KKR VS RCB কালকের IPL ম্যাচ কে জিতবে? কাল বৃষ্টি হবার সম্ভাবনা? ফ্রিতে IPL কিভাবে দেখবে?

By: WB Tathya

On: March 21, 2025

Follow Us:

KKR VS RCB IPL Match

Job Details

Job Salary:

Job Post:

Qualification:

Age Limit:

Exam Date:

Last Apply Date:

KKR VS RCB: আর মাত্র একদিন পরেই কলকাতা শহর জমে উঠবে IPL এর RCB ভার্সেস KKR -এর দুর্দান্ত ক্রিকেট ম্যাচে। এই ম্যাচটি ২২শে মার্চ ২০২৫ সালে কলকাতার জনপ্রিয় ক্রিকেট স্টেডিয়াম ইডেন গার্ডেনসে আয়োজিত হতে চলেছে।

Whatsapp Channel Join
Telegram Channel Join

তবে সম্প্রতিক বেশ কিছু খবর থেকে জানা যাচ্ছে, এত উত্তেজনা এবং আয়োজনের পরেও বন্ধ হয়ে যেতে পারে আইপিএলের KKR ভার্সেস RCB -র ম্যাচ! খেলা প্রেমীদের কাছে অবশ্যই এটি অত্যন্ত দুঃখজনক একটি খবর। খেলা বন্ধ হয়ে যাওয়ার কারণ এবং এই ম্যাচ সম্পর্কিত একাধিক তথ্য বিস্তারিতভাবে জেনে নিতে অবশ্যই পড়তে হবে আজকের প্রতিবেদনটি।

KKR VS RCB IPL Match

গোটা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের খেলা প্রেমি মানুষদের কাছেই IPL বা ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ যথেষ্ট পরিমাণে গুরুত্বপূর্ণ। গোটা ভারতবর্ষের প্রায় কয় কোটি মানুষ আইপিএলের বিভিন্ন ম্যাচগুলি দেখে থাকেন।

স্বাভাবিকভাবেই এই ম্যাচ চলাকালীন ভারতবর্ষের আনাচে কানাচে থাকা বিভিন্ন স্টেডিয়ামে উপছে পড়ে জনস্রোত। আর এই খেলা যদি কলকাতার ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স বনাম রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর এর খেলা হয় তাহলে তো আর কোন কথাই নেই।

Read More: আবারো ভোটার কার্ডের সঙ্গে, আধার কার্ড লিঙ্ক করতে হবে! দেখে নিন কিভাবে করবেন?

আসলে কলকাতা বাসীর কাছে নিজের শহরের টিম KKR এর পাশাপাশি বিরাট কোহলির RCB ও যথেষ্ট পরিমাণে গুরুত্বপূর্ণ। পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন জেলা থেকে ভক্তরা অনেক সময় শুধুমাত্র বিরাট কোহলিকে দেখার জন্য ইডেন গার্ডেনসে পৌঁছে যান IPL এর সময়। এই বছরে মার্চ মাসের ২২ তারিখেই এমন একটি দুর্দান্ত সুযোগ রয়েছে কলকাতাবাসীর কাছে। তবে সমগ্র কলকাতার ভক্তদের কাছে ওইদিন বাধা হয়ে দাঁড়াতে পারে কলকাতার আবহাওয়া।

আবহাওয়ার পূর্বাভাস

মার্চ মাসের ২২ তারিখে কলকাতার ইডেন গার্ডেনসে KKR বনাম RCB -র একটি দুর্দান্ত ম্যাচের পূর্ব পরিকল্পনা হয়ে থাকলেও কলকাতার আবহাওয়া ওই দিন খেলোয়ার থেকে শুরু করে ভক্তদের বিরূপে যেতে পারে বলে মনে করা হচ্ছে।

ইতিমধ্যে ওই দিনের আবহাওয়ার পূর্বাভাস জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। যেখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে ওই দিন কলকাতার বুকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। কিন্তু এবার এই খেলা কতদূর হয় সেটি সম্পূর্ণরূপে ভাগ্যের একটি বিষয়।

ফ্রিতে IPL ম্যাচ কিভাবে দেখবে?

IPL এর প্রতিটি ম্যাচ ঘরে বসেই টিভি কিংবা মোবাইলের স্ক্রিনে দেখতে পারবেন ভক্তরা। এর জন্য আপনাকে অনলাইন Google Play Store বা ISO App Store থেকে ‘Jio Hotstar’ নামক একটি অ্যাপ ইন্সটল করে নিতে হবে। এরপর নিজের নম্বরের সাহায্যে লগইন করে নিলেই ওই অ্যাপ থেকে নির্দিষ্ট সময়ে সরাসরি লাইভ টেলিকাস্ট এর মাধ্যমে IPL এর সকল ম্যাচগুলি উপভোগ করতে পারবেন।

WB Tathya is a trusted multi-platform community — YouTube channel, website, Facebook page, Instagram, and X — sharing free work-from-home job updates, online earning tips, and the best skill suggestions to help you get better jobs. With 6 years of experience working in the digital and social media space, we are dedicated to guiding you towards the right opportunities and reliable information.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now