মোদি দিচ্ছে HiTech Adhaar PVC Card! সুরক্ষিত আধার পেতে আবেদন সারুন অনলাইনে। সম্পূর্ণ জানুন আবেদন পদ্ধতি

By: Basu

On: April 13, 2025

Follow Us:

Adhaar PVC Card

বাড়িতে বসেই অর্ডার করুন Adhaar PVC Card! ভারতবর্ষের নাগরিকদের গুরুত্বপূর্ণ নথিপত্রের মধ্যে আধার কার্ড অন্যতম। বর্তমানে জন্মের পর থেকে বিভিন্ন জায়গায় নাম নথিভুক্ত করা থেকে শুরু করে প্রয়োজনীয় সমস্ত কাজের ক্ষেত্রেই প্রয়োজন হয় আধার কার্ড।

Whatsapp Channel Follow
Telegram Channel Join

তাই আধার কার্ডের পিভিসি কার্ডটি বাড়ি বাড়ি দিচ্ছে কেন্দ্রীয় সরকার। এই কার্ডের বিশেষত্ব হল- এটি ছোট আকার। এই পিভিসি কার্ড কিভাবে অর্ডার করবেন? জানতে হলে শেষ পর্যন্ত পড়ুন আজকের প্রতিবেদনটি।

আধার কার্ড পিভিসি

UIDAI বা আধার দপ্তরের পক্ষ থেকে ইতিমধ্যেই পিভিসি বা পলি ভিনাইল ক্লোরাইড কার্ড জনপ্রিয় হয়ে উঠেছে। এর মূল কারণ হলো এই কার্ডের বিশেষত্ব। আমরা সকলেই জানি, আধার কার্ডের মধ্যে আমাদের সবার গুরুত্বপূর্ণ তথ্যগুলি সংরক্ষিত রয়েছে। বর্তমান সময়ের যে কোন জায়গায় প্রয়োজন হতে পারে আধার কার্ডের। তাই এই কার্ড সঙ্গে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

পিভিসি কার্ড এর বৈশিষ্ট্য

এই কার্ডটি যেকোনো ব্যাংকের এটিএম কার্ড এর মতোই ছোট। যার ফলে এই আধার কার্ডটি সারাক্ষণ নিজের সঙ্গে নিয়ে যাতায়াত করা সহজ হবে।

কার্ডটি ছোট হওয়ার কারণে হারিয়ে যাওয়ার সম্ভাবনাও কম রয়েছে।

সাধারণ আধার কার্ডে একজন ব্যক্তির যাবতীয় ডিটেলস, অর্থাৎ- আধার নম্বর, জন্মের তারিখ, ব্যক্তির নাম ইত্যাদি উল্লেখ থাকে। এর কোনো রকম পরিবর্তন হবে না পিভিসি আধার কার্ডে।

কারা পিভিসি কার্ড পাবেন?

বর্তমানে নতুন করে যারা আধার কার্ডে আবেদন করছেন, তারা সরাসরি আধারের পিভিসি কার্ড পেয়ে যাবেন।

যে সমস্ত ব্যক্তির পুরনো আধার কার্ডে কিছু পরিবর্তন ঘটিয়ে নতুন আধার কার্ড অর্ডার করছেন তারাও কিন্তু এই পিভিসি কার্ডই পাবেন।

অপরদিকে আপনি যদি আধার গ্রাহক হয়ে থাকেন, তাহলেও আপনি আলাদা করে পিভিসি কার্ডের জন্য আবেদন জানাতে পারেন।

আবেদন পদ্ধতি

আধার পিভিসি কার্ডে আবেদন করার সাথে সাথেই আঁধার দপ্তর থেকে সরাসরি বাড়ির ঠিকানায় পাঠিয়ে দেওয়া হচ্ছে বিবিসি কার্ডটি। তাই নিজের বাড়িতে থেকেই নিজের মোবাইল ফোনের মাধ্যমে এখনই আবেদনটি সেরে ফেলতে পারেন। আবেদনের জন্য নিচে দেওয়া ধাপ গুলি ফলো করুন-

১) প্রথমে আপনার ফোন থেকে এম-আধার অ্যাপ ইনস্টল করুন এবং একটি ওপেন করুন।
২) নিজের আধার নম্বর এন্টার করে লগ-ইন করুন।
৩) আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে আসা ওটিপি ভেরিফাই করে ক্যাপচা কোড বসিয়ে দিন।
৪) অ্যাপের হোম স্ক্রিনে ‘অর্ডার পিভিসি আধার কার্ড’ -অপশনটি বেছে নিন। সরাসরি এই অপশন না পেলে সার্ভিসেস কিংবা আপডেট আধার বিভাগে গিয়ে উল্লেখিত অপশনটি খুঁজুন।
৫) আপনার আধার কার্ডের যাবতীয় তথ্যগুলি মিলিয়ে নিন।
৬) এরপর পরবর্তী ধাপে প্রবেশ করুন এবং পেমেন্ট করার অপশনে গিয়ে ৫০ টাকা পে করুন।
৭) পেমেন্ট সম্পূর্ণ হলে ইউজার একটি কনফারমেশন মেসেজ পাবেন। এর সঙ্গে একটি সার্ভিস রিকোয়েস্ট নম্বর পাবেন। এটির সাহায্যে আপনি আপনার পিভিসি কার্ড দিয়ে ট্র্যাক করতে পারবেন।

Shristy Base. WB Tathya সাইটের কন্টেন্ট রাইটার। বিগত ৩ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। বারাসাত বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment