চাকরির খবর

RRB ALP Recruitment 2025: রেলে ৯,৯০০ শূন্যপদে ‘অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট’ নিয়োগ! মাধ্যমিক পাশে আবেদন।

RRB ALP Recruitment 2025: আপনি কি একটি সরকারি চাকরির জন্য অপেক্ষা করছেন? তাহলে আপনার জন্য আজকের প্রতিবেদনে রইলো খুশির খবর। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড বা RRB আবারো বিপুল পরিমাণ শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল। মাধ্যমিক পাশ যোগ্যতায় এই পদে চাকরিপ্রার্থীরা আবেদন জানাতে পারবেন।

Whatsapp Channel Follow
Telegram Channel Join

প্রতিটি চাকরিপ্রার্থীর জন্য সরকারি নিয়োগের বিভিন্ন তথ্য জেনে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি আবেদনপত্র পূরণের আগে আবেদনের সঠিক নিয়ম ভালোভাবে বুঝে নেওয়া দরকার। তাই চাকরিপ্রার্থীদের জন্য বিস্তারিতভাবে নিয়োগ সংক্রান্ত বিভিন্ন তথ্য নিচে উল্লেখ করা হলো।

নিয়োগ সংক্রান্ত সংক্ষিপ্ত তথ্য

নিয়োগ সংস্থাRRB
পদের নামঅ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট
শিক্ষাগত যোগ্যতামাধ্যমিক+ITI
আবেদন পদ্ধতিঅনলাইন

পদের বিবরণ ও শূন্য পদ

সম্প্রতি এসিস্ট্যান্ট লোকো পাইলট পদে বিপুলসংখ্যক চাকরিপ্রার্থী নিয়োগ করছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। মোট ৯,৯৭০ টি শূন্য পদে এই নিয়োগটি হবে। যদিও নিয়োগের সম্পূর্ণ ভাব পূরণ করে কর্মী নিয়োগের সময় এই শূন্য পদের সংখ্যা বৃদ্ধি পেতে পারে বলে সূত্রের খবর।

আবেদনের যোগ্যতা

১) শিক্ষাগত যোগ্যতা- এই পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীকে অন্ততপক্ষে মাধ্যমিক পাস করতে হবে। এর পাশাপাশি আপনাদের যদি আইটিআই সার্টিফিকেট অথবা ডিপ্লোমা কিংবা রেলের অ্যাপ্রেন্টিস যোগ্যতা থাকে তাহলে এখানে আবেদন করা যাবে।

২) বয়স সীমা- ১৮ বছর থেকে ৩০ বছরের চাকরি পাচ্ছি না এখানে আবেদন জানাতে পারবেন। তবে সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীরা সংরক্ষণের নিয়ম অনুসারে আরো বেশি বয়স পর্যন্ত আবেদনের যোগ্য।

মাসিক বেতন

এই পদে নিযুক্ত কর্মীদের প্রতি মাসে যথেষ্ট ভালো মানের বেতন দেবে ভারতীয় রেলওয়ে। নিয়োগের শুরু থেকেই এখানে আপনারা কেন্দ্রীয় সরকারের বেতন ক্রম মেনে ১৯,৯০০/- টাকার বেতন পাবেন।

নিয়োগ পদ্ধতি

রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগের পদ্ধতি অনুসারে, আপনাদের কম্পিউটার বেসড লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে। নিয়োগ পদ্ধতি ভালো ভাবে জানতে অবশ্যই আরআরবির অফিশিয়াল ওয়েবসাইট থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিটির ভালোভাবে দেখে নিন।

আবেদন পদ্ধতি

অনলাইন মাধ্যমে এই পদের জন্য আবেদন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।

আবেদন শুরু হচ্ছে১২/০৪/২০২৫
আবেদনের শেষ তারিখ১১/০৫/২০২৫

এই পদে আবেদনের জন্য আপনাদের প্রথমেই RRB -র অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এরপর RRB ALP Recruitment 2025 -এই অপশনটি বেছে নিয়ে অনলাইনে আবেদন পত্র পূরণ করতে হবে। এরপর প্রয়োজনীয় নথিপত্রগুলি আপলোড করবেন এবং আবেদন পত্রটি জমা করে দেবেন।

 সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন -
Back to top button
x
Advertisements