ইন্ডিয়ান অয়েলে অফিসে বসে ডেটা এন্ট্রির কাজ! প্রথমে এক বছরের প্রশিক্ষন দেবে 12th পাসে।

By: WB Tathya

On: May 5, 2025

Follow Us:

IOCL Apprentice Recruitment 2025

Job Details

Job Salary:

Job Post:

Qualification:

Age Limit:

Exam Date:

Last Apply Date:

WhatsApp Join Now
Telegram Join Now

ইন্ডিয়ান অয়েলে Apprentice পদে বিভিন্ন ট্রেডে এক বছর ও দুই বছরের প্রশিক্ষন দেওয়া হচ্ছে। রাজ্যের সমস্ত চাকরি প্রার্থীদের জন্য দারুন সুখবর। প্রশিক্ষন চলাকালীন প্রতিমাসে স্টাইপেন্ড দেওয়া হবে। ছেলে ও মেয়ে সবাই এখানে আবেদন করতে পারবেন।

কি কি ট্রেডে এখানে প্রশিক্ষন নিতে পারবেন? যোগ্যতা, বয়সসীমা, নিয়োগ প্রক্রিয়া এ আবেদন পদ্ধতি কি রয়েছে? এই সমস্ত তথ্য আজকের এই প্রতিবেদনে আলোচনা করছি।

ট্রেডের নাম ও শিক্ষাগত যোগ্যতা

Trade NameQualificationকোর্সের মেয়াদ
ট্রেড অ্যাপ্রেন্টিস – অ্যাটেনডেন্ট অপারেটর (কেমিক্যাল প্ল্যান্ট) – কেমিক্যাল৩ ইয়ার্স বি.এসসি (ম্যাথস, ফিজিক্স, কেমিস্ট্রি অর ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি)১২ মাস
ট্রেড অ্যাপ্রেন্টিস (ফিটার) – মেকানিক্যালম্যাট্রিক উইথ আই.টি.আই ইন ফিটার ট্রেড অফ মিনিমাম ২ ইয়ার্স ডিউরেশন উইথ পাস ক্লাস১২ মাস
ট্রেড অ্যাপ্রেন্টিস (বয়লার) – মেকানিক্যাল৩ ইয়ার্স বি.এসসি (ম্যাথস, ফিজিক্স, কেমিস্ট্রি অর ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি)২৪ মাস
টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস – কেমিক্যাল৩ ইয়ার্স ডিপ্লোমা ইন কেমিক্যাল ইঞ্জি./পেট্রোকেমিক্যাল ইঞ্জি./কেমিক্যাল টেকনোলজি/রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যাল ইঞ্জি.১২ মাস
টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস – মেকানিক্যাল৩ ইয়ার্স ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জি.১২ মাস
টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস – ইলেকট্রিক্যাল৩ ইয়ার্স ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জি./ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং২৪ মাস
টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস – ইনস্ট্রুমেন্টেশন৩ ইয়ার্স ডিপ্লোমা ইন ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জি/ ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড ইলেকট্রনিক্স/ ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল ইঞ্জি./ অ্যাপ্লাইড ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জি.১২ মাস
ট্রেড অ্যাপ্রেন্টিস – সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট৩ ইয়ার্স বি.এ./বি.এসসি/বি.কম১২ মাস
ট্রেড অ্যাপ্রেন্টিস – অ্যাকাউন্ট্যান্ট৩ ইয়ার্স বি.কম১২ মাস
ট্রেড অ্যাপ্রেন্টিস – ডেটা এন্ট্রি অপারেটর (ফ্রেশার অ্যাপ্রেন্টিস)ক্লাস 12th পাস১৫ মাস
ট্রেড অ্যাপ্রেন্টিস – ডেটা এন্ট্রি অপারেটর (স্কিল সার্টিফিকেট হোল্ডার)ক্লাস 12th পাস উইথ স্কিল সার্টিফিকেট হোল্ডার ইন ‘ডোমেস্টিক ডেটা এন্ট্রি অপারেটর’১২ মাস

বয়সসীমা– প্রার্থীর বয়স হতে হবে নুন্যতম ১৮ বছর থেকে ২৪ বছরের মধ্যে। আবেদনকারীকে অবশ্যই ৩১/০৫/২০২৫ তারিখ অনুযায়ী বয়স হিসাব করে নিতে হবে। SC/ST কাস্টের প্রার্থীরা ০৫ বছর এবং OBC-রা ০৩ বছর বয়সের উর্ধসীমায় ছাড় পাবেন।

নিয়োগ প্রক্রিয়া- এখানে কোনপ্রকার লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ নেওয়া হবেনা। আবেদনের ভিত্তিতে প্রার্থীদের শর্টলিস্ট করা হবে। তারপর অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশন করার মাধ্যমে যোগ্য ও সঠিক প্রার্থীদের বাছাই করা হবে।

আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে এখানে আগ্রহী প্রার্থীদের আবেদন করতে হবে। ইন্ডিয়ান অয়েলের অফিশিয়াল পোর্টালে গিয়ে ফর্ম ফিলাপ করতে হবে।

গুরুত্বপূর্ণ তারিখ

অনলাইনে আবেদন শুরু03-05-2025 (10.00 Hrs)
আবেদনের শেষ তারিখ02-06-2025 (17.00 Hrs)
ডকুমেন্ট ভেরিফিকেশন16-06-2025 to 24-06-2025
WhatsApp Join Now
Telegram Join Now

WB Tathya-তে আমরা ৬ বছরের বেশি সময় ধরে বিনামূল্যে ও জেনুইন চাকরির আপডেট দিয়ে আসছি। আমাদের YouTube, Facebook, TelegramWhatsApp-এ পাবেন Work From Home চাকরি, প্রাইভেট চাকরি, ইন্টার্নশিপ এবং অনলাইন কাজের খবর, সবই নির্ভরযোগ্য! Contact us: contactwbtathya@gmail.com

x
Advertisements