AAI Apprentice Recruitment 2025: এয়ারপোর্টে প্রশিক্ষন দিয়ে চাকরি! অনলাইনে আবেদন চলছে।
AAI Apprentice Recruitment 2025: এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে শিক্ষানবিস পদে বেশ কিছু প্রার্থীদের নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংস্থার পক্ষ থেকে প্রকাশিত হয়েছে বিস্তারিত অফিসিয়াল বিজ্ঞপ্তি। ইচ্ছুক প্রার্থীরা এখানে যে কোন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করে থাকলেই আবেদন করতে পারবেন।
এর পাশাপাশি ডিপ্লোমা পাস যোগ্যতাতেও আবেদনের সুযোগ রয়েছে। কারা আবেদন করতে পারবেন? বেতন কত পাবেন? আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়া কী রয়েছে? সম্পূর্ণ তথ্য বিশদে জেনে এখন থেকেই আবেদন জানিয়ে ফেলতে পারবেন ইচ্ছুক প্রার্থীরা।
Important Dates
Application Started | 17/12/2024 |
Last date of application | 31/12/2024 |
পদের নাম
এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে Apprentice বা শিক্ষানবিশ পদে নিয়োগ করা হচ্ছে।
প্রশিক্ষনের মেয়াদ: মোট ১ বছরের প্রশিক্ষণ সময়সীমা থাকবে।
শূন্যপদ
সংস্থার পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে স্নাতক পাস যোগ্যতায় মোট ১৪ টি এবং ডিপ্লোমা যোগ্যতায় ১০টি অর্থাৎ সবমিলিয়ে মোট ২৪টি শুন্যপদ প্রকাশ করা হয়েছে।
গ্রাজুয়েট এপ্রেন্টিস
Post Name | Vacancy |
Graduate in Mechanical / Automobile | 02 |
Graduate in Electronic & Communication / Electronic & Instrumentation/EEE | 05 |
Graduate in Aeronautical / Aircraft Maintenance | 02 |
Graduate in B.Com/BA/BSC | 04 |
Graduate in Computer Science / IT | 01 |
Total Graduate Apprentice | 14 |
ডিপ্লোমা এপ্রেন্টিস
Post Name | Vacancy |
Diploma in Electrical | 01 |
Diploma in Electronic & Communication / Electronic & Instrumentation/EEE | 08 |
Diploma in Civil | 01 |
Total Diploma Apprentice | 10 |
Criteria of AAI Apprentice Recruitment 2025:
১) এক্ষেত্রে যে কোন বিষয়ে স্নাতক ডিগ্রি থাকলে চাকরিপ্রার্থীরা আবেদন জানাতে পারবেন। বিভিন্ন টেকনোলজিক্যাল ডিগ্রীর পাশাপাশি সাধারণ গ্র্যাজুয়েট হয়ে থাকলেও এখানে আবেদন জানানো যাবে।
Read More: ফুড কর্পোরেশনে ৩৩ হাজার পদে নিয়োগ হবে জানুয়ারিতে।
২) স্নাতক ডিগ্রি নেই অথচ কমিউনিকেশন, টেকনোলজি, ইলেকট্রিক্যাল বাই ইলেকট্রনিক্স ইত্যাদি বিষয়ে ডিপ্লোমা করা রয়েছে এমন ব্যক্তিরাও এখানে আবেদন জানাতে পারবেন।
৩) সর্বনিম্ন ২১ বছর থেকে সর্বচ্চ ২৭ বছর বয়স পর্যন্ত প্রার্থীরাই আবেদন জানানোর যোগ্য হবেন।
স্টাইপেন্ড
এই প্রশিক্ষণের সময়সীমায় স্নাতক শিক্ষার্থীদের প্রতি মাসে ১৫০০০ টাকা বেতন দেওয়া হবে, যেখানে সংস্থার পক্ষ থেকে ১০,৫০০/- টাকা এবং সরকারের পক্ষ থেকে ৪৫০০/- টাকা প্রদান করা হবে। অপরদিকে ডিপ্লোমা প্রার্থীরা প্রতিমাসে মোট ১২০০০ টাকা স্টাইপেন্ড পেয়ে যাবেন।
How to Apply for AAI Apprentice Recruitment 2025?
সম্পূর্ণ অনলাইন মাধ্যমে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট www.nats.education.gov.in এ গিয়ে নিজেদের আবেদন জানাতে হবে। আবেদনের সময় মনে করে প্রয়োজনীয় নথিপত্র গুলি আপলোড করে দিতে হবে। এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের থেকে কোনরকম আবেদন মূল্য ধার্য করা হয়নি।
নিয়োগ প্রক্রিয়া
প্রথমে আবেদনের ওপর ভিত্তি করে মেধা তালিকা প্রকাশ করা হবে এবং তারপর যোগ্য প্রার্থীদের ইন্টারভিউ ও ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ করা হবে।
Important Links
Official Website | Click Here |
AAI Apprentice Recruitment 2025 Notice | Download Pdf |