ইন্ডিয়ান ওভারসীজ ব্যাঙ্কে ৪০০ শুন্যপদে পিওন নিয়োগ! পার্মানেন্ট পোষ্টে ফর্ম ফিলাপ শুরু আজ থেকে।

By: WB Tathya

On: May 27, 2025

Follow Us:

Indian Overseas Bank LBO Recruitment 2025

Job Details

Job Salary:

Job Post:

Qualification:

Age Limit:

Exam Date:

Last Apply Date:

রাজ্যের সমস্ত চাকরি প্রার্থীদের জন্য দারুন সুখবর। ইন্ডিয়ান ওভারসীজ ব্যাঙ্কে সারা পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন ব্রাঞ্চে স্থায়ী পদে কর্মী নিয়োগ করছে।

Whatsapp Channel Join
Telegram Channel Join

মোট ৪০০ শুন্যপদে ছেলে-মেয়ে সবাই এখানে আবেদন করতে পারবে।শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, মাইনে, নিয়োগ প্রক্রিয়া, পরীক্ষা, সিলেবাস আবেদন প্রক্রিয়া সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করছি।

একনজরে

নিয়োগকারী সংস্থাIndian Overseas Bank
পদের নামLocal Bank Officer (LBO)
শুন্যপদ৪০০ টি
নিয়োগ প্রক্রিয়াঅনলাইন এক্সাম, ইন্টারভিউ
আবেদন পদ্ধতিঅনলাইনে
আবেদনের লাস্ট ডেট৩১মে ২০২৫

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন ফি পেমেন্ট12.05.2025 to 31.05.2025
আবেদন শুরু12.05.2025
আবেদনের শেষ তারিখ31.05.2025

পদের নাম

ইন্ডিয়ান ওভারসীজ ব্যাঙ্কে ৪০০ শুন্যপদে লোকাল ব্যাঙ্ক অফিসার পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। পশ্চিমবঙ্গে মোট ৩৪টি ভ্যাকান্সি আছে এবং তামিল নাড়ু- ২৬০টি, ওড়িশা- ১০টি, মহারাষ্ট্র- ৪৫টি, গুজরাট- ৩০টি, পাঞ্জাব- ২১ টি।

কাস্ট অনুযায়ী ভ্যাকান্সি

CasteVacancies
SC05
ST03
OBC09
EWS03
UR (GEN)14
Total Vacancy34

শিক্ষাগত যোগ্যতা

কোনো স্বীকৃত বোর্ড থেকে আবেদনকারীকে যেকোন শাখায় গ্রাজুয়েশন পাস করতে হবে অথবা, সমতুল্য কোনো যোগ্যতা থাকা লাগবে।

বয়সসীমা

প্রার্থীর বয়স হতে হবে কমকরে ২০ বছর থেকে সর্বচ্চ ৩০ বছরের মধ্যে। জন্মতারিখ হতে হবে 02.05.1995 তারিখ বা তারপর থেকে 01.05.2005 তারিখ বা তার আগে।

বয়সের ছাড়

SC/ST05 years
OBC03 years
PWD10 years

মাসিক মাইনে

Scale / GradeScale of Pay (In Rupees)
Assistant Manager (Scale I)Basic: 48480-2000/7-62480-2340/2-67160-2680/7-85920

বেতনের সাথে অন্যান্য সমস্ত রকম সুবিধা যেমন- DA, HRA, CCA, LEAVE, TRAVEL ALLOWANCE সবকিছু পাবে ব্যাঙ্কের নিয়ম অনুযায়ী।

গুরুত্বপূর্ণ তথ্য

PROBATION PERIOD– জয়েনিং-এর পরে প্রার্থীকে প্রথম ০২ বছর PROBATION PERIOD-এ রাখা হবে। এই প্রবেশনারি পিরিয়ডে কাজের পারফরম্যান্স দেখে প্রার্থীকে স্থায়ী পদে নিয়োগ দেওয়া হবে।

BOND AMOUNT– প্রার্থীকে নুন্যতম ০৩ বছর এই ব্যাঙ্কে কাজ করতেই হবে, এই মর্মে একটি ২ লাখ টাকার বন্ড সই করতে হবে জয়েনিং এর সময়। যদি কোনো কারনে ০৩ বছর সম্পূর্ণ হবার আগে, প্রার্থী চাকরি ছেড়ে দেয় তাহলে তাকে ইন্ডিয়ান ওভারসীজ ব্যাঙ্কে ০২ লক্ষ টাকা ফাইন দিতে হবে।

CREDIT HISTORY- এই চাকরিতে জয়েনিং-এর সময় প্রার্থীর Civil Score কমকরে 650 হওয়া চাই। যদি 650 সিবিল স্কোর না থাকে, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের থেকে NOC আনতে হবে।

নিয়োগ প্রক্রিয়া

এখানে মোট ৪টি ধাপের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বাছাই করা হবে। প্রথমে, Online Examination হবে। এরপরে, Language Proficiency Test (LPT) নেওয়া হবে। তারপরের ধাপে Personal Interview হবে। সবশেষে, Original Document Verification করে ফাইনাল সিলেকশন করা হবে।

পরীক্ষার সিলেবাস

TopicQuestionsMarks
Reasoning and Computer Aptitude3060
General / Economy/ Banking Awareness4040
Data Analysis and Interpretation3060
English Knowledge4040
Total140200

Note: পরীক্ষার প্রশ্নপত্র ইংরেজি ও হিন্দী ভাষায় হবে। মোট ৩ ঘণ্টা সময় পাবে। MCQ টাইপের প্রশ্ন থাকবে। 0.25 মার্ক কাটা যাবে ১টি প্রশ্নের ভুল উত্তরের জন্য।

পরীক্ষা সেন্টার- Hooghly, Kalyani, Kolkata, Siliguri Howrah Burdwan Durgapur Asansol

আবেদন প্রক্রিয়া

সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে এখানে আবেদন করতে হবে। প্রথমে, IBPS ব্যাঙ্কিং-এর অফিশিয়াল পোর্টালে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপরে, একাউন্ট বানানো হলে, লগ-ইন করতে হবে। তারপরে, আবেদনকারীর সমস্ত প্রয়োজনীয় তথ্য দিয়ে, ডকুমেন্ট আপলোড করতে হবে। সবশেষে, আবেদন ফি পেমেন্ট করে ফর্ম ফিলাপ সম্পূর্ণ করতে হবে।

আবেদন ফি

Category of ApplicantApplication Fee
SC/ ST/ PwBD (Only Intimation charge)INR 175/- (Rupees One Hundred Seventy Five Only) inclusive of GST
GEN/ EWS/ OBCINR 850/- (Rupees Eight Hundred and Fifty Only) inclusive of GST

ডকুমেন্ট

  • পাসপোর্ট সাইজ ফোটো।
  • আবেদনকারীর স্বাক্ষর।
  • বা হতের বুড়ো আঙ্গুলের ছাপ।
  • Handwritten Declaration

WB Tathya is a trusted multi-platform community — YouTube channel, website, Facebook page, Instagram, and X — sharing free work-from-home job updates, online earning tips, and the best skill suggestions to help you get better jobs. With 6 years of experience working in the digital and social media space, we are dedicated to guiding you towards the right opportunities and reliable information.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now