এয়ারপোর্ট অথোরিটি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে এপ্রেন্টিস পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। প্রথমে, এক বছরের বিনামূল্যে প্রশিক্ষন দেওয়া হবে। এই প্রশিক্ষন চলাকালীন প্রতিমাসে ১৫,০০০ টাকা করে স্টাইপেন্ড পাবে। পশ্চিমবঙ্গের যেকোন জেলার ছেলে ও মেয়েরা এখানে আবেদন করতে পারবে।
কোনোপ্রকার পরীক্ষা বা ইন্টারভিউ ছাড়াই, শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতার উপর ভিত্তি করে জয়েনিং দেওয়া হবে। কি কি বিষয়ে এই প্রশিক্ষন দেওয়া হচ্ছে? শিক্ষাগত যোগ্যতা কি থাকা লাগবে? বয়সসীমা? আবেদন কিভাবে করবে?
একনজরে
নিয়োগকারী সংস্থা | AIRPORTS AUTHORITY OF INDIA (AAI) |
Post Name | Apprentice |
Vacancy | Total 135 |
Selection Process | Only Document Verification |
How to Apply | Online |
Application Fees | No Fees |
Application Last Date | 31 May 2025 |
Important Dates
Online Form Fillup Started | 06/05/2025 |
Application Last Date | 31/05/2025 |
প্রশিক্ষনের বিষয় ও শুন্যপদ
Discipline | No. of Seats | Duration of Training |
Graduate Apprentice | 42 | 01 Year |
Diploma Apprentice | 47 | 01 Year |
ITI Trade Apprentice (Computer Operator & Programming Assistant, Electrical, Mechanic, Electronics) | 46 | 01 Year |
Locations/ Airports of Apprenticeship Training
- RHQ (ER)
- Berhampur
- Bagdogra
- Bhubaneswar
- Cooch Behar
- Deoghar
- Gaya
- Jharsuguda
- Patna
- Pakyong
- Port Blair
- Raipur
- Ranchi
- Darbhanga
Monthly Stipend
Discipline | Monthly Stipend |
Graduate Apprentice | Rs. 15000/- |
Diploma Apprentice | Rs. 12000/- |
ITI Trade Apprentice (Computer Operator & Programming Assistant, Electrical, Mechanic, Electronics) | Rs. 9000/- |
শিক্ষাগত যোগ্যতা
Graduate & Diploma- AICTE দ্বারা অনুমোদিত কোনো প্রতিষ্ঠান থেকে চার বছরের রেগুলার ডিগ্রী অথবা তিন বছরের রেগুলার ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ডিগ্রী থাকা চাই।
ITI Trade- আবেদনকারীর ITI/NCVT সার্টিফিকেট থাকতে হবে। এই সমস্ত বিষয়ে- Computer Operator & Programming Assistant, Electrical, Mechanic, Electronics।
বয়সসীমা
এখানে প্রশিক্ষন নিতে চাইলে প্রার্থীর বয়স সর্বচ্চ ২৬ বছরের মধ্যে হতে হবে। আবেদনকারীকে অবশ্যই ৩১/০৩/২০২৫ তারিখ অনুযায়ী বয়স হিসাব করে নিতে হবে। সংরক্ষিত শ্রেনীর প্রার্থীরা সরকারি নিয়মানুসারে বয়সের উর্ধসীমায় ছাড় পাবে।
বয়সের ছাড়
Category | Age Relaxation |
SC/ST Category | 05 Years |
OBC Category | 03 Years |
PWD Category | 10 Years |
গুরুত্বপূর্ণ তথ্য
১) আবেদনকারীকে Eastern Region এর বাসিন্দা হতে হবে। শুধুমাত্র West Bengal,
Odisha, Bihar, Jharkhand, Chhattisgarh, Sikkim and Andaman Nicobar এই সমস্ত রাজ্যের প্রার্থীরাই এখানে আবেদন করতে পারবে।
২) প্রার্থীকে ২০২৩ সাল বা তারপরে ডিগ্রী পাস করে থাকতে হবে।
নিয়োগ প্রক্রিয়া
এখানে কোনপ্রকার Written Test বা Interview নেওয়া হবেনা। ডিপ্লোমা/ITI-তে পাওয়া নম্বরের ভিত্তিতে প্রার্থীদের শর্টলিস্ট করা হবে। সবশেষে, অবশ্যই Original Document Verification করা হবে।
আবেদন প্রক্রিয়া
সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে এখানে আবেদন করতে হবে। এরজন্য, দুটি পোর্টাল দেওয়া রয়েছে। প্রার্থীদের প্রথমে নাম নথিভুক্ত করতে হবে। তারপরে, প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে দিয়ে ফর্ম ফিলাপ করতে হবে। কোনো কাস্টের কোনোপ্রকার আবেদন ফি দেওয়া লাগবেনা।