রাজ্যের প্রতিটি জেলায় আধার সুপারভাইজর নিয়োগ! উচ্চমাধ্যমিক পাশে— প্রতিমাসে ১৮,০০০ টাকা মাইনে।

By: WB Tathya

On: May 19, 2025

Follow Us:

আধার সুপারভাইজর নিয়োগ

Job Details

Job Salary:

Job Post:

Qualification:

Age Limit:

Exam Date:

Last Apply Date:

WhatsApp Join Now
Telegram Join Now

নমস্কার! আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, তোমরা যদি কেবল উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকো, তাহলে তোমাদের প্রত্যেকের জন্য সুখবর রয়েছে। কেন্দ্র সরকারের আধার কার্ড অফিসগুলোতে, আধার সুপারভাইজর (Supervisor) পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। এটা এমন একটা নিয়োগ যেখানে, নিয়োগ প্রক্রিয়াতে কোন পরীক্ষা হয় না। শুধু তাই নয়, এখানে কোন প্রকার ইন্টারভিউ হবে না।

নিয়োগের নামে মাত্র তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। তোমরা আবেদন করলে কোন পরীক্ষা হবে না, কোন ইন্টারভিউয়ের ঝামেলা থাকছে না। ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে গেলেই ফাইনাল মেরিট লিস্টে নিজেদের নাম পেয়ে যাবে।

এই নিয়োগ সারা ভারতজুড়ে

এই নিয়োগটা আমাদের ভারতবর্ষের আলাদা আলাদা প্রতিটা রাজ্যের, প্রতিটি জেলাতে আধার কার্ডের অফিসগুলোতে নিয়োগ করা হবে। অর্থাৎ, তোমরা যদি পশ্চিমবঙ্গের ক্যান্ডিডেট হও, আমাদের পশ্চিমবঙ্গের ২৩টা জেলার মধ্যে নিজের পছন্দের জেলায়, চাকরি নিতে পারবে আধার কার্ডের অফিসে। যারা ত্রিপুরার (Tripura) ক্যান্ডিডেট, যারা আসামের (Assam) ক্যান্ডিডেট, তোমরাও নিজ নিজ রাজ্যের জেলাতেই চাকরি নিতে পারবে।

বাস্তব নিয়োগ কি না – প্রমাণ

অনেকের মনে ডাউট হতে পারে— এটা কেমন নিয়োগ? এখানে পরীক্ষা হবে না, কোন ইন্টারভিউ হবে না? এটা কি আদৌ রিয়েল?

প্রথমে প্রমাণ দিয়ে বলে রাখি, এই নিয়োগের ফর্ম আবেদন অনেক আগে থেকে শুরু হয়ে গেছে। লাস্ট ডেট ৩১ মে ২০২৫। এই মাসে, অর্থাৎ মে মাসের ৩১ তারিখ লাস্ট ডেট। ফর্ম আবেদন সম্পূর্ণ ফ্রি। এক টাকাও আবেদন মূল্য লাগছে না। ফর্ম অ্যাপ্লাই করতে মাত্র ১–২ মিনিট সময় লাগবে।

আধার সুপারভাইজর পোস্টে কাজ কি?

এই পোস্টের কাজটা খুবই সাধারণ ও গুরুত্বপূর্ন। যেমন— তোমাদের আশেপাশে যদি কোন আধার কার্ড অফিস থাকে, সেখানে যখন নামের স্পেলিং মিস্টেক, ডেট অফ বার্থ ভুল, বা ছবি পরিবর্তন করতে যাও, তখন এই কাজটা যে করে তাকেই বলা হয় আধার সুপারভাইজর বা আধার অ্যাসোসিয়েট।

তোমরা বলতে পারো এটা একটা ক্লারিক্যাল পোস্ট। অফিসে বসে, কম্পিউটারের সামনে বসে কাজ করতে হবে। এছাড়াও ডিপার্টমেন্টের কিছু কিছু কাজ থাকে, যেটা এরা করে।

যোগ্যতা এবং বয়স সীমা

আবেদন করার যোগ্যতা: শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস থাকলেই আবেদনযোগ্য।

বয়স সীমা: সর্বনিম্ন ১৮ বছর। সর্বোচ্চ বয়স উল্লেখ করা হয়নি। তবে অনুমান করা যায় ৪০ বছর পর্যন্ত ধরে রাখা যেতে পারে।

বেতন কাঠামো (Salary)

বেতন: ১৮,০০০ টাকা থেকে শুরু করে ৮৪,০০০ টাকা পর্যন্ত। তোমরা মোটামুটি ধরে রাখতে পারো প্রথম মাস থেকেই ৩০,০০০ টাকা অ্যাপ্রক্স স্টার্টিং স্যালারি পেয়ে যাবে।

নিয়োগ প্রক্রিয়া (Selection Process)

এখানে তোমাদের কোন পরীক্ষা নেই, কোন ইন্টারভিউ নেই। শুধুমাত্র ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। তোমাদের সমস্ত প্রকার ডকুমেন্টস যাচাই হবে।

আবেদন কিভাবে করবে? (Application Process)

সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে এখানে আবেদন করা লাগবে। লাস্ট ডেট ৩১ মে ২০২৫। এপ্লিকেশন ফর্মে যা যা দিতে হবে-

  • Full Name
  • Mobile Number
  • Email ID
  • PAN Card Number (আবশ্যক)
  • Date of Birth
  • State Applied For
  • District Applied
  • Highest Qualification
  • Resident of State
  • Resident of District
  • Upload Resume (PDF format)
  • Gender

অবশ্যই মনে রাখবে- Aadhar Supervisor Certificate (Mandatory)

আধার সুপারভাইজর সার্টিফিকেট ছাড়া আবেদন করা যাবে না। সার্টিফিকেটের পাশে স্টার মার্ক আছে, মানে এটা ম্যান্ডেটরি। যদি জানতে চাও কীভাবে এই সার্টিফিকেট পাবে, তাহলে WB Tathya ইউটিউব চ্যানেলটি সাবসক্রাইব করে রাখো।। তাহলে ভিডিওতে পুরো প্রসেস দেখিয়ে দেব।

ফাইনাল সাবমিশন- সব ইনফরমেশন ফিল আপ করার পর ক্যাপচা কোড এন্টার করে Submit অপশনে ক্লিক করলেই ফর্ম সাবমিট হয়ে যাবে।

শেষ কথা

আশা করছি, ফর্ম এপ্লাই এর পুরো প্রসেস আমি তোমাদের বলতে পারলাম। এরপরেও যদি তোমাদের কোন প্রশ্ন থাকে, কমেন্ট বক্স খোলা আছে। কমেন্টে জানাতে ভুলবে না। চলো বন্ধুরা, আজ এখানেই শেষ করলাম। দেখা হবে নতুন কোন আপডেটের সাথে। জয় হিন্দ। বন্দে মাতরম।

WhatsApp Join Now
Telegram Join Now

WB Tathya-তে আমরা ৬ বছরের বেশি সময় ধরে বিনামূল্যে ও জেনুইন চাকরির আপডেট দিয়ে আসছি। আমাদের YouTube, Facebook, TelegramWhatsApp-এ পাবেন Work From Home চাকরি, প্রাইভেট চাকরি, ইন্টার্নশিপ এবং অনলাইন কাজের খবর, সবই নির্ভরযোগ্য! Contact us: contactwbtathya@gmail.com

x
Advertisements