১০ হাজার শুন্যপদে শুরু হল গ্রামীণ ব্যাঙ্কে নিয়োগ! আবেদনের যোগ্যতা ও নিয়োগ পদ্ধতি বিস্তারিত জানুন।

By: WB Tathya

On: April 11, 2025

Follow Us:

গ্রামীণ ব্যাঙ্কে নিয়োগ

Job Details

Job Salary:

Job Post:

Qualification:

Age Limit:

Exam Date:

Last Apply Date:

WhatsApp Join Now
Telegram Join Now

গ্রামীণ ব্যাঙ্কে নিয়োগ: তোমরা কি সরকারি চাকরি বিশেষত ব্যাঙ্কে চাকরির জন্য চেষ্টা করছো? তাহলে তোমাদের জন্য দুর্দান্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে RRB। প্রতি বছরের মতো এবারও ১০ হাজারটি শূন্য পদে বিপুল সংখ্যক চাকরিপ্রার্থীকে গ্রামীণ ব্যাঙ্কের নিয়োগ করা হবে। নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে।

অনেকেই সরকারি চাকরির পরীক্ষাগুলিতে ইংরেজি থাকার কারণে যথেষ্ট ভয় পেয়ে যাও। তবে এবারে গ্রামীণ ব্যাঙ্কের নিয়োগের ক্ষেত্রে ইংরেজি পরীক্ষার ছাড়াই চাকরি পাওয়ার সুযোগ থাকছে। এর পাশাপাশি প্রতি মাসে ৫০,০০০ টাকার বেতনও পাবে কর্মীরা। তাহলে একেবারেই দেরি না করে, গ্রামীণ ব্যাঙ্কের এই নিয়োগের সমস্ত বিবরণ জেনে নাও।

পদের নামঅ্যাসিস্ট্যান্ট , ম্যানেজার
শূন্য পদ১০,০০০
নিয়োগ পদ্ধতিলিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ
বেতন৫০,০০০ টাকা

পদের নাম

কিছুদিন আগেই রিজিওনাল রুরাল ব্যাঙ্ক বা RRB থেকে গ্রামীণ ব্যাঙ্কে নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ্যে এসেছে। এখানে ক্লার্ক অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট এবং PO বা ম্যানেজার পদে নিয়োগ হতে চলেছে।

শূন্য পদের সংখ্যা

বিগত বছরের তুলনায় শূন্য পদ কিছুটা কমে গেলেও, এবারেও ১০,০০০ জন যোগ্য চাকরিপ্রার্থীকে নিয়োগ করতে চলেছে গ্রামীণ ব্যাঙ্ক।

আবেদনের যোগ্যতা

১) ক্লার্ক বা এসিস্ট্যান্ট- এই পদে উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতা থেকেই চাকরিপ্রার্থীর আবেদন জানাতে পারবে। এই পদে ১৮ বছর থেকে ২৮ বছর পর্যন্ত তোমরা আবেদন জানাতে পারবে।

২) PO বা ম্যানেজার- যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোন বিষয়ে গ্রাজুয়েশন ডিগ্রি থাকলেই তোমরা এই পদটি বেছে নিতে পারো। ম্যানেজার পদে আবেদন জানানোর জন্য তোমাদের বয়স হতে হবে ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে।

৩) প্রতিক্ষেত্রেই সংরক্ষণের নিয়ম মেনে OBC প্রার্থীরা ৩ বছরের এবং SC/ST প্রার্থীরা ৫ বছরের বয়সের ছাড় পাবে।

নিয়োগ পদ্ধতি

সরাসরি লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ এর মাধ্যমেই নিয়োগ করা হবে। ক্লার্ক পদে যারা আবেদন জানাবে, তাদেরকে শুধুমাত্র প্রিলিমিনারি এবং এডভান্স পরীক্ষা দিতে হবে। এক্ষেত্রে কোন ইন্টারভিউ নেওয়া হবে না।

পরীক্ষার সিলেবাস

প্রিলিমিনারি:

সাবজেক্টপ্রশ্নের সংখ্যাসময়
রিজনিং৪০২৫ মিনিট
গণিত৪০২০ মিনিট
মোট৮০৪৫ মিনিট

অ্যাডভান্স:

সাবজেক্টপ্রশ্নের সংখ্যাপ্রশ্নের নম্বরসময়
রিজনিং৪০৫০৩০ মিনিট
হিন্দি/ইংরেজি৪০৪০৩০ মিনিট
গণিত৪০৫০৩০ মিনিট
জেনারেল অ্যাওয়ারনেস৪০৪০১৫ মিনিট
কম্পিউটার নলেজ৪০২০১৫ মিনিট
মোট২০০২০০১২০ মিনিট

আবেদন পদ্ধতি

তোমাদের মধ্যে ছাড়া এই চাকরির জন্য ইচ্ছুক রয়েছো, তারা এই বছরের মে অথবা জুন মাস থেকেই আবেদন জানাতে পারবে। কারণ RRB ইতিমধ্যেই জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে উভয় পদের পরীক্ষাগুলির আয়োজন করবে বলে জানিয়ে দিয়েছে। আগামী বছরের জানুয়ারি মাসের মধ্যেই এই পদগুলিতে কর্মী নিযুক্ত করা হবে।

WhatsApp Join Now
Telegram Join Now

WB Tathya-তে আমরা ৬ বছরের বেশি সময় ধরে বিনামূল্যে ও জেনুইন চাকরির আপডেট দিয়ে আসছি। আমাদের YouTube, Facebook, TelegramWhatsApp-এ পাবেন Work From Home চাকরি, প্রাইভেট চাকরি, ইন্টার্নশিপ এবং অনলাইন কাজের খবর, সবই নির্ভরযোগ্য! Contact us: contactwbtathya@gmail.com

x
Advertisements