আধার ইন্টার্নশিপ করো বাড়ি বসে। প্রতিমাসে ১৫,০০০/- টাকা স্টাইপেন্ড।

By: WB Tathya

On: May 27, 2025

Follow Us:

Aadhar Internship

Job Details

Job Salary:

Job Post:

Qualification:

Age Limit:

Exam Date:

Last Apply Date:

WhatsApp Join Now
Telegram Join Now

ভারত সরকারের আধার কার্ডের বিভিন্ন কাজ শিখে পরবর্তীকালে চাকরির দুর্দান্ত সুযোগ রয়েছে। এই কাজ শেখার জন্য কেন্দ্রীয় সরকারের তরফেই ইন্টার্নশিপ প্রকল্প শুরু করা হয়েছে।

ভারতবর্ষের আধার ইন্টার্নশিপে যুক্ত হয়ে, আধার কার্ডের বিভিন্ন কাজ যেমন- বায়োমেট্রিক স্ক্যান, ফেস স্ক্যান, বিভিন্ন নথি আপলোড করার পাশাপাশি একাধিক ব্যাক এন্ড কাজ শেখানো হয়। এই কাজ শিখে নিয়ে প্রতি মাসে ভালো অংকের রোজগার করাও সম্ভব।

কিন্তু এবার প্রশ্ন হচ্ছে, এই ইন্টার্নশিপ প্রকল্পে কিভাবে জয়েন করবেন? কোথায় আবেদন জানাতে হবে? কোন কোন যোগ্যতায় ইন্টার্নশিপটি করা যাবে? প্রতি মাসে কত স্টাইপেন্ড পাবেন? এই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর অবশ্যই পাবেন আজকের প্রতিবেদনে। তাই অবশ্যই শেষ পর্যন্ত প্রতিবেদনটি পড়ুন এবং Aadhar Internship সম্পর্কে বিস্তারিত জেনে নিন।

আধার ইন্টার্নশিপ কি?

কেন্দ্রীয় সরকারের তরফেই বাড়িতে বসে ইন্টার্নশিপ প্রকল্পের সুযোগ করে দেওয়া হচ্ছে। এর পাশাপাশি বিনামূল্যে ইন্টার্নশীপে যোগদান করে প্রতি মাসে মোটা অংকের স্টাইপেন্ড পাওয়ার সুযোগ থাকতে চাকরি প্রার্থীদের কাছে। কেন্দ্র সরকারের UIDAI অফিসিয়াল ওয়েবসাইট থেকেই অনলাইন মাধ্যমে এই প্রকল্পের জন্য আবেদন জানানো যাবে। ভারতবর্ষের যুবক-যুবতীরা যেকোনো রাজ্য থেকেই এই প্রকল্পে আবেদন জানাতে পারেন।

আবেদনের যোগ্যতা

১) এই ইন্টার্নশিপ প্রকল্পের আবেদন জানানোর জন্য ইচ্ছুক প্রার্থীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েট হতে হবে। এক্ষেত্র পূর্ববর্তী পরীক্ষায় ৬০ শতাংশ নম্বরের সাথে পাশ করলে তবেই এই প্রকল্পে আবেদন জানাতে পারবেন।

২) এছাড়াও ইঞ্জিনিয়ারিং কোর্সে যে সকল চাকরি প্রার্থীরা এডমিশন নিয়েছেন, তারা যদি থার্ড অথবা ফোর্থ সেমিস্টারের শিক্ষার্থী হয়ে থাকেন তবে আবেদন জানাতে পারবেন। এক্ষেত্রেও পূর্ববর্তী পরীক্ষায় অন্ততপক্ষে ৬০ শতাংশ নম্বর পেতে হবে।

৩) ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশ করে যে সমস্ত চাকরি প্রার্থীরা সবে মাত্র আন্ডারগ্রাজুয়েট কোর্সে ভর্তি হয়েছেন, তারাও এখানে আবেদন জানাতে পারবেন।

ইন্টার্নশিপ এর সময়সীমা

এখানে নূন্যতম ৬ সপ্তাহ থেকে ১২ মাস পর্যন্ত ইন্টার্নশিপ এর সুযোগ করে দেওয়া হচ্ছে। যদিও কোন ক্ষেত্রেই এই ১২ মাসের সময়সীমা বৃদ্ধি করানো হবে না বলে জানানো হয়েছে অফিশিয়াল বিজ্ঞপ্তিতে। ইন্টার্নশিপের শেষে অবশ্যই একটি গুরুত্বপূর্ণ সার্টিফিকেট পেয়ে যাবেন শিক্ষার্থীরা।

ইন্টার্নশিপের স্থান

UIDAI এর হেডকোয়ার্টার অথবা বিভিন্ন শহরের ছড়িয়ে থাকা এর অফিসে ইন্টার্নশিপের সুযোগ পেয়ে যাবেন চাকরিপ্রার্থীরা। এর পাশাপাশি রিমোট লোকেশন অর্থাৎ নিজেদের বাড়িতে বসেই ইন্টার্নশিপ করার সুযোগ থাকছে চাকরিপ্রার্থীদের কাছে। যদিও এক্ষেত্রে আবেদন জানিয়ে নির্বাচিত হওয়ার পর সরকারি মাধ্যমে চাকরিপ্রার্থীদের এই বিষয়ে জানিয়ে দেওয়া হবে।

মাসিক স্টাইপেন্ডের পরিমাণ

UIDAI এর তরফে টেকনিক্যাল, নন টেকনিক্যাল এবং অন্যান্য বিষয়ের উপর INTERNSHIP করানো হচ্ছে। এখানে নূন্যতম ১৫,০০০ টাকা থেকে সর্বোচ্চ ৪০,০০০ টাকা প্রতি মাসে টাইপের পাওয়ার সুযোগ রয়েছে নিযুক্ত প্রার্থীদের কাছে।

Aadhar Internship Stipend
Aadhar Internship Stipend

নিয়োগ পদ্ধতি

সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীকে বাছাই করা হবে। এক্ষেত্র দুটি মাধ্যমে ইন্টারভিউ প্রক্রিয়া আয়োজন করা হতে পারে- ১) বাড়িতে বসে ভিডিও কলের মাধ্যমে অথবা ২) ইন্টারভিউ এর কেন্দ্রে গিয়ে (কেন্দ্রের ঠিকানা জানিয়ে দেওয়া হবে)।

Aadhar Internship Application Form
Aadhar Internship Application Form

আবেদন পদ্ধতি

ইচ্ছুক প্রার্থীরা অনলাইন মাধ্যমেই UIDAI এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ‘ইন্টার্নশিপ ইন UIDAI’ অপশনটি বেছে নিতে হবে। এরপর সম্পূর্ণ অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে ভালোভাবে পড়ে নেবেন। সবশেষে আবেদন পত্রের সঙ্গে থাকা আবেদন পত্রটি প্রিন্ট করিয়ে হাতে-কলমে পূরণ করবেন এবং অফিসিয়াল ইমেইল আইডিতে প্রয়োজনীয় নথিপত্রের সঙ্গে পাঠিয়ে দিতে হবে।

WhatsApp Join Now
Telegram Join Now

WB Tathya-তে আমরা ৬ বছরের বেশি সময় ধরে বিনামূল্যে ও জেনুইন চাকরির আপডেট দিয়ে আসছি। আমাদের YouTube, Facebook, TelegramWhatsApp-এ পাবেন Work From Home চাকরি, প্রাইভেট চাকরি, ইন্টার্নশিপ এবং অনলাইন কাজের খবর, সবই নির্ভরযোগ্য! Contact us: contactwbtathya@gmail.com

x
Advertisements