নতুন ব্র্যান্ডের স্মার্টফোনের সাথে মোবাইল মার্কেটে এবার আলোড়ন শুরু হল! ভারতীয় বাজারে 5G স্মার্টফোনের দাম যেখানে শুরু হচ্ছে দশ হাজার টাকা থেকে সেখানেই এই নতুন ব্র্যান্ড 5G স্মার্টফোন লঞ্চ করল মাত্র 5000 টাকায়! হ্যাঁ, এই কথা বিশ্বাস করা যথেষ্ট পরিমাণে কঠিন হলেও, এই দুর্দান্ত কাজ করে দেখিয়েছে নয়া স্মার্টফোন ব্র্যান্ড AI+ 5G Smartphone লঞ্চ হওয়ার সাথে সাথেই ভারতীয় টেক দুনিয়ায় পড়েছে আলোড়ন।
তাহলে চলুন, আর একদমই দেরি না করে প্রতিবেদন থেকেই জেনে নেওয়া যাক এই ব্র্যান্ড নিউ স্মার্টফোনের বিভিন্ন ফিচারস। সত্যি সত্যি এত কম দামে কিভাবে উন্নত ফিচারের সাথে এই স্মার্টফোনটি লঞ্চ হল? দৈনন্দিন জীবনে এই স্মার্টফোন ব্যবহারের জন্য ঠিক কতটা উপযোগী? এই সবকিছুই বিস্তারিত আলোচনা থাকতে আজকের প্রতিবেদনে।
কীভাবে এই নতুন ব্র্যান্ডের সূচনা?
এতদিন পর্যন্ত ভারতীয় মার্কেটে Realme ব্র্যান্ডের সঙ্গে সংযুক্ত ছিল এই AI+ ব্র্যান্ডটি। তবে এবারে এক নব সূচনার মাধ্যমে এই নতুন ব্রান্ড টি NxtQuantum Shift Technologies-এর সঙ্গে যৌথ উদ্যোগে ভারতীয় বাজারে অত্যন্ত স্বল্প মূল্যে 5G স্মার্টফোন লঞ্চ করল। কিছুদিন আগেই এই ব্র্যান্ডের অফিসের লোগো লঞ্চ করা হয়েছিল। তারপরেই এর সদ্য তৈরি AI+ 5G Smartphone এর স্পেসিফিকেশন এবং বিভিন্ন তথ্য প্রকাশ্যে এসেছে।
এই ব্র্যান্ড নিউ স্মার্টফোন লঞ্চের সম্ভাব্য সময়
জুন মাসেই AI+ 5G Smartphone লঞ্চ হতে চলেছে ভারতীয় মার্কেটে। আগামী 25শে জুন ভারতের মোবাইল মার্কেটে AI+ Nova সিরিজের তিনটি নতুন মডেল একসাথে লঞ্চ করা হবে বলে খবর রয়েছে। তবে এখনো পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে এই বিষয়ে অফিশিয়াল ঘোষণা করা হয়নি।
AI+ 5G Smartphone এর স্পেসিফিকেশন
মডেল | AI+ Nova 2 5G |
প্রসেসর | সম্ভাব্য মিডিয়াটেক Dimensity সিরিজের চিপসেট |
ডিসপ্লে | 6.5 ইঞ্চি HD+ ডিসপ্লে |
ফ্রন্ট ক্যামেরা | 8 মেগাপিক্সেল |
ব্যাটারি | 4500 mAh |
১) ক্যামেরা- AI+ Nova 2 5G স্মার্টফোনে থাকছে আকর্ষণীয় সার্কুলার ক্যামেরা মডিউল। এর পাশাপাশি এই মডিউলার যুক্ত রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যার মধ্যে একটি এলইডি ফ্ল্যাশও সংযুক্ত করা হয়েছে। এই ক্যামেরার উপরে লেখা রয়েছে “Matrix AI Camera”। অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় এই স্মার্ট ফোন যে দুর্দান্ত ফটোগ্রাফির সুযোগ করে দিচ্ছে ভারতীয় গ্রাহকদের, তা আর বলার অপেক্ষা রাখে না।
২) স্টোরেজ অপশন- এই নতুন স্মার্টফোনটি 6GB RAM এবং 128 GB স্টোরেজ অপশনের সঙ্গে লঞ্চ হতে চলেছে ভারতীয় বাজারে। পাশাপাশি এই স্মার্টফোনের ডুয়েল সিমের সাপোর্ট থাকবে এবং এত কম দামের মধ্যেও অন্যান্য একাধিক গুরুত্বপূর্ণ ফিচার থাকবে এই স্মার্টফোনে।
৩) অপারেটিং সিস্টেম- এই স্মার্টফোনে ব্র্যান্ডের নিজস্ব NxtQuantum OS অপারেটিং সিস্টেম সংযুক্ত করা হয়েছে।
দাম এবং স্পেসিফিকেশন প্রকাশ্যে আসতেই তৈরি হল আলোড়ন
আজকের দিনে দাঁড়িয়ে ভারতীয় বাজারে 5G স্মার্টফোনের রমরমা বেড়েই চলেছে। আর তার সাথে বেড়েছে এর আকাশ ছোঁয়া দাম। তবে সাধারণ ভারতীয় মানুষের ক্রয় ক্ষমতার আওতায় যাতে এই স্মার্ট ফোন আসতে পারে, তার জন্যই মাত্র 5000 টাকা থেকে 8000 টাকার মধ্যে লঞ্চ হতে চলেছে নতুন ব্র্যান্ড AI+ এর Nova সিরিজের 5G স্মার্টফোন। এত কম দামে 5G মডেল লঞ্চ করায় স্বাভাবিকভাবেই ভারতীয় টেক দুনিয়ায় আলোড়ন সৃষ্টি হয়েছে।
Read More: