Online Income 2025: ঘরে বসে হোয়াটস্যাপ ব্যবহার করে, প্রচুর টাকা আয়! রইল সেরা ৬টি উপায়!

By: WB Tathya

On: June 16, 2025

Follow Us:

Online Income 2025

Job Details

Job Salary:

Job Post:

Qualification:

Age Limit:

Exam Date:

Last Apply Date:

WhatsApp Join Now
Telegram Join Now

Online Income 2025: বর্তমান সময়ে ইন্টারনেট মানুষের জীবনে যুগান্তকারী পরিবর্তন এনে দিয়েছে। আজকের দিনে দাড়িয়ে রোজগার করার জন্য আর গতানুগতিক পদ্ধতি অবলম্বন করে কাঁধে ব্যাগ নিয়ে অফিস যেতে হয় না। বাড়িতে বসেই বাড়ির গৃহবধূ থেকে শুরু করে স্কুল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীরা অনলাইন মাধ্যমে বিভিন্নভাবে রোজগার করতে পারছেন।

এমনকি বর্তমানে শুধুমাত্র নিজের হাতের মোবাইল ফোনটি ব্যবহার করে হোয়াটসঅ্যাপের মাধ্যমেই একাধিক পদ্ধতিতে রোজগার করা যায়। ছোটখাটো ব্যবসা থেকে শুরু করে অনলাইন পরিষেবা প্রদান সবকিছুই করতে পারবেন হোয়াটসঅ্যাপের সাহায্যে (Online Income 2025)। আর এই সমস্ত কাজের বিনিময়ে প্রচুর টাকা মাস গেলে রোজগার করার সুযোগ থাকছে আপনাদের কাছে।

Online Income 2025
Online Income 2025 Via Whatsapp

তাই আর দেরি কিসের? আজকের প্রতিবেদনের মাধ্যমে আমরা whatsapp এর মাধ্যমে রোজগার করার মোট ৬টি গুরুত্বপূর্ণ উপায় সম্পর্কে আলোচনা করতে চলেছি। ঘরে বসে মোবাইল ফোনের সাহায্যে রোজগার করার এই অভিনব পদ্ধতিগুলি জেনে নিতে চাইলে অবশ্যই শেষ পর্যন্ত পড়ুন আজকের প্রতিবেদনটি।

প্রোডাক্ট রিসেলিং বা ডাইরেক্ট প্রোডাক্ট সেলিং (Product Selling)

নিজের দোকান বা ব্যাবসার কোন জিনিসপত্র অনলাইন মাধ্যমে প্রচার করে বিক্রি করার অন্যতম মাধ্যম হলো Whatsapp । এর পাশাপাশি অন্য কারোর জিনিস রিসালিন করার ক্ষেত্রেও Whatsapp কে আপনার হাতিয়ার বানিয়ে নিতে পারেন। Whatsapp বিজনেস অ্যাপ এর মাধ্যমে অনলাইন মাধ্যমেই বিভিন্ন প্রোডাক্ট যেমন- কুটির শিল্পের মত জিনিসপত্র কিংবা নিজের ব্যবসার যিনি সব ছবি শেয়ার করে গ্রাহকদের আকৃষ্ট করতে পারেন।

অ্যাফিলিয়েট লিংক শেয়ারিং (Affiliate Link Sharing)

বিভিন্ন ই-কমার্স সাইট যেমন আমাজন বা ফ্লিপকার্টের মত কোম্পানি অনেক সময়েই তাদের বিভিন্ন প্রোডাক্ট সেল করার জন্য কমিশন দিয়ে থাকে সাধারণ মানুষকে। এর ক্ষেত্রে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং (Affiliate Marketing) বা এক কথায় অন্যান্য ই-কমার্স সাইটের জিনিসপত্রের লিংক অনলাইনে Whatsapp-এর মাধ্যমে শেয়ার করে বিক্রি করতে পারলে প্রতি মাসে সেই কোম্পানির বিক্রি করা প্রোডাক্ট এর ওপর একটি কমিশন রোজগার করে নিতে পারবেন।

