রিলায়েন্স জিও কোম্পানিতে ইন্টার্নশিপ করানো হচ্ছে। রাজ্যের যেকোন জেলা থেকে ছেলে ও মেয়ে সবাই এখানে আবেদন করতে পারবে। বাংলা ভাষায় নিজের এলাকায় এই প্রশিক্ষন নিয়ে হাতে-কলমে কাজ শিখতে পারবে। প্রশিক্ষন শেষে একটি সার্টিফিকেট প্রদান করা হবে।
বর্তমানে এখানে অনলাইনে আবেদন ফর্ম জমা নেওয়া হচ্ছে। নিজের পকেট থেকে এক টাকাও খরচ না করে, সম্পূর্ণ বিনামুল্যে জিও কোম্পানির খরচায় এই ইন্টার্নশিপ করতে পারবে। কিভাবে আবেদন করবে? শিক্ষাগত যোগ্যতা বয়সসীমা কত থাকতে হবে? সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করা হল আজকের এই প্রতিবেদনে।
একনজরে
Company Name | Reliance Jio |
Post Name | Free Internship |
Qualification | Undergraduate/Graduate |
How To Apply | Online |
Selection Process | Online Assestnment Test |
Benefites | Certificate (No Stipend) |
জিও ইন্টার্নশিপ কি?
রিলায়েন্স জিও (Reliance Jio) মনে করে ভারতের সম্ভাবনার কোনো সীমা নেই, শুধু দরকার সঠিক সুযোগ আর সাপোর্ট। এই ইন্টার্নশিপ প্রোগ্রামটা মূলত ভারতের তরুণ ছাত্র-ছাত্রীদের জন্য একটা দারুণ লার্নিং প্ল্যাটফর্ম (Learning platform)। এখানে গ্র্যাজুয়েট আর পোস্ট-গ্র্যাজুয়েট স্টুডেন্টরা বিভিন্ন প্রজেক্টে (Project) শেখার সুযোগ পায়। আর তাদের বইয়ের জ্ঞানকে বাস্তব জীবন (Real Life) কাজে লাগাতে পারে।
জিও ইন্টার্নশিপ প্রোগ্রামে অংশ নিয়ে ছাত্রছাত্রীরা পারবে:
- একটা ডিজিটাল অর্গানাইজেশনের পরিবেশে কাজের অভিজ্ঞতা ।
- তাদের থিয়োরি পড়াগুলোকে বাস্তবে কাজে লাগানো।
- ইন্ডাস্ট্রির এক্সপার্ট মানুষদের কাছ থেকে সরাসরি শেখার সুযোগ।
ইন্টার্নশিপের জন্য যোগ্যতা
ইন্টার্নশিপটা শুরু করার সময় তোমার বয়স কমপক্ষে ১৮ হতে হবে।
তাছাড়া, তুমি একটা সরকারি স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ফুল-টাইম ডিগ্রি বা ডিপ্লোমা প্রোগ্রামে পড়াশোনা করছো, এটা হতে হবে।
আরেকটা জিনিস, তোমার শিক্ষা প্রতিষ্ঠান থেকে ইন্টার্নশিপের জন্য লিখিত অনুমতি থাকা চাই। এটা মানে তোমার ইনস্টিটিউট তোমাকে পুরো সমর্থন দিচ্ছে, জিও ইন্টার্নশিপ করার জন্য

নিয়োগ প্রক্রিয়া
প্রথমে, এখানে একটি অনলাইন অ্যাসেস্টমেন্ট পরীক্ষা নেওয়া হবে। এই অ্যাসেসমেন্ট টেস্টটা মাত্র ৫ মিনিটের, কিন্তু এর মধ্যে তোমাকে ১৫টা মাল্টিপল চয়েস প্রশ্নের উত্তর দিতে হবে। একটু দ্রুত চিন্তা করতে হবে, কিন্তু ঘাবড়াবার কিছু নেই! প্রশ্নগুলো হবে ভার্বাল, অ্যারিথমেটিক আর জেনারেল অ্যাওয়ারনেসের উপর। মানে, একটু ভাষার দক্ষতা, একটু অঙ্কের হিসাব আর পৃথিবীর চারপাশে কী চলছে, তার খোঁজখবর।
এই পরীক্ষায় পাশ করলে, আবেদনকারীর অরিজিনাল ডকুমেন্ট ভেরফিকেশন করা হবে। তারপর, ইমেলে একটি Welcome Mail পাবে। এই ইমেলে ইন্টার্নশিপ কোথায় হবে তার লোকেশন ও রিপোর্টিং ডেট দেওয়া থাকবে। তোমাকে নির্দিষ্ট লোকেশনে, নির্দিষ্ট তারিখে পৌছে যেতে হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী ও ইচ্ছুক প্রার্থীদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে এখানে আবেদন করতে হবে। জিও-র ক্যারিয়ার পোর্টালে গিওয়ে আবেদন করতে পারো। এছাড়া, গুগলে সার্চ করো- ‘Jio Intersnhip’ এবং জিও-র অফিশিয়াল লিঙ্কে ক্লিক করে আবেদন করে ফেলো।