চাকরির খবর

Central Govt Recruitment: মাত্র ৫০ নম্বরের পরীক্ষা দিয়ে কেন্দ্রীয় সরকারের চাকরি! মাধ্যমিক যোগ্যতায় আবেদন পদ্ধতি জানুন

মাধ্যমিক পাশ যোগ্যতায় মাত্র ৫০ নম্বরের পরীক্ষার উপর ভিত্তি করে কর্মী নিয়োগ করছে সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড। কেন্দ্রীয় সরকারের এই দুর্দান্ত নিয়োগ সম্পর্কে বিস্তারিত জানুন এখনই...

Central Govt Recruitment: কেন্দ্রীয় সরকারের পলিউশন কন্ট্রোল বোর্ডের পক্ষ থেকে এবার সরকারি কর্মচারী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। আজকের মূল্য বৃদ্ধির বাজারে বিপুল সংখ্যক চাকরিপ্রার্থী সরকারি চাকরির জন্য অপেক্ষা করছেন। তাদের জন্যই এবার মাত্র ৫০ নম্বরের পরীক্ষা দিয়ে কর্মী হিসেবে নিযুক্ত হওয়ার দুর্দান্ত সুযোগ রয়েছে।

Whatsapp Channel Follow
Telegram Channel Join

সম্প্রতি সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড বা CPCB একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। এখানে মাত্র ৫০ নম্বরের পরীক্ষা দিয়েই সরকারি দপ্তরে কর্মী হিসেবে নিযুক্ত হওয়ার সুযোগ রয়েছে। ইচ্ছুক চাকরিপ্রার্থীদের জন্য আজকের প্রতিবেদনে নিয়োগের বিভিন্ন তথ্য বিস্তারিতভাবে উল্লেখ করা হলো।

Central Govt Recruitment 2025

নিয়োগকারী সংস্থাসেন্টাল পলিউশন কন্ট্রোল বোর্ড (CPCB)
পদের নামগ্রুপ সি
শিক্ষাগত যোগ্যতামাধ্যমিক থেকে গ্রেজুয়েশন
আবেদন পদ্ধতিঅনলাইন
নিয়োগ পদ্ধতি৫০ নম্বরের লিখিত পরীক্ষা এবং স্কিল টেস্ট

পদের বিবরণ (Central Govt Recruitment)

সম্প্রতি CPCB -র অফিসিয়াল ওয়েব সাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে, মাল্টি টাস্কিং স্টাফ, লোয়ার ডিভিশন ক্লার্ক, আপার ডিভিশন ক্লার্ক, অফিস আসিস্ট্যান্ট সহ বিভিন্ন গ্রুপ সি পদে এই নিয়োগটি হতে চলেছে।

Central Govt Recruitment শিক্ষাগত যোগ্যতা

১) মাল্টি টাস্কিং স্টাফ- ন্যূনতম মাধ্যমিক পাশ যোগ্যতা থেকে এই পদে চাকরিপ্রার্থীরা আবেদন জানাতে পারবেন। সরকারি অফিসার বিভিন্ন কাজের জন্য এই পদে কর্মী নিয়োগ হয়ে থাকে।

২) লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট- এই পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের ন্যূনতম উচ্চ মাধ্যমিক যোগ্যতা থাকতে হবে। এছাড়াও উচ্চমাধ্যমিক যোগ্যতায় স্টেনোগ্রাফার সহ বিভিন্ন পদের জন্যও আবেদন জানাতে পারবেন চাকরি প্রার্থীরা।

৩) আপার ডিভিশন ক্লার্ক- UDC বা আপার ডিভিশন ক্লার্ক পদে আবেদনের জন্য ইচ্ছুক চাকরিপ্রার্থী থেকে যে কোন বিষয়ে গ্রাজুয়েট হতে হবে। দেখেছো অবশ্যই স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েশন ডিগ্রি (Central Govt Recruitment) থাকলেই চাকরিপ্রার্থীরা এই পদে আবেদন জানাতে পারবেন।

৪) Skill- প্রতিটি পদের জন্যই ইচ্ছুক চাকরি প্রার্থীকে কম্পিউটার বিষয়ে দক্ষ হতে হবে এবং প্রতি মিনিটে ৩৫টি ইংরেজি শব্দ অথবা প্রতি মিনিটে ৩০টি হিন্দি শব্দ টাইপের বিষয়েও দক্ষ হতে হবে।

Read More:

মাসিক বেতন

মাল্টি টাস্কিং স্টাফ১৮,০০০/- টাকা+বিভিন্ন অ্যালাউন্স মিলিয়ে প্রায় ৩৫,০০০/- টাকা
লোয়ার ডিভিশন ক্লার্ক, স্টেনোগ্রাফার এবং অন্যান্য১৯,৯০০/- টাকা+বিভিন্ন অ্যালাউন্স মিলিয়ে প্রায় ৪৫,০০০/- টাকা
আপার ডিভিশন ক্লার্ক২৫,৫০০/- টাকা+বিভিন্ন অ্যালাউন্স মিলিয়ে প্রায় ৫৬,০০০/- টাকা
অফিস এসিস্ট্যান্ট৩৫,৪০০/- টাকা+অন্যান্য অ্যালাউন্স মিলিয়ে প্রায় ৬৪,০০০/- টাকা

নিয়োগ পদ্ধতি

এক্ষেত্রে প্রতিটি চাকরিপ্রার্থীকে মাত্র ৫০ নম্বরের একটি লিখিত পরীক্ষা দিতে হবে। লিখিত পরীক্ষাটিতে ১/৪ নেগেটিভ মার্কিন থাকবে এবং এই পরীক্ষার জন্য মোট এক ঘন্টা সময় পাবেন চাকরিপ্রার্থীরা। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে কিছু কিছু পদে সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে। আবার বেশ কিছু পদের জন্য এরপর স্কিল টেস্ট অর্থাৎ টাইপিং পরীক্ষা দিয়ে কর্মী হিসেবে নিযুক্ত হতে হবে।

আবেদন পদ্ধতি

ইচ্ছুক চাকরি প্রার্থীরা সম্পূর্ণ অনলাইন মাধ্যমেই এখানে আবেদন জানাতে পারবেন। আবেদনের জন্য সবার প্রথমে সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইন মাধ্যমে আবেদন পত্র পূরণ করে জমা করুন। এই পদে আবেদনের জন্য ইচ্ছুক চাকরি প্রার্থীদের ৭৫০-১০০০ টাকা আবেদন মূল্য দিতে। তবে আবেদনের ক্ষেত্রে মহিলা/SC/ST/PWD চাকরিপ্রার্থীদের শুধুমাত্র ১৭৫/- টাকা দিতে হবে বলে জানানো হয়েছে।

 সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন -
Back to top button
x
Advertisements