রাজ্যের সমস্ত চাকরি প্রার্থীদের জন্য দারুন সুখবর। ইন্ডিয়ান ওভারসীজ ব্যাঙ্কে সারা পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন ব্রাঞ্চে স্থায়ী পদে কর্মী নিয়োগ করছে।
মোট ৪০০ শুন্যপদে ছেলে-মেয়ে সবাই এখানে আবেদন করতে পারবে।শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, মাইনে, নিয়োগ প্রক্রিয়া, পরীক্ষা, সিলেবাস আবেদন প্রক্রিয়া সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করছি।
একনজরে
নিয়োগকারী সংস্থা | Indian Overseas Bank |
পদের নাম | Local Bank Officer (LBO) |
শুন্যপদ | ৪০০ টি |
নিয়োগ প্রক্রিয়া | অনলাইন এক্সাম, ইন্টারভিউ |
আবেদন পদ্ধতি | অনলাইনে |
আবেদনের লাস্ট ডেট | ৩১মে ২০২৫ |
গুরুত্বপূর্ণ তারিখ
আবেদন ফি পেমেন্ট | 12.05.2025 to 31.05.2025 |
আবেদন শুরু | 12.05.2025 |
আবেদনের শেষ তারিখ | 31.05.2025 |
পদের নাম
ইন্ডিয়ান ওভারসীজ ব্যাঙ্কে ৪০০ শুন্যপদে লোকাল ব্যাঙ্ক অফিসার পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। পশ্চিমবঙ্গে মোট ৩৪টি ভ্যাকান্সি আছে এবং তামিল নাড়ু- ২৬০টি, ওড়িশা- ১০টি, মহারাষ্ট্র- ৪৫টি, গুজরাট- ৩০টি, পাঞ্জাব- ২১ টি।
কাস্ট অনুযায়ী ভ্যাকান্সি
Caste | Vacancies |
SC | 05 |
ST | 03 |
OBC | 09 |
EWS | 03 |
UR (GEN) | 14 |
Total Vacancy | 34 |
শিক্ষাগত যোগ্যতা
কোনো স্বীকৃত বোর্ড থেকে আবেদনকারীকে যেকোন শাখায় গ্রাজুয়েশন পাস করতে হবে অথবা, সমতুল্য কোনো যোগ্যতা থাকা লাগবে।
বয়সসীমা
প্রার্থীর বয়স হতে হবে কমকরে ২০ বছর থেকে সর্বচ্চ ৩০ বছরের মধ্যে। জন্মতারিখ হতে হবে 02.05.1995 তারিখ বা তারপর থেকে 01.05.2005 তারিখ বা তার আগে।
বয়সের ছাড়
SC/ST | 05 years |
OBC | 03 years |
PWD | 10 years |
মাসিক মাইনে
Scale / Grade | Scale of Pay (In Rupees) |
Assistant Manager (Scale I) | Basic: 48480-2000/7-62480-2340/2-67160-2680/7-85920 |
বেতনের সাথে অন্যান্য সমস্ত রকম সুবিধা যেমন- DA, HRA, CCA, LEAVE, TRAVEL ALLOWANCE সবকিছু পাবে ব্যাঙ্কের নিয়ম অনুযায়ী।
গুরুত্বপূর্ণ তথ্য
PROBATION PERIOD– জয়েনিং-এর পরে প্রার্থীকে প্রথম ০২ বছর PROBATION PERIOD-এ রাখা হবে। এই প্রবেশনারি পিরিয়ডে কাজের পারফরম্যান্স দেখে প্রার্থীকে স্থায়ী পদে নিয়োগ দেওয়া হবে।
BOND AMOUNT– প্রার্থীকে নুন্যতম ০৩ বছর এই ব্যাঙ্কে কাজ করতেই হবে, এই মর্মে একটি ২ লাখ টাকার বন্ড সই করতে হবে জয়েনিং এর সময়। যদি কোনো কারনে ০৩ বছর সম্পূর্ণ হবার আগে, প্রার্থী চাকরি ছেড়ে দেয় তাহলে তাকে ইন্ডিয়ান ওভারসীজ ব্যাঙ্কে ০২ লক্ষ টাকা ফাইন দিতে হবে।
CREDIT HISTORY- এই চাকরিতে জয়েনিং-এর সময় প্রার্থীর Civil Score কমকরে 650 হওয়া চাই। যদি 650 সিবিল স্কোর না থাকে, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের থেকে NOC আনতে হবে।
নিয়োগ প্রক্রিয়া
এখানে মোট ৪টি ধাপের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বাছাই করা হবে। প্রথমে, Online Examination হবে। এরপরে, Language Proficiency Test (LPT) নেওয়া হবে। তারপরের ধাপে Personal Interview হবে। সবশেষে, Original Document Verification করে ফাইনাল সিলেকশন করা হবে।
পরীক্ষার সিলেবাস
Topic | Questions | Marks |
Reasoning and Computer Aptitude | 30 | 60 |
General / Economy/ Banking Awareness | 40 | 40 |
Data Analysis and Interpretation | 30 | 60 |
English Knowledge | 40 | 40 |
Total | 140 | 200 |
Note: পরীক্ষার প্রশ্নপত্র ইংরেজি ও হিন্দী ভাষায় হবে। মোট ৩ ঘণ্টা সময় পাবে। MCQ টাইপের প্রশ্ন থাকবে। 0.25 মার্ক কাটা যাবে ১টি প্রশ্নের ভুল উত্তরের জন্য।
পরীক্ষা সেন্টার- Hooghly, Kalyani, Kolkata, Siliguri Howrah Burdwan Durgapur Asansol
আবেদন প্রক্রিয়া
সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে এখানে আবেদন করতে হবে। প্রথমে, IBPS ব্যাঙ্কিং-এর অফিশিয়াল পোর্টালে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপরে, একাউন্ট বানানো হলে, লগ-ইন করতে হবে। তারপরে, আবেদনকারীর সমস্ত প্রয়োজনীয় তথ্য দিয়ে, ডকুমেন্ট আপলোড করতে হবে। সবশেষে, আবেদন ফি পেমেন্ট করে ফর্ম ফিলাপ সম্পূর্ণ করতে হবে।
আবেদন ফি
Category of Applicant | Application Fee |
SC/ ST/ PwBD (Only Intimation charge) | INR 175/- (Rupees One Hundred Seventy Five Only) inclusive of GST |
GEN/ EWS/ OBC | INR 850/- (Rupees Eight Hundred and Fifty Only) inclusive of GST |
ডকুমেন্ট
- পাসপোর্ট সাইজ ফোটো।
- আবেদনকারীর স্বাক্ষর।
- বা হতের বুড়ো আঙ্গুলের ছাপ।
- Handwritten Declaration