বিজ্ঞাপন বা সার্ভিসের প্রচার

ধরুন আপনি বাড়িতে প্রাইভেট টিউশন পড়ান অথবা কোন বিষয়ের কোচিং রয়েছে আপনার। সেই কোচিং বা টিউশন এর জন্য Whatsapp এর মাধ্যমে আপনি বিজ্ঞাপন শেয়ার করতে পারেন। এর ফলে ছাত্রছাত্রীরা যারা সেই বিষয় নিয়ে আগ্রহী রয়েছেন, তারা সরাসরি আপনার সঙ্গে যোগাযোগ করে অনলাইনে বা অফলাইনে আপনার কোচিং পরিষেবা নিতে আগ্রহী হবে। এসেছে আপনি অন্য কারোর ব্যাচের প্রমোশন করেও কমিশন রোজগার করতে পারেন।

ডিজিটাল সার্ভিস (Digital Service)

বর্তমানে অনেকেই Whatsapp এর মাধ্যমেই যোগাযোগ করে বিভিন্ন ডিজিটাল সার্ভিস প্রদান করে থাকে। অর্থাৎ এক্ষেত্রে আপনি বাড়িতে বসে কন্টেনট রাইটিং, ভিডিও এডিটিং কিংবা গ্রাফিক্স ডিজাইন এর মত ডিজিটাল কাজ গুলি করে ক্লায়েন্ট এর কাছে পাঠাতে পারেন। এছাড়াও Whatsapp এর মাধ্যমে বিজ্ঞাপন দিয়েও বিভিন্ন ক্লায়েন্টের দৃষ্টি আকর্ষণ করা যেতে পারে।

Youtube বা Facebook পেজের প্রমোশন

বর্তমানে ইউটিউব বা ফেসবুক পেজের মাধ্যমে বিপুল সংখ্যক মানুষ বাড়িতে বসেই প্রচুর টাকা রোজগার করছেন। আপনিও যদি তাদের মধ্যে একজন হয়ে থাকেন তাহলে হোয়াটসঅ্যাপের মাধ্যমেই আপনার ইউটিউব বা ফেসবুক পেজের প্রমোশন করা যেতে পারে। অথবা আপনি অন্য কারোর Youtube বা Facebook পেজের প্রমোশন করে কমিশন নিতে পারেন।

Paid Whatsapp Class

বর্তমান সময়ে অনলাইন ক্লাসের জনপ্রিয়তা বিপুল পরিমাণে বৃদ্ধি পেয়েছে। প্রয়োজনে Whatsapp Channel Whatsapp পেজের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের অনলাইনেই বিভিন্ন ক্লাস করাতে পারেন। এর ফলে ছাত্রছাত্রীরা আপনাকে প্রাইভেট টিউশনের মতই প্রতিমাসে একটি বেতন দেবে।

পাশাপাশি পেইড গ্রুপ খুললে সেক্ষেত্রে গ্রুপে জয়েন হওয়ার জন্য প্রতিমাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা পে করতে হবে। সেখান থেকেও বাড়িতে বসেই রোজগার করা সম্ভব। তবে এক্ষেত্রে আপনাকে হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে নিয়মিত ক্লাস করাতে হবে তবে আপনার গ্রুপের জনপ্রিয়তা বৃদ্ধি পাবে।

বর্তমানে হোয়াটসঅ্যাপ শুধুমাত্র কমিউনিকেশনের একটি মাধ্যম নয়, বরং অনলাইন মাধ্যমে ঘরে বসে রোজগারের একটি অনবদ্য অপশন হয়ে উঠেছে। আপনিও যদি বাড়িতে বসে বিপুলসংখ্যক রোজগার প্রতি মাসে করতে চান তাহলে অবশ্যই Whatsapp এর সাহায্যে উপরে উল্লেখিত যে কোন একটি বিকল্প বেছে নিয়ে রোজগার শুরু করতে পারেন।

Read More:

WhatsApp Join Now
Telegram Join Now

WB Tathya-তে আমরা ৬ বছরের বেশি সময় ধরে বিনামূল্যে ও জেনুইন চাকরির আপডেট দিয়ে আসছি। আমাদের YouTube, Facebook, TelegramWhatsApp-এ পাবেন Work From Home চাকরি, প্রাইভেট চাকরি, ইন্টার্নশিপ এবং অনলাইন কাজের খবর, সবই নির্ভরযোগ্য! Contact us: contactwbtathya@gmail.com

Leave a Comment

x
Advertisements