SBI Home Loan Offer: হোম লোন এর ক্ষেত্রে দুর্দান্ত অফার দিচ্ছে স্টেট ব্যাঙ্ক, জেনে নিন সস্তা EMI প্ল্যান

By: Basu

On: June 2, 2025

Follow Us:

SBI Home Loan Offer

Job Details

Job Salary:

Job Post:

Qualification:

Age Limit:

Exam Date:

Last Apply Date:

SBI Home Loan Offer: আজকের দিনে দাঁড়িয়ে, নিজের একটি সুন্দর বাড়ি তৈরি করার স্বপ্ন থাকে প্রায় সবারই। তবে বাড়ি তৈরীর লোনের ক্ষেত্রে প্রচুর পরিমাণে ইন্টারেস্ট বা সুদের হার থাকায় পিছিয়ে যেতে হয় সাধারণ মধ্যবিত্ত পরিবারগুলিকে। কিন্তু এবার আপনি যদি নিজের স্বপ্নের বাড়িটি নিজের টাকায় তৈরি করে নিতে চান, তাহলে ভারতের বৃহত্তম ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফে অত্যন্ত কম সুদে দুর্দান্ত হোম লোনের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে।

Whatsapp Channel Join
Telegram Channel Join

বাড়ি তৈরির জন্য এই দুর্দান্ত হোম লোন সম্পর্কে বিস্তারিত আলোচনা রইলো আজকের প্রতিবেদনে। আপনি যদি এই বিষয়ে আগ্রহী হয়ে থাকেন, তাহলে অবশ্যই শেষ পর্যন্ত পড়ুন এই প্রতিবেদনটি।

SBI Home Loan Offer 2025

অনেক সময়ই দেখা গিয়েছে, দেশের মধ্যবিত্ত পরিবারগুলি অনেক কষ্ট করে ভাড়া বাড়িতে জীবন যাপন করলেও বাড়ি বানাতে সক্ষম হন না। অথচ দেশের প্রায় প্রতিটি ব্যাংকেই হোম লোনের ব্যবস্থা রয়েছে। আসলে বেশিরভাগ ক্ষেত্রেই চড়া সুদের কারণে স্বপ্ন থাকলেও সেই স্বপ্ন পূরণ করার সহজ থাকে না মধ্যবিত্ত পরিবারগুলির। তবে এবারে সকলের জন্যই দুর্দান্ত হোম লোন স্কিম নিয়ে এসেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

Read More: অনলাইনে টিউশন পড়িয়ে ঘন্টায় ১০০০ টাকা পর্যন্ত রোজগার করুন, আবেদন পদ্ধতি জেনে নিন!

এই হোম লোনের মাধ্যমে মাত্র ৮% থেকে ৯% -এর মধ্যে সুদের হার থাকছে গ্রাহকদের জন্য। হ্যাঁ ঠিকই শুনছেন, SBI তাদের দুর্দান্ত হোম লোন স্কিমের প্রতি বছরের সুদ নির্ধারণ করেছে মাত্র ৮% থেকে ৮.৯৫% -র মধ্যে। অপরদিকে এই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে টপ-আপ লোন নিলে প্রতি বছরের সুদের হার হবে ৮.৩০% থেকে ১০.৮০%।

লোন নিলে কত EMI দিতে হবে (SBI Home Loan Offer)?

ধরুন, আপনি আপনার স্বপ্নের বাড়িটি তৈরি করার জন্য SBI থেকে ৩০ লক্ষ টাকার হোম লোন (SBI Home Loan Offer) নিলেন ২০ বছরের জন্য। অর্থাৎ আগামী ২০ বছরের মধ্যে আপনাকে এই ৩০ লক্ষ টাকা হোম লোন পরিশোধ করে দিতে হবে স্টেট ব্যাংককে। এবার এসবিআই এর হোম লোনের স্কিম অনুসারে প্রতিবছরে এই টাকার উপর আপনাকে ৮% সুদ দিতে হবে। ফলে ২০ বছরের প্রতি মাসে EMI হিসেবে পড়বে ২৫,০৯৩ টাকা। অপরদিকে আপনি যদি প্রতিবছর ৮.৯৫% সুদের হারে ২০ বছরের জন্য ৩০ লাখ টাকার হোম লোন নেন, তাহলে প্রতিমাসে EMI এর পরিমাণ হবে ২৬,৮৯৫ টাকা।

SBI হোম লোনে সুদের হিসাব

এবার অনেকেরই মনে প্রশ্ন আসতে পারে, ৮% আরে বার্ষিক সুদ মানে ২০ বছরে মোট কত সুদ দিতে হবে? হিসাব অনুসারে প্রতিমাসে ২৫,০৯৩ টাকা EMI মানে বছরে ৩,০১,১১৬ টাকা ফেরত দিতে হচ্ছে ব্যাংকে। এই সমান হারে ২০ বছরে আপনাকে মোট ৬০,২২,৩৩২ টাকা পরিশোধ করতে হবে। অর্থাৎ ৩০ লক্ষ টাকার লোনের উপর ২০ বছরে মোট সুদের পরিমাণ হবে ৩০,২২,৩৩২ টাকা।

Shristy Base. WB Tathya সাইটের কন্টেন্ট রাইটার। বিগত ৩ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। বারাসাত বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment