14 টি এয়ারপোর্টে এক বছরের ফ্রি প্রশিক্ষন! 15,000 টাকা প্রতিমাসে স্টাইপেন্ড পাবে।

By: WB Tathya

On: May 27, 2025

Follow Us:

AAI Apprentice Recruitment 2025

Job Details

Job Salary:

Job Post:

Qualification:

Age Limit:

Exam Date:

Last Apply Date:

এয়ারপোর্ট অথোরিটি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে এপ্রেন্টিস পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। প্রথমে, এক বছরের বিনামূল্যে প্রশিক্ষন দেওয়া হবে। এই প্রশিক্ষন চলাকালীন প্রতিমাসে ১৫,০০০ টাকা করে স্টাইপেন্ড পাবে। পশ্চিমবঙ্গের যেকোন জেলার ছেলে ও মেয়েরা এখানে আবেদন করতে পারবে।

Whatsapp Channel Join
Telegram Channel Join

কোনোপ্রকার পরীক্ষা বা ইন্টারভিউ ছাড়াই, শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতার উপর ভিত্তি করে জয়েনিং দেওয়া হবে। কি কি বিষয়ে এই প্রশিক্ষন দেওয়া হচ্ছে? শিক্ষাগত যোগ্যতা কি থাকা লাগবে? বয়সসীমা? আবেদন কিভাবে করবে?

একনজরে

নিয়োগকারী সংস্থাAIRPORTS AUTHORITY OF INDIA (AAI)
Post NameApprentice
VacancyTotal 135
Selection ProcessOnly Document Verification
How to ApplyOnline
Application FeesNo Fees
Application Last Date31 May 2025

Important Dates

Online Form Fillup Started06/05/2025
Application Last Date31/05/2025

প্রশিক্ষনের বিষয় ও শুন্যপদ

DisciplineNo. of SeatsDuration of Training
Graduate Apprentice4201 Year
Diploma Apprentice4701 Year
ITI Trade Apprentice (Computer Operator & Programming Assistant, Electrical, Mechanic, Electronics)4601 Year

Locations/ Airports of Apprenticeship Training

  1. RHQ (ER)
  2. Berhampur
  3. Bagdogra
  4. Bhubaneswar
  5. Cooch Behar
  6. Deoghar
  7. Gaya
  8. Jharsuguda
  9. Patna
  10. Pakyong
  11. Port Blair
  12. Raipur
  13. Ranchi
  14. Darbhanga

Monthly Stipend

DisciplineMonthly Stipend
Graduate ApprenticeRs. 15000/-
Diploma ApprenticeRs. 12000/-
ITI Trade Apprentice (Computer Operator & Programming Assistant, Electrical, Mechanic, Electronics)Rs. 9000/-

শিক্ষাগত যোগ্যতা

Graduate & Diploma- AICTE দ্বারা অনুমোদিত কোনো প্রতিষ্ঠান থেকে চার বছরের রেগুলার ডিগ্রী অথবা তিন বছরের রেগুলার ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ডিগ্রী থাকা চাই।

ITI Trade- আবেদনকারীর ITI/NCVT সার্টিফিকেট থাকতে হবে। এই সমস্ত বিষয়ে- Computer Operator & Programming Assistant, Electrical, Mechanic, Electronics।

বয়সসীমা

এখানে প্রশিক্ষন নিতে চাইলে প্রার্থীর বয়স সর্বচ্চ ২৬ বছরের মধ্যে হতে হবে। আবেদনকারীকে অবশ্যই ৩১/০৩/২০২৫ তারিখ অনুযায়ী বয়স হিসাব করে নিতে হবে। সংরক্ষিত শ্রেনীর প্রার্থীরা সরকারি নিয়মানুসারে বয়সের উর্ধসীমায় ছাড় পাবে।

বয়সের ছাড়

CategoryAge Relaxation
SC/ST Category05 Years
OBC Category03 Years
PWD Category10 Years

গুরুত্বপূর্ণ তথ্য

১) আবেদনকারীকে Eastern Region এর বাসিন্দা হতে হবে। শুধুমাত্র West Bengal,
Odisha, Bihar, Jharkhand, Chhattisgarh, Sikkim and Andaman Nicobar এই সমস্ত রাজ্যের প্রার্থীরাই এখানে আবেদন করতে পারবে।

২) প্রার্থীকে ২০২৩ সাল বা তারপরে ডিগ্রী পাস করে থাকতে হবে।

নিয়োগ প্রক্রিয়া

এখানে কোনপ্রকার Written Test বা Interview নেওয়া হবেনা। ডিপ্লোমা/ITI-তে পাওয়া নম্বরের ভিত্তিতে প্রার্থীদের শর্টলিস্ট করা হবে। সবশেষে, অবশ্যই Original Document Verification করা হবে।

আবেদন প্রক্রিয়া

সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে এখানে আবেদন করতে হবে। এরজন্য, দুটি পোর্টাল দেওয়া রয়েছে। প্রার্থীদের প্রথমে নাম নথিভুক্ত করতে হবে। তারপরে, প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে দিয়ে ফর্ম ফিলাপ করতে হবে। কোনো কাস্টের কোনোপ্রকার আবেদন ফি দেওয়া লাগবেনা।

WB Tathya is a trusted multi-platform community — YouTube channel, website, Facebook page, Instagram, and X — sharing free work-from-home job updates, online earning tips, and the best skill suggestions to help you get better jobs. With 6 years of experience working in the digital and social media space, we are dedicated to guiding you towards the right opportunities and reliable information.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now