নমস্কার! তোমাদের জন্য একটি দারুণ সুখবর – ডি.ডি.সি.আই.এল (Dairy Development Corporation of India Ltd) এর তরফ থেকে সম্পূর্ণ সরকারিভাবে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে। মোট শূন্যপদ ৬৩০০টি।
এর ফর্ম ফিলাপ শুরু হয়েছে আজ থেকেই, এবং আবেদন সম্পূর্ণ অনলাইনে করা যাবে। যে কোনো শিক্ষাগত যোগ্যতায় – অষ্টম পাস, মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন – আবেদন করা যাবে।
পোস্ট ও বেতনের বিবরণ
নিয়োগ করা হচ্ছে বিভিন্ন পোস্টে যেমন – পিওন, এমটিএস, ক্লার্ক, ম্যানেজার ইত্যাদি। অর্থাৎ, একদম লোয়ার লেভেল থেকে হায়ার লেভেল পর্যন্ত নিয়োগ হবে এবং সব পোস্ট পারমানেন্ট।
বেতন থাকবে ₹29,200 থেকে ₹92,300 এর মধ্যে। অফিশিয়াল নোটিফিকেশনও রিলিজ হয়েছে।
কিছু গুরুত্বপূর্ণ পোস্ট ও যোগ্যতা
- ইলেকট্রিশিয়ান – বেতন ₹18,000 থেকে ₹56,900
- এমটিএস – মাধ্যমিক পাস।
- গার্ড / পিওন / ড্রাইভার / হেলপার – অষ্টম পাস (ড্রাইভারের ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স লাগবে)।
- ল্যাব এটেন্ডেন্ট – ইন্টারমিডিয়েট (সায়েন্স ব্যাকগ্রাউন্ড)।
- স্টোর সুপারভাইজার, অ্যাপ্রেন্টিস, ট্রেনি অফিসার, ফিল্ড অফিসার – মাধ্যমিক পাস।
- মিল্ক সেন্টার ম্যানেজার, ক্লার্ক, অ্যাসিস্টেন্ট সেলস ম্যানেজার, সেলস ম্যানেজার, তহসিল ম্যানেজার – উচ্চ মাধ্যমিক পাস।
- কম্পিউটার অপারেটর – ইন্টারমিডিয়েট + কম্পিউটার ডিপ্লোমা।
- একাউন্টেন্ট – গ্রাজুয়েশন (BCom)।
- ডিস্ট্রিক্ট / ডিভিশনাল / এক্সিকিউটিভ / মার্কেটিং / রিজিওনাল ম্যানেজার – গ্রাজুয়েশন।
- প্রজেক্ট ম্যানেজার – গ্রাজুয়েশন + পোস্ট গ্রাজুয়েশন।
অভিজ্ঞতা ও নিয়োগ প্রক্রিয়া
ম্যানেজার লেভেলের পোস্টে অভিজ্ঞতা প্রয়োজন – এক বছর, দুই বছর, তিন বছর, পাঁচ বছর ইত্যাদি। তবে অ্যাসিস্টেন্ট সেলস ম্যানেজার থেকে ইলেকট্রিশিয়ান পোস্ট পর্যন্ত কোনও অভিজ্ঞতা দরকার নেই।
ভারতের যেকোনো রাজ্য বা জেলা থেকে আবেদন করা যাবে।
বয়সসীমা ও রিলাক্সেশন
- সর্বোচ্চ বয়স – ৪৫ বছর।
- এসসি/এসটি – ৫ বছর ছাড় (মানে ৫০ বছর পর্যন্ত)।
- ওবিসি – ৩ বছর ছাড় (মানে ৪৮ বছর পর্যন্ত)।
- বয়স গণনার তারিখ – ৩১ মার্চ, ২০২৫।
আবেদন পদ্ধতি ও ইন্টারভিউ
নিয়োগ রিটেন এক্সাম ছাড়া হবে – শুধুমাত্র শর্টলিস্টিং + ইন্টারভিউ এর মাধ্যমে।
যেকোন একটি পোস্টের জন্য আবেদন করা যাবে। একাধিক পোস্টে আবেদন করলে তা রিজেক্ট হয়ে যাবে।
আবেদন মূল্য
- SC/ST/OBC/EWS – ₹390
- General – ₹675
প্রয়োজনীয় ডকুমেন্টস
- আধার কার্ড / ভোটার কার্ড / রেশন কার্ড
- ফটো ও সিগনেচার
ফর্ম ফিলাপের ধাপসমূহ
- অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এই পোর্টালে গিয়ে- https://www.ddcil.org.in/
- Apply Link এ ক্লিক করে ফর্ম ওপেন করো
- পার্সোনাল ডিটেলস ইনপুট – নাম, বাবার নাম, মায়ের নাম, DOB, জেন্ডার, ক্যাটাগরি, রিলিজিয়ন, পার্মানেন্ট ও বর্তমান ঠিকানা
- মেইল আইডি, মোবাইল নাম্বার, আধার নাম্বার (প্যান নম্বর ঐচ্ছিক)
- একাডেমিক কোয়ালিফিকেশন – শ্রেণি, স্কুল, বোর্ড, পার্সেন্টেজ, পাশের বছর
- গ্রাজুয়েশন থাকলে – কোর্স, স্পেশালাইজেশন, পার্সেন্ট, ফুলটাইম/পার্টটাইম/করেসপন্ডেন্স
- এক্সপেরিয়েন্স ডিটেলস (না থাকলে No সিলেক্ট করো)
- ডকুমেন্ট আপলোড – ফটো ও সিগনেচার
- ফর্ম সাবমিট করো
অফিসিয়াল সাইট ও সতর্কবার্তা
এই নিয়োগ ডেয়রি ডেভেলপমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (DDCIL) এর তরফ থেকে করা হচ্ছে এবং সম্পূর্ণ পারমানেন্ট পোস্ট। সেভেন সিপিসি (7th CPC) অনুযায়ী বেতন নির্ধারিত।
আবেদনের আগে অবশ্যই ভালোভাবে যাচাই করে নেবে, যাচাই না করে কখনোই আবেদন কোরো না। আবেদনের শেষ তারিখ – ২৪ মে ২০২৫।