বিনামূল্যে কম্পিউটার/স্পোকেন ইংলিশ ট্রেনিং করিয়ে চাকরি! উচ্চমাধ্যমিক পাসে আবেদন করো আজই।

By: WB Tathya

On: May 27, 2025

Follow Us:

কম্পিউটার/স্পোকেন ইংলিশ ট্রেনিং

Job Details

Job Salary:

Job Post:

Qualification:

Age Limit:

Exam Date:

Last Apply Date:

WhatsApp Join Now
Telegram Join Now

রাজ্যের সমস্ত বেকার চাকরি প্রার্থীদের জন্য সুখবর! বিনামূল্যে স্কিল ডেভলপমেন্ট প্রশিক্ষন দিয়ে চাকরির ব্যবস্থা করে দিচ্ছে GROW নামক সংস্থা। তুমি যদি নামীদামী প্রাইভেট কোম্পানি বা সংস্থায় চাকরি করতে চাও, তাহলে এখান থেকে প্রশিক্ষন নিয়ে নিজেকে সেরা তৈরী করে নাও।

প্রফেশনাল বা কর্পোরেট জগতে কিভাবে কাজ হয়? কিভাবে ফর্মালি কথা বলতে হয়? ইন্টারভিউ তে ঠিক ঠিক কিভাবে উত্তর দিতে হয়? এছাড়া, কম্পিউটার প্রশিক্ষন বিভিন্ন ভাবে তোমাকে এখানে তৈরী করা হবে। চলো বিস্তারিত তোমাদের সাথে আলোচনা করছি।

কি কি প্রশিক্ষন দেওয়া হবে?

কম্পিউটার, স্পোকেন ইংলিশ, কমিউনিকেশন স্কিলস, ইন্টারভিউ প্রিপারেশন, সফ্ট স্কিলস – এই সমস্ত বিষয়ে প্রার্থীদের প্রশিক্ষন দেওয়া হবে। এই প্রত্যেকটা স্কিল চাকরি করতে গেলে জানা অত্যন্ত প্রয়োজন। যেমন- বর্তমান যুগে অফিসে কাজ করতে গেলে কম্পিউটার জানা আবশ্যিক।

ইংরেজিতে কথা বলা, এছাড়া কিভাবে কথা বলতে হবে। চাকরি পেতে গেলে তোমাকে ইন্টারভিউ দিতে হবে। ইন্টারভিউতে পাস করার জন্য কি কি জানা প্রয়োজন, নিজেকে কিভাবে ইন্টারভিউয়ের জন্য তৈরী করবে, ইত্যাদি।

কতদিনের ট্রেনিং?

এখানে মোট ৫৮ দিনের ট্রেনিং করানো হবে। এই প্রশিক্ষন শেষে প্রার্থীদের নামীদামী কোম্পানিতে চাকরির সুযোগ করে দেওয়া হবে। কোনো কারনে ২ মাস/৪ মাস/মাস পরে চাকরি চলে গেলে, পরবর্তী চাকরি পাবার ক্ষেত্রেও সহায়তা করা হবে, একদম ফ্রি-তে।

ইতিমধ্যে যারা এই প্রশিক্ষন নিয়ে চাকরি করছে

শিক্ষাগত যোগ্যতা

এ প্রশিক্ষন নিতে গেলে প্রার্থীকে যেকোন স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান থেকে নুন্যতম উচ্চমাধ্যমিক (12th) পাস করে থাকতে হবে। মাধ্যমিক পাস ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবে না। গ্রাজুয়েশন বা উচ্চশিক্ষাগত যোগ্যতা থাকলেও আবেদনযোগ্য।

বয়সসীমা

প্রথমেই, বলে রাখি ছেলে ও মেয়ে সবাই এই প্রশিক্ষনটি নিতে পারবে। নুন্যতম ১৮ বছর থেকে সর্বচ্চ ৩০ বছরের মধ্যে বয়স হতে হবে। ৩০ বছরের বেশি বয়সী কেউ আবেদন করবে না।

এই ট্রেনিং কোথায় দেওয়া হবে?

ট্রেনিং সেন্টারের ঠিকানা– i8, New Garia Co-operative Housing Development Society, New Garia, West Bengal, Kolkata- 700094 (নিউ গড়িয়া স্টেশন বা কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে থেকে হেঁটে মাত্র ৫ মিনিট)।

Note: এখানে শুধুমাত্র দক্ষিন ২৪ পরগনা জেলার ছেলেমেয়েরা আবেদন করতে পারবে।

আবেদনের তারিখ– ১২ই মে ২০২৫ তারিখ থেকে এখানে আবেদন শুরু হবে।

ইনভেস্টমেন্ট

এই ট্রেনিং টি সম্পূর্ণ বিনামুল্যে করানো হবে। প্রশিক্ষন করানোর জন্য কোনপ্রকার টাকা/পয়সা লাগবে না। কিন্তু ক্লাসের জন্য পাঁচখানা বই বা স্টাডি মেটেরিয়াল কিনতে হয়, যার দাম ৫৫০/- টাকা আবেদনকারীকে দিতে হবে।

আবেদন কিভাবে করবে?

এখানে সরাসরি গড়িয়াহাট Grow সেন্টারে কল করে আবেদন করতে হবে। তারপরে, প্রশিক্ষন কেন্দ্রে গিয়ে প্রয়োজনীয় ডকুমেন্ট সাবমিট করে ভর্তি হয়ে আসতে হবে। নীচে দেওয়া হোয়াটস্যাপ গ্রুপে জয়েন হও, সেখানে ট্রেনিং সেন্টারের ফোন নম্বর শেয়ার করা হবে। এছাড়া, WB Tathya ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।

WhatsApp Join Now
Telegram Join Now

WB Tathya-তে আমরা ৬ বছরের বেশি সময় ধরে বিনামূল্যে ও জেনুইন চাকরির আপডেট দিয়ে আসছি। আমাদের YouTube, Facebook, TelegramWhatsApp-এ পাবেন Work From Home চাকরি, প্রাইভেট চাকরি, ইন্টার্নশিপ এবং অনলাইন কাজের খবর, সবই নির্ভরযোগ্য! Contact us: contactwbtathya@gmail.com

x
Advertisements