বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? মার্চ মাসের ৮টি সরকারি চাকরির বিজ্ঞপ্তি।

ভারতবর্ষের বেকার যুবক যুবতীদের মধ্যে অধিকাংশই সরকারি চাকরির প্রচেষ্টা চালাচ্ছেন। এর মূল কারণ হল সরকারের চাকরির নিশ্চয়তা এবং বিভিন্ন সুযোগ-সুবিধা। সরকারি বিভিন্ন দপ্তরে বিভিন্ন পদের জন্য মাধ্যমিক পাসযোগ্যতা থেকে শুরু করে গ্রাজুয়েশন এমনকি পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রির যোগ্যতা পর্যন্ত চাকরি প্রার্থীদের নিয়োগ করা হয়ে থাকে।
প্রায় প্রতিমাসেই কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার মিলিয়ে একাধিক দপ্তর থেকে চাকরিপ্রার্থীদের বিভিন্ন পদে নিয়োগ করা হয়। আজকের প্রতিবেদনের মাধ্যমে আমরা মার্চ মাসে চলা একাধিক সরকারি দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জেনে নেব।
চাকরিপ্রার্থীদের জন্য এখানে মাধ্যমিক পাস থেকে গ্রাজুয়েশন যোগ্যতা পর্যন্ত বিভিন্ন পদে আবেদনের যোগ্যতা, মাসিক বেতনের পরিমাণ এবং আবেদন পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হলো।
১) CISF -এ কর্মী নিয়োগ
পদের নাম– Constable
শূন্যপদের সংখ্যা– ১৬১ টি
শিক্ষাগত যোগ্যতা– স্বীকৃত বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস এবং কিছু পদের জন্য ITI যোগ্যতা লাগবে।
বয়স সীমা– ১৮ বছর থেকে ২৩ বছর পর্যন্ত।
মাসিক বেতন– ২১,৭০০/- টাকা থেকে ৬৯,১০০/- টাকা।
নিয়োগ পদ্ধতি– লিখিত পরীক্ষা, শারীরিক সক্ষমতা পরীক্ষা, শারীরিক মাপ পরীক্ষা, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল পরীক্ষা
অফিশিয়াল ওয়েবসাইট– https://cisfrectt.cisf.gov.in/
আবেদনের শেষ তারিখ– ০৩/০৪/২০২৫
২) IPPB -তে কর্মী নিয়োগ
পদের নাম– এক্সিকিউটিভ।
শিক্ষাগত যোগ্যতা– যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোন বিষয়ে গ্রাজুয়েশন পাস।
বয়স সীমা– ২১ বছর থেকে ৩৫ বছর পর্যন্ত।
মাসিক বেতন– ৩০,০০০/- টাকা।
নিয়োগ পদ্ধতি– ইন্টারভিউ।
অফিশিয়াল ওয়েবসাইট– https://www.ippbonline.com/
আবেদনের শেষ তারিখ– ২১/০৩/২০২৫
৩) আসাম রাইফেলসে কর্মী নিয়োগ
পদের নাম– টেকনিক্যাল ও ট্রেডসম্যান (পুরুষ)।
শূন্যপদ– ২১৫ টি
শিক্ষাগত যোগ্যতা– মাধ্যমিক উচ্চমাধ্যমিক এবং ডিপ্লোমা ডিগ্রি।
বয়স সীমা– ১৮ বছর থেকে ৩০ বছর।
মাসিক বেতন– ২৫, ৫০০ টাকা।
নিয়োগ পদ্ধতি– এখানে যোগ্য প্রার্থীদের র্যালির মাধ্যমে নিয়োগ করা হবে।
অফিশিয়াল ওয়েবসাইট– https://www.assamrifles.gov.in/
আবেদনের শেষ তারিখ– ২৩/০৩/২০২৫
৪) পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে কর্মী নিয়োগ।
পদের নাম– ক্লার্কশিপ, IDO এবং মিসলেনিয়াস।
শিক্ষাগত যোগ্যতা– মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্রাজুয়েশন যোগ্যতা।
বয়স সীমা– ১৮ বছর থেকে ৪০ বছর অথবা ২১ বছর থেকে ৪০ বছর পর্যন্ত।
মাসিক বেতন– ৩৭,৩০০/- টাকা থেকে ৮১,১০০/- টাকা।
নিয়োগ পদ্ধতি– লিখিত পরীক্ষা, ইন্টারভিউ, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল পরীক্ষা।
অফিশিয়াল ওয়েবসাইট- https://psc.wb.gov.in
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ– মার্চ থেকে এপ্রিল মাস।
৫) DFCCIL নিয়োগ বিজ্ঞপ্তি
পদের নাম– জুনিয়র ম্যানেজার, এক্সিকিউটিভ এবং মাল্টিটাস্কিং স্টাফ।
শূন্যপদ– ৬৪২ টি।
শিক্ষাগত যোগ্যতা– মাধ্যমিক, উচ্চমাধ্যমিক অথবা ডিপ্লোমা ডিগ্রী।
বয়স সীমা– ১৮ বছর থেকে ৩৩ বছর।
মাসিক বেতন– ১৬,০০০/- টাকা থেকে ১,৬০,০০০/- টাকা।
অফিশিয়াল ওয়েবসাইট- https://dfccil.com/
আবেদনের শেষ তারিখ– ২২/০৩/২০২৫
৬) ভারতীয় ওভারসিজ ব্যাংকে কর্মী নিয়োগ।
পদের নাম– অ্যাপ্রেন্টিসv
পদের সংখ্যা– ৭৫০ টি
শিক্ষাগত যোগ্যতা– যেকোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রী।
বয়স সীমা– ২০ বছর থেকে ২৮ বছর পর্যন্ত।
মাসিক বেতন- ১০,০০০/- টাকা থেকে ১৫,০০০/- টাকা।
নিয়োগ পদ্ধতি– লিখিত পরীক্ষা, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল পরীক্ষা।
অফিশিয়াল ওয়েবসাইট– https://nats.education.gov.in
আবেদনের শেষ তারিখ- ১৬/০৩/২০২৫
৭) ICMR-NIRT নিয়োগ।
পদের নাম– LDC/UDC/অ্যাসিস্ট্যান্ট।
শিক্ষাগত যোগ্যতা– উচ্চমাধ্যমিক এবং স্নাতক ডিগ্রী।
বয়স সীমা– ১৮ বছর থেকে ৩০ বছর।
মাসিক বেতন– ৩৫,৪০০/- টাকা থেকে ১,১২,৪০০/- টাকা।
নিয়োগ পদ্ধতি– লিখিত পরীক্ষা।
অফিশিয়াল ওয়েবসাইট– https://www.nirt.res.in
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ– মার্চ মাস থেকে এপ্রিল মাস।
৮) CSIR-CMERI তে কর্মী নিয়োগ
পদের নাম– জুনিয়র সেক্রেটারিয়ান অ্যাসিস্ট্যান্ট।
শিক্ষাগত যোগ্যতা– উচ্চ মাধ্যমিক পাশ এবং টাইপিং।
বয়স সীমা– ১৮ বছর থেকে ২৮ বছর।
মাসিক বেতন– ৩৬,০০০/- টাকা।
নিয়োগ পদ্ধতি– লিখিত পরীক্ষা এবং টাইপিং টেস্ট।
অফিসিয়াল ওয়েবসাইট– https://www.cmeri.res.in/
আবেদনের শেষ তারিখ- ১৬/০৩/২০২৫