চাকরির খবর

Airport Ground Staff Recruitment 2025: কলকাতা সহ ১৩টি এয়ারপোর্টে কর্মী নিয়োগ! 12th পাশে আবেদন চলছে।

পশ্চিমবঙ্গের কলকাতা সহ দেশের বিভিন্ন এয়ারপোর্টে কর্মী নিয়োগ করছে ইন্ডিগো! উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতায় আবেদন শুরু। নিয়োগ পদ্ধতি এবং অন্যান্য যোগ্যতা জানুন এখনই...

Airport Ground Staff Recruitment 2025: দেশের বিভিন্ন এয়ারপোর্টে কর্মী নিয়োগ করছে ইন্ডিগো! এখানে মূলত কেবিন অ্যাটেনডেন্ট পদে এই নিয়োগটি হতে চলেছে। যেখানে পশ্চিমবঙ্গ রাজ্যের চাকরিপ্রার্থীরা সরাসরি ওয়াক-ইন ইন্টারভিউ এর মাধ্যমে এই কাজে যোগদানের সুযোগ পাবেন। নিয়োগের শুরুতেই যথেষ্ট ভালো মানের বেতন দেবে ইন্ডিগো এয়ারলাইন্স।

Whatsapp Channel Follow
Telegram Channel Join

পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতার সহ দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন এয়ারপোর্টে এই নিয়োগটি হচ্ছে। ইচ্ছুক মহিলা চাকরিপ্রার্থীরা আজকের প্রতিবেদন থেকে এই নিয়োগের বিস্তারিত বিবরণ জেনে নিন। এখানে পদের নাম, আবেদনের যোগ্যতা, আবেদন পদ্ধতি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যগুলি বিশদে আলোচনা করা হলো।

নিয়োগ সংক্রান্ত সংক্ষিপ্ত তথ্য

নিয়োগ কারী সংস্থাIndigo Airlines
পদের নামCabin Attendant
নিয়োগ পদ্ধতিWalk In Interview
আবেদন পদ্ধতিOnline
আবেদনের শেষ তারিখASAP

পদের নাম ও জব লোকেশন

Post NameJob Location
Cabin Attendant (Grade Tr)
Senior Cabin Attendant (Trainee)
Bengaluru
Delhi
Hyderabad
Ahmedabad
Lucknow
Mumbai
Pune
Chandigarh
Kochi
Kolkata
Chennai
Indore
Jaipur

আবেদনের যোগ্যতা

১) এই পদে আবেদন জানানোর জন্য ইচ্ছুক চাকরিপ্রার্থীকে অবশ্যই মহিলা হতে হবে এবং ভারতবর্ষের স্থায়ী বাসিন্দা হতে হবে।

২) ন্যূনতম ১৮ বছর বয়স থেকে সর্বোচ্চ ২৭ বছরের চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। সিনিয়র কেবিন অ্যাটেনডেন্ট পদে ২১ বছর থেকে আবেদন জানানো যাবে।

৩) স্বীকৃত বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাস করলেই আবেদন জানানো যাবে।

৪) ইচ্ছুক চাকরিপ্রার্থীকে ইংরেজি ভাষায় যথেষ্ট পারদর্শী হতে হবে। চাকরিপ্রার্থীর ইংরেজির পাশাপাশি হিন্দি ভাষা যথেষ্ট ভালোভাবে বলার দক্ষতা থাকতে হবে।

৫) সিনিয়র কেবিন আটেনডেন্টপদে আবেদনের জন্য ইচ্ছুক প্রার্থীর পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন হবে। যে সকল মহিলা চাকরিপ্রার্থীরা ইতিমধ্যেই ৩ বছর ধরে বিমানবন্দরে সমতুল্য কাজ করছেন, তারা এখানে আবেদন জানাতে পারবেন।

শারীরিক যোগ্যতা

আপনাদের মধ্যে ইচ্ছুক চাকরি প্রার্থীরা স্বাস্থ্যগত দিক থেকে সবল হলে এখানে আবেদন জানাতে পারবেন। অন্ততপক্ষে ১৫৫ সেন্টিমিটার উচ্চতা থাকতে হবে এবং উচ্চতা অনুসারে ওজন যথাযথ হতে হবে। আবেদনকারীর ইউনিফর্মের ওপর থেকে কোন ট্যাটু দেখা গেলে চলবে না।

Airport Ground Staff Recruitment 2025:
Airport Ground Staff Recruitment 2025:

নিয়োগ পদ্ধতি

InterGlobe Aviation Ltd -এর পক্ষ থেকে সরাসরি ওয়াক ইন ইন্টারভিউ -এর মাধ্যমে এই নিয়োগটি করা হবে। ইচ্ছুক প্রার্থীদের ইন্টারভিউ এর দিনে যথাযথ স্থানে পৌঁছে যেতে হবে। সঙ্গে অবশ্যই সমস্ত শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার প্রমাণপত্র নিয়ে তবেই যাবেন।

ইন্টারভিউয়ের ড্রেস কোডহাফ হাতা শার্ট, হাঁটু পর্যন্ত দৈর্ঘ্যের স্কার্ট, স্টকিংস এবং ফর্মাল হিলস

আবেদন পদ্ধতি

ইচ্ছুক সকল চাকরি প্রার্থীকে অনলাইন মাধ্যমেই আবেদন জানাতে হবে। এর জন্য আপনারা সরাসরি Inigo Career পোর্টালে চলে যান। এই পোর্টালে ‘Create an account’ অপশনে ক্লিক করে, নিজের যাবতীয় তথ্য দিয়ে একটি প্রোফাইল বানিয়ে নেবেন। এরপরে, পদ সম্পর্কিত সমস্ত বিবরণ ভালোভাবে দেখে নিন। এরপর আপনি যদি যোগ্য হয়ে থাকেন, তাহলে নিচে থাকা ‘Apply Now’ বাটনে ক্লিক করুন এবং আবেদন পত্রটি যথাযথ তথ্যের সাথে পূরণ করে জমা করুন।

Important Links

Official WebsiteVisit Now
Senior Cabin Attendant (Trainee) Apply Now
Cabin Attendant (Grade Tr)Apply Now
 সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন -
Back to top button
x
Advertisements