ইন্ডিয়ান অয়েলে Apprentice পদে বিভিন্ন ট্রেডে এক বছর ও দুই বছরের প্রশিক্ষন দেওয়া হচ্ছে। রাজ্যের সমস্ত চাকরি প্রার্থীদের জন্য দারুন সুখবর। প্রশিক্ষন চলাকালীন প্রতিমাসে স্টাইপেন্ড দেওয়া হবে। ছেলে ও মেয়ে সবাই এখানে আবেদন করতে পারবেন।
কি কি ট্রেডে এখানে প্রশিক্ষন নিতে পারবেন? যোগ্যতা, বয়সসীমা, নিয়োগ প্রক্রিয়া এ আবেদন পদ্ধতি কি রয়েছে? এই সমস্ত তথ্য আজকের এই প্রতিবেদনে আলোচনা করছি।
ট্রেডের নাম ও শিক্ষাগত যোগ্যতা
Trade Name | Qualification | কোর্সের মেয়াদ |
ট্রেড অ্যাপ্রেন্টিস – অ্যাটেনডেন্ট অপারেটর (কেমিক্যাল প্ল্যান্ট) – কেমিক্যাল | ৩ ইয়ার্স বি.এসসি (ম্যাথস, ফিজিক্স, কেমিস্ট্রি অর ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি) | ১২ মাস |
ট্রেড অ্যাপ্রেন্টিস (ফিটার) – মেকানিক্যাল | ম্যাট্রিক উইথ আই.টি.আই ইন ফিটার ট্রেড অফ মিনিমাম ২ ইয়ার্স ডিউরেশন উইথ পাস ক্লাস | ১২ মাস |
ট্রেড অ্যাপ্রেন্টিস (বয়লার) – মেকানিক্যাল | ৩ ইয়ার্স বি.এসসি (ম্যাথস, ফিজিক্স, কেমিস্ট্রি অর ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি) | ২৪ মাস |
টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস – কেমিক্যাল | ৩ ইয়ার্স ডিপ্লোমা ইন কেমিক্যাল ইঞ্জি./পেট্রোকেমিক্যাল ইঞ্জি./কেমিক্যাল টেকনোলজি/রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যাল ইঞ্জি. | ১২ মাস |
টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস – মেকানিক্যাল | ৩ ইয়ার্স ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জি. | ১২ মাস |
টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস – ইলেকট্রিক্যাল | ৩ ইয়ার্স ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জি./ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং | ২৪ মাস |
টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস – ইনস্ট্রুমেন্টেশন | ৩ ইয়ার্স ডিপ্লোমা ইন ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জি/ ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড ইলেকট্রনিক্স/ ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল ইঞ্জি./ অ্যাপ্লাইড ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জি. | ১২ মাস |
ট্রেড অ্যাপ্রেন্টিস – সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট | ৩ ইয়ার্স বি.এ./বি.এসসি/বি.কম | ১২ মাস |
ট্রেড অ্যাপ্রেন্টিস – অ্যাকাউন্ট্যান্ট | ৩ ইয়ার্স বি.কম | ১২ মাস |
ট্রেড অ্যাপ্রেন্টিস – ডেটা এন্ট্রি অপারেটর (ফ্রেশার অ্যাপ্রেন্টিস) | ক্লাস 12th পাস | ১৫ মাস |
ট্রেড অ্যাপ্রেন্টিস – ডেটা এন্ট্রি অপারেটর (স্কিল সার্টিফিকেট হোল্ডার) | ক্লাস 12th পাস উইথ স্কিল সার্টিফিকেট হোল্ডার ইন ‘ডোমেস্টিক ডেটা এন্ট্রি অপারেটর’ | ১২ মাস |
বয়সসীমা– প্রার্থীর বয়স হতে হবে নুন্যতম ১৮ বছর থেকে ২৪ বছরের মধ্যে। আবেদনকারীকে অবশ্যই ৩১/০৫/২০২৫ তারিখ অনুযায়ী বয়স হিসাব করে নিতে হবে। SC/ST কাস্টের প্রার্থীরা ০৫ বছর এবং OBC-রা ০৩ বছর বয়সের উর্ধসীমায় ছাড় পাবেন।
নিয়োগ প্রক্রিয়া- এখানে কোনপ্রকার লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ নেওয়া হবেনা। আবেদনের ভিত্তিতে প্রার্থীদের শর্টলিস্ট করা হবে। তারপর অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশন করার মাধ্যমে যোগ্য ও সঠিক প্রার্থীদের বাছাই করা হবে।
আবেদন প্রক্রিয়া– সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে এখানে আগ্রহী প্রার্থীদের আবেদন করতে হবে। ইন্ডিয়ান অয়েলের অফিশিয়াল পোর্টালে গিয়ে ফর্ম ফিলাপ করতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখ
অনলাইনে আবেদন শুরু | 03-05-2025 (10.00 Hrs) |
আবেদনের শেষ তারিখ | 02-06-2025 (17.00 Hrs) |
ডকুমেন্ট ভেরিফিকেশন | 16-06-2025 to 24-06-2025 |