অনলাইনে টিউশন পড়ানোর, সেরা ৮টা ওয়েবসাইট! বাড়ি বসে পড়িয়ে, মাসে ৫০ হাজার আয়।

By: WB Tathya

On: May 18, 2025

Follow Us:

অনলাইনে টিউশন পড়ানো

Job Details

Job Salary:

Job Post:

Qualification:

Age Limit:

Exam Date:

Last Apply Date:

যদি তুমি পড়াশোনায় ভালো হও, আর কখনও এটা মনে হয়েছিল যে- তুমি শিশুদের বা ছাত্রদের পড়াতে পারো, তাহলে এই যুগে এটা সম্ভব। এর জন্য তোমাকে শুধু স্কুলের শিক্ষক হতে হবে এমন কোনও বাধ্যবাধকতা নেই। এখন সময় অনেক পরিবর্তিত হয়েছে, পড়ানো মানে শুধু স্কুলে শিক্ষক হওয়া নয়।

Whatsapp Channel Join
Telegram Channel Join

অনলাইনে টিউশন দেওয়া, ইউটিউব চ্যানেল (YouTube channel) চালানো সহ আরও অনেক উপায় এসেছে যার মাধ্যমে তুমি তোমার একাডেমিক জ্ঞান ব্যবহার করে পার্টটাইম শিক্ষক বা বিষয়ভিত্তিক এক্সপার্ট (Subject Matter Expert) হিসেবে কাজ করতে পারবে। কারন আজকাল প্রত্যেকের কিছু না কিছু শেখার আগ্রহ থাকে।

Overview

অ্যাকাডেমিক্স (Academics) ছাড়া তুমি গিটার বাজাতে পারো, নাচতে পারো, কোনো সফটওয়্যার (Software) ব্যবহার করতে পারো বা আলাদা কোনো ধরনের রান্না করতে পারো। প্রতিটা কাজ তুমি অন্যদের শিখিয়ে দিতে পারো। তোমার ট্যালেন্ট ব্যবহার করে, আয় করতে পারো।

আমি তোমাকে এমন কিছু প্ল্যাটফর্ম (Platform) সম্পর্কে জানাবো যেখানে তুমি অ্যাকাডেমিক্সের পাশাপাশি নন-অ্যাকাডেমিক ফিল্ডেও (Non-Academic Field) তোমার ট্যালেন্ট ইউজ করে সাইড ইনকাম (Side Income) করতে পারবে। প্রায় সবগুলো প্ল্যাটফর্মে, যেগুলো আমি বলব, সেখানে তুমি মিনিমাম ₹১৫০,০০/- টাকা প্রতিমাসে ইনকাম করতে পারবে।

Superprof

Find the Perfect Teacher—ইংরাজি, ম্যাথ, পার্সনাল ট্রেইনার, যোগা, বাংলা, ফিজিক্স—অনেক রকম বিষয়ের টিচার হতে পারো এখানে। প্রতি টিচারের চার্জ থাকে ২০০০/-, ১৫০০/-, ৮৫০/-, ৯৫০/-, ২০০০/- টাকার মধ্যে। আর অনেকের রিভিউও আছে।

Website- https://www.superprof.co.in/

Course Hero

এরপর দ্বিতীয় ওয়েবসাইটটা হলো Hero—Earn Money as an Online Teacher and Help Over 20 Million Students। তুমি মাসে $১৫০০ ডলার (Dollar) পর্যন্ত আয় করতে পারো। চারটি ধাপ ফলো করলেই তুমি কোর্স হিরোতে টিচার হতে পারো। এখানে পঞ্চাশটারও বেশি সাবজেক্ট আছে তোমার জন্য। এখানে তুমি অনলাইন টিউটর হিসেবে কোর্স ইন্সট্রাকটর (Course Instructor) বা ডাউট সলভার (Doubt Solver) হিসেবেও কাজ করতে পারো।

Website- https://www.coursehero.com/

Vedantu

এরপর আসে আমাদের ভারতের অন্যতম শীর্ষ অনলাইন টিউটিং প্ল্যাটফর্ম (Online Tutoring Platform), যার নাম ‘বেদান্তু’। বেদান্তুতে আবেদন করতে হলে তোমাকে প্রতিদিন কমপক্ষে চার ঘণ্টা সময় দিতে হবে। আর সেই চার ঘণ্টা শুরু করতে পারবে দুপুর ২টার পর থেকে। কারণ দুপুর ২টো পর্যন্ত বেশিরভাগ স্টুডেন্ট স্কুলে থাকে। এটা বেদান্তুর ওয়েবসাইটে স্পষ্ট লেখা আছে।

ইনকাম- মাসে কমপক্ষে ২৫,০০০/- টাকা রোজগার করার সুযোগ আছে, দিনে চার ঘণ্টা কাজ করলেই। এখনে এমন লোকেরাও আছে যারা প্রতিমাসে ৭৫,০০০/- টাকাও আয় করছে।

নিয়োগ প্রক্রিয়া– এখানে প্রথমে তোমাকে একটা অনলাইন অ্যাসেসমেন্ট (Online Assessment) দিতে হবে। তারপর, একটা টিচিং ডেমো (Teaching Demo Video) দিতে হবে। তোমার একটা ভিডিও বানাতে হবে, যেখানে তুমি স্টুডেন্টদের পড়াচ্ছো। এই ডেমো ভিডিওটা খুব ভালোভাবে বানাতে হবে। ইউটিউবে সার্চ করলে, অনেক ডেমো ভিডিও পেয়ে যাবে।

