NRC না করালে, বাতিল হবে আধার কার্ড! বড় ঘোষণা কেন্দ্রের।
সম্প্রতি এক মন্ত্রিসভার বৈঠকের পর রাজ্যের মুখ্যমন্ত্রী স্পষ্ট রূপে জানিয়ে দিয়েছেন যে National Register of Citizens বা এক কথায় NRC তে যে সমস্ত ব্যক্তিরা এখনো পর্যন্ত আবেদন জানাননি তাদের ক্ষেত্রে আর মঞ্জুর করা হবে না আধার কার্ডের আবেদন।

NRC-আবেদন না থাকলে বাতিল হবে আধার কার্ড! সম্প্রতি আধার কার্ড নিয়ে কড়া পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। সম্প্রতি সময়ে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গ রাজ্যের অনুপ্রবেশকারীদের সংখ্যা বেড়েই চলেছে। এর পাশাপাশি প্রায় সকলেই আবেদন জানাচ্ছেন আধার কার্ডের জন্য।
তবে যে কোন ব্যক্তিকে ভারতবর্ষের আধার কার্ড গ্রাহক হিসাবে পরিচয় প্রদান করতে নারাজ কেন্দ্র থেকে রাজ্য। তাই এই বিষয়ে কড়া পদক্ষেপ গ্রহণ করা হতে চলেছে সরকারের পক্ষ থেকে। বিশদে জানার জন্য অবশ্যই পড়ে নিন আজকের প্রতিবেদন।
সম্প্রতি এক মন্ত্রিসভার বৈঠকের পর রাজ্যের মুখ্যমন্ত্রী স্পষ্ট রূপে জানিয়ে দিয়েছেন যে National Register of Citizens বা এক কথায় NRC তে যে সমস্ত ব্যক্তিরা এখনো পর্যন্ত আবেদন জানাননি তাদের ক্ষেত্রে আর মঞ্জুর করা হবে না আধার কার্ডের আবেদন। একমাত্র NRC র অন্তর্ভুক্ত ব্যক্তিরাই পাবেন তাদের আধার কার্ড।
মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী বাংলাদেশ থেকে বিপুল পরিমানে প্রবেশ রুখতেই এমন সিদ্ধান্ত রাজ্য সরকারের। সরকারের নথি অনুযায়ী বিগত বেশ কয়েক মাসে বিপুল পরিমাণ বাংলাদেশী অনুপ্রবেশকারীদের গ্রেফতার করা হয়েছে ভারতের সেনাবাহিনী এবং পুলিশ বাহিনী দ্বারা। এই বিষয় নিয়ে ইতিমধ্যেই কড়া পদক্ষেপ গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
এই প্রসঙ্গেই আধার কার্ডের ব্যবস্থাকে আরো কঠোর থেকে কঠোরতম করার চিন্তাভাবনা করা হয়েছে। এর পাশাপাশি প্রতিটি জেলায় আধার ভেরিফিকেশন করা হবে বলেও জানানো হয়েছে। এই কাজের জন্য রাজ্যের প্রত্যেকটি জেলায় একজন করে অতিরিক্ত জেলাশাসক নিয়োজিত করা হবে।
সরকারের নিয়ম বলছে আগামী দিনে আধার কার্ডের আবেদন পত্র জমা পড়লে UIDAI দ্বারা সেই আবেদনপত্র বিচার করে দেখা হবে। রাজ্য সরকার প্রতিটি আবেদনকারীর ডিটেলস ভালোভাবে বিবেচনা করবেন এবং সেই আবেদনকারী ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন অর্থাৎ NRC তে আবেদন করেছিলেন কিনা সেই বিষয়টিও খতিয়ে দেখা হবে।
সরকারের সূত্র থেকে জানানো হচ্ছে, যে সমস্ত ব্যক্তিরা NRC তে আবেদন জানাবেন না তাদের আধার আবেদন তৎক্ষণাৎ বাতিল করা হবে। রাজ্য সরকারের যাচাই করনের পর সেই তথ্য পাঠানো হবে কেন্দ্রীয় সরকারের কাছে এবং এই বিষয়ে কঠোরতা জারি রাখার জন্য আঞ্চলিক স্তরে সার্কেল অফিসারের দ্বারা সমস্ত তথ্য ভালোভাবে যাচাই করন হবে। সমস্ত তথ্য সঠিকভাবে মিলে গেলে এবং আবেদনকারীর ঠিকঠাক NRC আবেদন থাকলে তবেই সরকারের পক্ষ থেকে আধার কার্ডের আবেদন মঞ্জুর করা হবে।