্দ্রীয় সরকারের এই নতুন PAN 2.0 প্রকল্পে নিজের আবেদন করে নিয়ে আপনার প্যান কার্ডটি আরো উন্নত এবং সুরক্ষিত করে তুলুন। ভবিষ্যতে যাতে প্যান কার্ড নিয়ে কোনরকম সমস্যার মুখে পড়তে না হয় তার জন্য এই আবেদনটি এখন থেকেই করে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।