Website- https://www.vedantu.com/

Physics Wallah

পরবর্তী ওয়েবসাইট আসলে আমাদের ফিজিক্সের জন্য। এটা এখনো পর্যন্ত ভারতের একটা ইউনিকর্ন অনলাইন টিউটিং প্ল্যাটফর্ম (Unicorn Online Tutoring Platform)। তাদের অনেক ইউটিউব চ্যানেল থেকে শুরু করে কম্পিটিটিভ এক্সাম পর্যন্ত অনেক কিছু আছে। এই কোম্পানি স্টুডেন্টদের পড়াশোনায় সাহায্য করে। তুমি এখানে তাদের Linkedin প্রোফাইল থেকে তোমার জন্য যেটা সুবিধাজনক মনে হয়, সেটা অ্যাপ্লাই করতে পারো।

Linkedin Profile Link- https://in.linkedin.com/company/physicswallah/jobs

Cuemath

এরপর আছে Cue Math। যদি তুমি অংক ভালো জেনে থাকো, তাহলে তোমাকে অবশ্যই কিউ ম্যাথ ট্রাই করতে হবে। আমার নিজের অ্যাপার্টমেন্টে একজন মহিলা কিউ ম্যাথের ক্লাস নিতে শুরু করেছে এবং তিন ঘণ্টা করে দিনে সময় দিয়ে ও খুব ভালো আয় করছে। পার্টটাইম কাজ করেও বাড়ি থেকে ফুলটাইম ইনকাম হচ্ছে। এখান থেকে রিমোট ক্লাস (Remote Class) নিতে হবে, দিনে চার থেকে পাঁচ ঘণ্টা।

এখানে বিশ্বের বিভিন্ন জায়গার শিক্ষার্থীরা গ্রেড টু থেকে টুয়েলভ পর্যায়ের ম্যাথ শেখে। অনলাইনে যদি দেখো, এদের অনেক স্টুডেন্ট আছে। এরা ২০টারও বেশি দেশে আছে, আর এদের ১০,০০০ এর বেশি শিক্ষক আছে। তাই তুমি যদি অঙ্কে এক্সপার্ট হও, তো চেষ্টা করো কিউ ম্যাথে পড়ানোর।

Website- https://www.cuemath.com/

Guru Shikshaedu

এরপর যে প্ল্যাটফর্ম আছে তা হল গুরু শিক্ষা। এখানে শুরু থেকে এক্সপেরিয়েন্সড লেভেল শিক্ষক সবাই কাজ পায় এবং সব বিষয়েই শিক্ষক পাওয়া যায়। এই ওয়েবসাইটে SSC, CBSE, ICSE বোর্ডের ছাত্রছাত্রীদের পড়ানো হয়ে থাকে।

Website- https://gurushikshaedu.com/

Bhanzu

পরের কোম্পানিটা আমাদের কাছে Bhanzu নামে পরিচিত। যাকে “World’s Fastest Human Calculator” হিসেবে জানে। এরা ভালো ফান্ড পেয়েছে, Linkedin পেজেও দেখতে পারো। তাদের ওয়েবসাইটে গেলে ক্যারিয়ার সেকশনে অনেক ধরনের ওয়ার্ক ফ্রম হোম রিমোট সুযোগ পাওয়া যাবে, বিশেষ করে অনলাইন ম্যাথ্স টিচিং নিয়ে। তুমি এই কোম্পানিটাকেও ট্রাই করতে পারো।

Website- https://www.bhanzu.com/

K5 Learning

আর একটা ওয়েবসাইট আছে k5learning.com, যেখানে হয়তো সরাসরি টিউটরিং কাজ পাওয়া যাবে না। কিন্তু স্টুডেন্টদের জন্য নোটস তৈরি করা, ওয়ার্কশীট, MCQ ও লেসন প্ল্যান বানানো—এই সব রাইটিং কাজ অনেক পাওয়া যায়, যা একটা টিচারের কাজের অংশ। তুমি যদি তাদের ওয়েবসাইট দেখো, সেখানে রিডিং আর ম্যাথের জন্য নানা ধরনের ম্যাটেরিয়াল পাবে।

রিডিং, কিন্ডারগার্টেন, ভোকাব, স্পেলিং, গ্রামার, রাইটিং, সায়েন্স, কারসিভ—প্রতিটি বিষয়ের সম্পর্কিত ওয়ার্কশীট, ওয়ার্ক, ওয়ার্কবুক সবকিছু আছে। আর এই সবগুলো বিষয় নিয়ে, শিক্ষার্থীকে লেখা শেখানোর জন্য দরকার একাডেমিক টিচার।

যারা একাডেমিকস আর স্টুডেন্টদের শেখানোর কনসেপ্ট ভালভাবে জানে। এখানে আমার একটা বন্ধুও কাজ করে, তাই আমি তোমাকে সাজেশন দিচ্ছি। তাদের পে-আউট (Payout) খুব ভালো। কারণ এটা কোনো ভারতীয় কোম্পানি নয়, তাই ওদের কাজের মান বেশ ভালো।

Website- https://www.k5learning.com/

WB Tathya is a trusted multi-platform community — YouTube channel, website, Facebook page, Instagram, and X — sharing free work-from-home job updates, online earning tips, and the best skill suggestions to help you get better jobs. With 6 years of experience working in the digital and social media space, we are dedicated to guiding you towards the right opportunities and reliable information.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now